Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বােঝ? পার্থিব প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করাে।


পর্যায়ন কী? বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি আলােচনা করাে।


আরােহণ ও অবরােহণ পদ্ধতি সম্বন্ধে আলােচনা করাে।


আবহবিকার কাকে বলে? যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহ আলােচনা করাে।


পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি কী কী? যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে তুলনা করাে।


পর্যায়ন কাকে বলে? আরােহণ ও অবরােহণ পদ্ধতির পার্থক্য লেখাে।  অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখাে।



ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ


ভৌমজল কাকে বলে? ভৌমজলের গুরুত্ব আলােচনা করাে।


ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী? ভৌমজলের উৎসগুলির পরিচয় দাও।


জলপীঠ বা ভৌমজলস্তরের বিবরণ দাও।


চিত্রসহ আর্টেজীয় বা আর্তেজীয় কূপের গঠন বর্ণনা করাে | আর্তেজীয় কূপ থেকে পাম্পের সাহায্য ছাড়াই জল উঠে আসে’- কারণ নির্দেশ করাে। গিজার কী? এর উৎপত্তির কারণ ব্যাখ্যা করাে।


পৃথিবীর প্রধান প্রধান কাস্ট অঞ্চলগুলির নাম লেখাে৷ কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি কী কী?


কাস্ট অঞ্চল প্রায়শই অনুর্বর হয়—কারণ নির্দেশ করাে। উভালা ও পােলজি চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে সৃষ্টি হয় কেন?


সিঙ্কহােল ও ডােলাইনের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহা কীভাবে সৃষ্টি হয়?


শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকার বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। অ্যাকুইফার বলতে কী বােঝ এবং এটি কীভাবে সৃষ্টি হয়?


জলচক্র কাকে বলে? মানবজীবনে কাস্ট ভূমিরূপের প্রভাব আলােচনা করাে।


নদীর দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ সম্পর্কে আলােচনা করাে। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট-এর পার্থক্য লেখাে।


প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণিবিভাগ করাে।


গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণিবিভাগ করাে।


সম্পৃক্ততার ভিত্তিতে জলবাহী স্তরের শ্রেণিবিভাগ করাে।


কাস্ট ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।

অথবা, চুনাপাথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।

অথবা, কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।


প্রস্রবণ কাকে বলে? আর্টেজীয় কূপ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহযােগে বর্ণনা করাে।


অ্যাকুইফারের শ্রেণিবিভাগ করাে।


মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে তুলনা করে। অ্যাকুইড ও অ্যাকুইটার্ড কী?



ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া


ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিবরণ দাও।


'একটি ভূমিভাগের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে'—W.M. Davis-এর উক্তিটির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করাে। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বােঝ?


ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্বের পূর্বশর্তগুলি লেখাে। সমপ্রায় ভূমির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখাে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য দশার ভূমিরূপের উল্লেখ করাে।


ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বােঝায়? এর কারণগুলি উল্লেখ করাে। স্থিতিশীল পুনর্যৌবন লাভ কীভাবে ঘটে থাকে?


পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও।


পুনর্যৌবন লাভ বলতে কী বােঝ? ডেভিসের ক্ষয়চক্র ধারণার যৌবন অবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করাে। নদীম কীভাবে গড়ে ওঠে?


নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের ভূমিরূপগুলি আলােচনা করাে।


মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারণা ব্যাখ্যা করাে। অথবা, মরু ক্ষয়চক্রের বিবরণ দাও।


ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও।


স্বাভাবিক ক্ষয়চক্রের যে-কোনাে দুটি পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও।


ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলােচনা করাে।


ডেভিসের ক্ষয়চক্রের সংক্ষিপ্ত সমালােচনা করাে। এল. সি. কিং-এর শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণাটি ব্যাখ্যা করাে। অথবা, কিং-এর পাদ সমতলীকরণ মতবাদটি ব্যাখ্যা করাে।


স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নির্ণয় করাে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ইনসেলবার্জ সৃষ্টির কারণ ব্যাখ্যা করাে।


বােলসন বা প্লায়া কাকে বলে? পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য নির্ণয় করাে।


স্বাভাবিক ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কী কী? সমপ্রায় ভূমি (পেনিপ্লেন) ও পাদ সমভূমি (পেডিপ্লেনের) মধ্যে পার্থক্য নির্ণয় করাে।


নিক বিন্দু কীভাবে গঠিত হয়? স্বাভাবিক ক্ষয়চক্রের বাস্তবায়নের সম্ভাবনা কতখানি? বাজাদার বৈশিষ্ট্য লেখাে।


পেডিপ্লেন কীভাবে সৃষ্টি হয়? ডেভিসের ত্রয়ী বলতে কী বােঝ? মরু ক্ষয়চক্রে দৃশ্যমান বিভিন্ন ভূমিরূপের বিবরণ দাও।



জলনির্গম প্রণালী


জলনির্গম প্রণালী কাকে বলে? এই প্রণালীর নিয়ন্ত্রকসমূহ আলােচনা করাে। অনুরূপ প্রশ্ন: নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী?


গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্বন্ধে আলােচনা করাে।


বৃক্ষরূপী জলনিৰ্গম প্রণালী কী? এই প্রণালীর উৎপত্তিতে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি কী কী?


গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশাগুলি আলােচনা করাে। বৃক্ষরূপী নদী নকশার শ্রেণিবিভাগ করাে।


জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কী কী? কোন কোন ধরনের ভূমিরূপের ওপর কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে?



মৃত্তিকা


মৃত্তিকা বলতে কী বােঝায়? মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


মাটি গঠনে প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রকগুলি আলােচনা করাে।


মাটি সৃষ্টিতে নিষ্ক্রিয় বা পরােক্ষ উপাদানগুলির ভূমিকা সম্বন্ধে আলােচনা করাে।


মাটি গঠনে সক্রিয় উপাদানগুলির প্রভাব সম্পর্কে লেখাে।


মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর ভূমিকা আলােচনা করাে।


মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াসমূহ আলােচনা করাে।


মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি আলােচনা করাে।


আদি শিলাকে যান্ত্রিক আবহবিকার কীভাবে মাটিতে পরিণত করে?


রাসায়নিক আবহবিকার কীভাবে মাটি গঠনে ভূমিকা পালন করে?


পৃথিবীর প্রধান মৃত্তিকা বলয়গুলির নাম উল্লেখ করে যে-কোনাে দুটি বলয়ের বর্ণনা দাও।


আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট প্রধান বলয়িত মাটির ভৌগােলিক বণ্টন, উৎপত্তি ও বৈশিষ্ট্য আলােচনা করাে।


সরলবর্গীয় বনাঞ্চলে সৃষ্ট অথবা আর্দ্রনাতিশীতোষ্ণ অঞ্চলের প্রধান মাটি (পডসল) সম্বন্ধে যা জানাে লেখাে | পডসল মাটির বণ্টন, উদ্ভব ও বৈশিষ্ট্য সম্বন্ধে আলােচনা করাে।


প্রেইরি তৃণভূমি অঞ্চলের সৃষ্ট মাটি অথবা চারননাজেম মাটির অবস্থান, উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্বন্ধে লেখাে।


মাটি কাকে বলে? মাটির বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করাে।


মৃত্তিকার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলােচনা করাে।


মাটি গঠনে বৃষ্টিপাতের ভূমিকা উল্লেখ করাে। মাটি নানা রঙের হওয়ার কারণ কী?


এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য নির্দেশ করাে। আদি শিলা কীভাবে সময়ের বিভিন্ন পর্যায়ে বিবর্তনের মাধ্যমে মাটিতে পরিণত হয়?


মৃত্তিকা পরিলেখ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। মৃত্তিকা স্তর বা হরাইজন এবং পরিলেখ বা প্রােফাইলের তুলনা করাে।


পরিণত ও অপরিণত মাটির মধ্যে তুলনা করাে। পেডােক্যাল ও পেডালফার মাটির তুলনা করাে।


আন্তঃআঞ্চলিক মৃত্তিকা কী এবং কীভাবে এই মৃত্তিকার উৎপত্তি হয়? আঞ্চলিক ও অনাঞ্চলিক মাটির তুলনা করাে।


মৃত্তিকা ক্ষয় কাকে বলে? জলের মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলােচনা করাে।


মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলােচনা করাে।


মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণ কী? মৃত্তিকা ক্ষয় পরিবেশকে কীভাবে প্রভাবিত করে?


মৃত্তিকার উর্বরতা বলতে কী বােঝ? মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রসমূহ আলােচনা করাে।


উদ্ভিদের মৃত্তিকাস্থিত পুষ্টিমৌল কাকে বলে? উদ্ভিদের পুষ্টিমৌলের শ্রেণিবিভাগ করাে ও প্রধান পুষ্টিমৌলের উপযােগিতা লেখাে।


উদ্ভিদের মৃত্তিকাঙ্খিত গৌণ পুষ্টিমৌলের উপযােগিতা আলােচনা করাে। মাটির pH বলতে কী বােঝ?


মুক্তিকার ক্ষয় ও মৃত্তিকার অবনমনের মধ্যে পার্থক্য লেখাে। মৃত্তিকার অবনমনের প্রক্রিয়াসমূহ উল্লেখ করাে। আবহবিকারের সঙ্গে মাটির উৎপত্তির সম্পর্ক আলােচনা করাে।



বায়ুমণ্ডলীয় গােলযােগ


ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ করাে এবং তাদের বৈশিষ্ট্য লেখাে।


ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করাে।


নাতিশীতােয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন বর্ণনা করাে। অথবা, মধ্য অক্ষাংশের ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন বর্ণনা করাে।


ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ও নাতিশীতােয় ঘূর্ণবাতের পার্থক্য নিরূপণ করাে।


ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করাে। ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখাে।


ক্লান্তীয় ঘূর্ণবাত কোথায় কী নামে পরিচিত? উয় ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য উল্লেখ করাে।


প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন আলােচনা করাে। প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখাে।


প্রতীপ ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ করাে। উয় ও শীতল প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করাে।


স্কোয়াল লাইন কী? ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করাে।


আবহাওয়া সঞ্চলন সম্পর্কিত কয়েকটি বিষয়ে আলােচনা করাে। ত্রিকোশ তত্ত্ব সম্বন্ধে ধারণা দাও।


আবহাওয়া সঞ্চলন সম্পর্কে রসবি তরঙ্গ ও ওয়াকার সার্কুলেশন আলােচনা করাে।


জেট বায়ু বলতে কী বােঝ? জেট স্ট্রিমের বৈশিষ্ট্য ও উৎপত্তি সম্বন্ধে আলােচনা করাে।


জেট স্ট্রিমের শ্রেণিবিভাগ করাে। জিওস্ট্রফিক বায়ু বলতে কী বােঝ?


ক্রান্তীয় ডিপ্রেসন কী? এল নিনাে কী? এল নিনাে উৎপত্তি ও প্রভাব আলােচনা করাে। 


লা নিনা সম্পর্কে আলােচনা করাে। টর্নেডাে সম্পর্কে লেখাে?


প্রতীপ ঘূর্ণবাত কীভাবে সৃষ্টি হয়? প্রতীপ ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া জড়িত থাকে কেন?


ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করাে। হ্যারিকেন ও টাইফুন বলতে কী বােঝ?



জলবায়ু পরিবর্তন


জলবায়ু অঞ্চল বলতে কী বােঝ? জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান নির্দেশ করাে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত ঘটে- কারণ ব্যাখ্যা করাে।


ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান নির্দেশ করাে। মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক ব্যাখ্যা করাে।


ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান নির্দেশ করাে। এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুঙ্ক ও শীতকাল আর্দ্র হয় কেন?


কোপেনকৃত জলবায়ুর শ্রেণিবিভাগটি উল্লেখ করাে। মৌসুমি জলবায়ু অঞ্চলে পর্ণমােচী উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে—ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে।


নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলােচনা করাে।


মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য আলােচনা করাে।


ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।


স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করাে। জলজ উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখাে।


লবণাম্বু উদ্ভিদ বা হ্যালােফাইটের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য লেখাে। লবণাক্ত মাটির উদ্ভিদ কীভাবে অভিযােজন ঘটায় | লবণাম্বু উদ্ভিদের অভিযােজনগত বৈশিষ্ট্য লেখাে।


জাঙ্গল উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদের তুলনা করাে। মেসােফাইট বা সাধারণ উদ্ভিদের সাধারণ ও অভিযােজনগত বৈশিষ্ট্য আলােচনা করাে।


জলবায়ু কীভাবে উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করে তা সংক্ষেপে আলােচনা করাে। অথবা, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলােচনা করাে।


স্বাভাবিক উদ্ভিদের ওপর অধঃক্ষেপণ ও তাপমাত্রার প্রভাব উল্লেখ করাে।


জলজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস করাে এবং জলজ পরিবেশে এগুলি কীভাবে বেঁচে থাকে তা উল্লেখ করাে।


বিভিন্ন প্রকার জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্যসহ পরিবেশগত অভিযােজন সম্বন্ধে লেখাে।


জলবায়ু পরিবর্তনের প্রমাণসমূহ আলােচনা করাে।


জলবায়ু পরিবর্তনের কারণগুলি কী কী?


ওজোন গ্যাসের বিনাশ কীভাবে হয়? ওজোন গহ্বর কীভাবে সৃষ্টি হয়? অথবা, কুমেরু/অ্যান্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির কারণ নির্দেশ করাে।


ওজন ক্ষয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলােচনা করাে।


ওজোন স্তর সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উন্নয়ন-এর মধ্যে সম্পর্ক ব্যক্ত করাে।


গ্রিনহাউস গ্যাসগুলির উৎস সম্পর্কে আলােচনা করাে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?


গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলাফল বা প্রভাবগুলি কী কী।


বিশ্বের জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা লেখাে।


অম্লবৃষ্টির কারণ ও তার প্রভাব আলােচনা করাে।


ক্রান্তীয় মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখাে। গ্রিনহাউস প্রভাব বলতে কী বােঝ?



জীববৈচিত্র্য


জীববৈচিত্র্য বলতে কী বােঝ? এর প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলােচনা করাে। অনুরূপ প্রশ্ন: জীববৈচিত্র্যের গুরুত্ব আলােচনা করাে।


বিশ্বের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যসমৃদ্ধ দেশের নাম উল্লেখ করাে। জীববৈচিত্র্যের উপাদানগুলির ওপর ভিত্তি করে জীববৈচিত্র্যের প্রকারভেদ আলােচনা করাে।


জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণগুলি লেখাে।


Biodiversity Hotspot বা জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বােঝ? জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপসমূহ আলােচনা করাে।


ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?


জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্যগুলি উল্লেখ করাে। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কেন?


ভারতীয় উপমহাদেশের জীববৈচিত্র্য হটস্পট অল সম্পর্কে আলােচনা করাে। ভারতে বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদ প্রজাতির উল্লেখ করাে?


ভারতে স্বস্থানিক জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আলােচনা করাে। জীববৈচিত্র্য ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলােচনা করাে।


জীববৈচিত্র্যের ঢাল বলতে কী বােঝ? সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা (IUCN) অনুযায়ী সংকটময়তার নিরিখে প্রজাতিগুলি শ্রেণিবিভাগ করাে।



মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়


দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা বৈশিষ্ট্যসহ আলােচনা করাে।


দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখাে।


প্রাকৃতিক বিপর্যয়ের উৎপত্তি ও শ্রেণিবিভাগ আলােচনা করাে।


বিপর্যয়-পূর্ব ব্যবস্থাপনা সম্বন্ধে আলােচনা করাে।


বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্বন্ধে লেখাে।


বিপর্যয়ের প্রশমন বলতে কী বােঝ এবং বিপর্যয় প্রশমনের বিভিন্ন কৌশলগুলি আলােচনা করাে।


প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখাে।



অর্থনৈতিক ক্রিয়াকলাপ


অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে? বিভিন্ন ক্ষেত্র সহকারে অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রেণিবিভাগ করাে।


অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকৃতি আলােচনা করাে।


প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করাে।


তৃতীয় বা সেবাক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখাে। চতুর্থ ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বােঝ?


প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্য নির্দেশ করাে।


পঞ্চম ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বােঝ? তৃতীয় বা সেবাক্ষেত্রের বিভিন্ন কাজের উপাদান বা স্তরগুলি আলােচনা করাে।


কোয়াটারনারি (চতুর্থ ক্ষেত্রের কার্যাবলি) ও কুইনারি (পঞ্চম ক্ষেত্রের কার্যাবলি) অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখাে। আউটসাের্সিং কী?



প্রাথমিক ক্রিয়াকলাপ:কৃষিকাজ


কৃষিকাজ কাকে বলে? কৃষিকাজের ওপর পরিবেশের প্রভাব আলােচনা করাে।


বিভিন্ন প্রকার কৃষি প্রণালীর শ্রেণিবিভাগ আলােচনা করাে।


আর্দ্র কৃষি কাকে বলে? এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য আলােচনা করাে।


শুষ্ক কৃষি কাকে বলে? এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য আলােচনা করাে।


শস্যাবর্তন বা চক্ৰকৃষি কী? এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব বা সুবিধা উল্লেখ করাে।


শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ কী? শস্য সমন্বয়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করাে।


জে. সি. উইভারের শস্য সমন্বয় মডেলটি উল্লেখ করাে। ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চলগুলি চিহ্নিত করাে।


শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলতে কী বােঝায়? শস্য নিবিড়তার গুরুত্ব উল্লেখ করাে। ভারতে শস্য নিবিড়তার প্রকৃতি বিশ্লেষণ করাে।


কৃষিকাজে ব্যবহৃত প্রধান আধুনিক উপকরণগুলি কী কী? কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের গুরুত্ব বা সুবিধা এবং সমস্যা বা অসুবিধাগুলি উল্লেখ করাে।


কৃষিকাজে ব্যবহৃত আধুনিক উপকরণগুলি সম্পর্কে আলােচনা করাে।


জীবনধারণভিত্তিক বা জীবিকাসত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য উল্লেখ করাে।


জীবনধারণভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে স্থানান্তরের প্রক্রিয়াটি উল্লেখ করাে।


উদাহরণসহ জীবনধারণভিত্তিক কৃষির বন্টন ও বৈশিষ্ট্য আলােচনা করাে।


অঞ্চলভেদে বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।


সবুজ বিপ্লব কী? ভারতে সবুজ বিপ্লবের জন্য গৃহীত পদক্ষেপ এবং এর ফলাফল আলােচনা করাে।


শ্বেত বিপ্লব বলতে কী বােঝায়? শ্বেত বিপ্লব বা 'অপারেশন ফ্লাড'-এর উদ্দেশ্যগুলি কী কী? শ্বেত বিপ্লবের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করাে।


শ্বেত বিপ্লবের সুফল বা গুরুত্ব উল্লেখ করাে। শ্বেত বিপ্লবের সাফল্যে প্রধান অন্তরায়গুলি কী কী? আমুল কী?


নীল বিপ্লব কী? নীল বিপ্লবের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? নীল বিপ্লবের ফলে মৎস্য উৎপাদনের যে গতিপ্রকৃতি তা উল্লেখ করাে।


নীল বিপ্লবের ফলাফল আলােচনা করাে। ভারতে অভ্যন্তরীণ মৎস্য চাষের ও সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনাসমূহের উল্লেখ করাে।


ধান চাষের অনুকূল পরিবেশ সম্বন্ধে আলােচনা করাে। ধান কী কী কাজে ব্যবহৃত হয়?


ভারতে ধান উৎপাদক অঞ্চলগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, ভারতে ধান উৎপাদনে বিভিন্ন রাজ্যের ভূমিকা আলােচনা করাে।


চিনের ধান উৎপাদক অঞ্চলগুলি বর্ণনা করাে।


ভারতে গম উৎপাদনের উপযােগী অনুকূল পরিবেশের বিবরণ দাও। গমের ব্যবহার উল্লেখ করাে।


ভারতের কোথায় কোথায় গম উৎপাদিত হয়? অথবা, গম উৎপাদনে ভারতে বিভিন্ন রাজ্যের ভূমিকা আলােচনা করাে।


চিনের গম উৎপাদক অঞ্চলগুলি সম্বন্ধে আলােচনা করাে।


ভারতে ডাল উৎপাদন সম্বন্ধে আলােচনা করাে।


মিলেট কী? ভারতে জোয়ার-এর উৎপাদন সম্পর্কে আলােচনা করাে।


ভারতে বাজরা উৎপাদন সম্বন্ধে আলােচনা করাে।


ভারতে রাগি উৎপাদন সম্বন্ধে আলােচনা করাে।


চা উৎপাদনের অনুকূল অবস্থাগুলি আলােচনা করাে।


ভারতে কফি চাষের অনুকূল পরিবেশ সম্বন্ধে আলােচনা করাে।


দক্ষিণ ভারতে কফি উৎপাদক অঞ্চসমূহের বর্ণনা দাও।


শ্রীলঙ্কায় চা-এর চাষ সম্বন্ধে আলােচনা করাে।


তুলাে চাষের অনুকূল অবস্থা বর্ণনা করাে।


পাকিস্তানের তুলাে চাষ সম্বন্ধে আলােচনা করাে।


মিশরের তুলাে চাষ সম্বন্ধে আলােচনা করাে। এই দেশের তুলাে চাষে জলসেচের ভূমিকা কী?


আখের ব্যবহার লেখাে। আখ চাষের অনুকূল অবস্থাগুলি বর্ণনা করাে।


পাট চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলােচনা করাে।


তৈলবীজ বলতে কী বােঝ? ভারতে কী ধরনের পরিবেশে তৈলবীজ উৎপন্ন হয়? ভারতের চিনাবাদাম ও সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম উল্লেখ করাে।


বাজারভিত্তিক উদ্যান কৃষি কী? এর বণ্টন আলােচনা করাে। এই কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


ভূমধ্যসাগরীয় অঞ্চলের কৃষি সম্বন্ধে আলােচনা করাে।


নতুন জাতীয় কৃষি নীতি উল্লেখ করাে।


বাজারভিত্তিক উদ্যান কৃষির গুরুত্ব লেখাে। এই কৃষির গতিপ্রকৃতি উল্লেখ করাে। বাজারভিত্তিক উদ্যান কৃষিতে বিভিন্ন দেশে কী কী শাকসবিজ উৎপাদিত হয়?


ভারতে বাজারভিত্তিক উদ্যান কৃষির উন্নতির কারণ গুলি কী কী? ভারতে বাজারভিত্তিক উদ্যান কৃষির ভবিষ্যৎ সম্ভাবনাগুলি উল্লেখ করাে।


ভূমধ্যসাগরীয় দেশসমূহে বাজারভিত্তিক উদ্যান কৃষি ও ফল উৎপাদক কৃষির উন্নতির কারণগুলি কী? ভূমধ্যসাগরীয় অঞ্চলকে 'পৃথিবীর ফলের ঝুড়ি' বলা হয় কেন?


ধান ও গম উৎপাদনে অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলােচনা করাে। শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন?



দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ: শিল্প


শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা কারণ সম্বন্ধে আলােচনা করাে।


ভারতে মােটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করাে।


ভারতে স্বয়ংগতিযান (Automobile) শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলােচনা করাে। ভারতে ব্যক্তিগত গাড়ি ও জিপ গাড়ি তৈরির চারটি কারখানার উল্লেখ করাে।


আমেরিকা যুক্তরাষ্ট্রের মােটরগাড়ি নির্মাণ শিল্প সম্বন্ধে আলােচনা করাে।


ইঞ্জিনিয়ারিং শিল্প সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে।


পূর্ব ও পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কী? পেট্রোরসায়ন শিল্পজাত পণ্যের বিশ্ববাণিজ্য সংক্ষেপে লেখাে।


ভারতে পেট্রো-রসায়ন শিল্পের সমস্যা ও সম্ভাবনা কী?


আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো-রসায়ন শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এ দেশে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখাে।


উদীয়মান বা সূর্যোদয় শিল্প বলতে কী বােঝায়? অথবা, শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পের উন্নতির অনুকূল ভৌগােলিক কারণগুলি আলােচনা করাে।


পেট্রো-রাসায়নিক শিল্পের গুরুত্ব আলােচনা করাে। পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি বন্দর বা তেলশােধনাগারের কাছে গড়ে ওঠার কারণ কী?


ভারতে লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি আলােচনা করাে। দুর্গাপুরকে 'ভারতের রুর’ বলা হয় কেন?


ভারতে স্পঞ্জ লােহা শিল্পের বিকাশ আলােচনা করাে। ভারতে বিভিন্ন মিনি স্টিল প্ল্যান্ট ও তাদের অবস্থানের কারণ উল্লেখ করাে।


দক্ষিণ ভারতের প্রধান ইস্পাত কারখানাটির গড়ে ওঠার কারণ সংক্ষেপে আলােচনা করাে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করাে।


মধ্যভারতের একটি প্রধান ইস্পাত কারখানার অবস্থান সংক্ষেপে আলোচনা করে। ভারতের পূর্ব উপকূলের বন্দর নির্ভর প্রধান ইস্পাতকেন্দ্রের অবস্থানের কারণ উল্লেখ করাে।


রাউরকেলা ইস্পাতকেন্দ্রের অবস্থানের কারণগুলি উল্লেখ করাে। দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলােচনা করাে।


জামশেদপুরে এবং বােকারােতে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলােচনা করাে।


কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ লৌহ-ইস্পাত উৎপাদক দেশ- ব্যাখ্যা করাে। জাপানের লৌহ-ইস্পাত অঞ্চলগুলির নাম উল্লেখ করাে।


পৃথিবীর যে-কোনাে প্রধান দুটি দেশের লৌহইস্পাত শিল্পের বণ্টন বর্ণনা করাে। অথবা, এশিয়ার প্রধান দুটি দেশের লৌহ ইস্পাত শিল্পের বণ্টন বর্ণনা করাে।


লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ উদাহরণসহ আলােচনা করাে।


ব্রাজিলের রবার শিল্পকেন্দ্রগুলি সম্পর্কে আলােচনা করাে। কৃত্রিম রবার কী?


মালয়েশিয়ায় রবার শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করাে।


কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? রবার শিল্পের গুরুত্ব আলােচনা করাে। মালয়েশিয়ার রবার শিঙ্কাকেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থিত তা উল্লেখ করাে।


ভারতে কাগজ শিল্পের কী কী সমস্যা আছে? সমস্যাগুলি কীভাবে সমাধান করা সম্ভব তা আলােচনা করাে।


ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি আলােচনা করাে। ভারতের কোথায় কোথায় সংবাদপত্র ছাপার কাগজ বা নিউজপ্রিন্ট কারখানা গড়ে উঠেছে?


কানাডার কাগজশিল্পের পরিচয় দাও। কাগজের আমদানিকারক ও রপ্তানিকারক দেশগুলি কী কী?


উদাহরণসহ শিল্পের বিভিন্ন শ্রেণিবিভাগ উল্লেখ করাে। কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে উদাহরণসহ আলােচনা করাে।


পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবস্থান ও একদেশী ভবনের কারণগুলি আলােচনা করাে।


ভারতে পাট শিল্পের সমস্যাগুলি আলােচনা করাে। এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে লেখাে।


ভারতের পাট শিল্পের বর্তমান পরিস্থিতি আলােচনা করাে।


বর্তমানে ভারতের কোথায় কোথায় পাট শিল্পের বিকাশ ঘটেছে? ভারতে পাট শিল্পের গুরুত্ব আলােচনা করাে।


বাংলাদেশের পাট শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা আলােচনা করাে।


বাংলাদেশের পাট শিল্প সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।


ভারতে রেডিমেড পােশাক শিল্পের বর্তমান সমস্যাগুলি আলােচনা করাে। ভারতে এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাগুলি সংক্ষেপে লেখাে।


ভারতে রেডিমেড পােশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। রেডিমেড পােশাকের প্রধান প্রধান রপ্তানিকারক ও আমদানিকারক দেশের নাম লেখাে।


ভারতে কার্পাস-বয়ন শিল্পের সমস্যাগুলি আলােচনা করাে। ভারতে কার্পাস-বয়ন শিল্পের সমস্যাগুলিকে কীভাবে সমাধান করা হচ্ছে?


ভারতে কার্পাস-বয়ন শিল্পের অগ্রগতি বা বিকাশ কীভাবে হয়েছে তা উল্লেখ করাে। ভারতে বস্ত্রবয়ন শিল্পের বিকেন্দ্রীভবনের কারণগুলি আলােচনা করাে।


ভারতের বিভিন্ন অঞ্চলে কার্পাস-বয়ন শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ আলােচনা করাে।


আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস-বয়ন শিল্পের অবনতির কারণগুলি উল্লেখ করাে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কার্পাস-বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলােচনা করাে।


আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস-বয়ন শিল্পের বণ্টন আলােচনা কর।


কার্পাস-বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি উদাহরণসহ আলােচনা করাে। এই শিল্পকে 'শিকড়-আলগা শিল্প বা 'Foot-loose Industry' বলে কেন?


ভারতে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কী কী? এই সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপগুলি আলােচনা করাে।


ভারত ও পৃথিবীর উন্নত দেশগুলির খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে তুলনামূলক আলােচনা করাে।


ভারতে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কী কী? ভারতে এই শিল্পের গুরুত্ব আলােচনা করাে।


ওয়েবারের শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি সংক্ষেপে আলােচনা করাে।


শ্রমশিল্পের অবস্থান নির্ণায়ক তত্ত্ব বা শিল্প স্থানিকতা তত্ত্ব কাকে বলে? অগাস্ট লােশের বাজার এলাকা তত্ত্ব বা সর্বাধিক মুনাফা তত্ত্বটি সংক্ষেপে আলােচনা করাে।



তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ


তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -র কার্যাবলি চিহ্নিত করাে।


ভারতের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলির অবস্থান সম্পর্কে আলােচনা করাে। পর্যটন শিল্পের কয়েকটি গুরুত্ব লেখাে। অথবা, কোনাে দেশের অর্থনীতির ওপর পর্যটন শিল্পের প্রভাব আলােচনা করাে।


পর্যটন বলতে কী বােঝ? পর্যটনের শ্রেণিবিভাগ গুলি আলােচনা করাে। পর্যটনশিল্প গড়ে ওঠার কারণ গুলি কী কী?


পরিসেবা কাকে বলে? পরিসেবার কয়েকটি উপাদানের নাম উল্লেখ করাে এবং মুখ্য উপাদানসমূহ সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।


পরিবহণ ব্যবস্থা ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করাে। আধুনিক যােগাযােগ ব্যবস্থার গুরুত্ব আলােচনা করাে।


যােগাযােগ ব্যবস্থা বলতে কী বােঝ? আধুনিক যােগাযােগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।


পরিবহণের গুরুত্ব আলােচনা করাে। বন্দর সংযােজক পরিকল্পনা কী?


পরিবহণ ব্যবস্থা বলতে কী বােঝায়? পরিবহণের মাধ্যমগুলির শ্রেণিবিভাগ করা।


আন্তর্জাতিক বাণিজ্যের কারণ বা ভিত্তিসমূহ সংক্ষেপে আলােচনা করাে। বিশ্ববাণিজ্য সংস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।


অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বােঝ? আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলােচনা করাে।


বাণিজ্য বলতে কী বােঝ? বাণিজ্যের শ্রেণিবিভাগগুলির উল্লেখ করাে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের তুলনা করাে।


তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বােঝ এবং এই ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি গুলি কী কী? তৃতীয় ক্ষেত্রে কার্যাবলির গুরুত্ব আলােচনা করাে।



চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ


চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের অন্যতম ক্ষেত্র হিসেবে গবেষণা ও উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ দাও।


চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের অন্যতম ক্ষেত্র হিসেবে তথ্যভিত্তিক কাজের সংক্ষিপ্ত বিবরণ দাও।


চতুর্থ স্তরের অন্তর্গত বিভিন্ন ক্রিয়াকলাপগুলি কী কী? ভারত কোয়াটারনারি ক্রিয়াকলাপে উন্নত দেশগুলির থেকে পিছিয়ে কেন?


চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের গুরুত্ব আলােচনা করাে। সাদা কলার শ্রমিক কাদের বলে?


চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ বলতে কী বােঝ? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।



পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ


কুইনারি ক্রিয়াকলাপের গুরুত্ব আলােচনা করাে। বিভিন্ন প্রকার কুইনারি ক্রিয়াকলাপের বিবরণ দাও।


পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বলতে কী বােঝায়? পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে | অতি নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্য উল্লেখ করাে।


কোয়াটারনারি (চতুর্থ ক্ষেত্রের কার্যাবলি) ও কুইনারি (পঞ্চম ক্ষেত্রের কার্যাবলি) অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখাে। আউটসাের্সিং কী?



জনসংখ্যা


বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলােচনা করাে।


ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি আলােচনা করাে।


উন্নয়নশীল দেশের বয়ঃলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখাে। অগ্রগামী ও পশ্চাদগামী জনসংখ্যা বলতে কী বােঝ? উন্নত দেশের জনসংখ্যা পিরামিড সম্বন্ধে আলােচনা করাে।


পরিব্রাজন কাকে বলে? পরিব্রাজনের ফলাফল সমূহ আলােচনা করাে।


জনসংখ্যা পিরামিড বা বয়ঃলিঙ্গ গঠন কী? উন্নয়নশীল ও উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতিগত তারতম্য আলােচনা করাে।


জনবিস্ফোরণ কাকে বলে? ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলােচনা করাে।


শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যার ধারণা দাও। উন্নত দেশগুলিতে অতি স্বল্পহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করাে।


জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে? জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি আলােচনা করাে।


কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা ও অতি-জনাকীর্ণতার ধারণাগুলি ব্যাখ্যা করাে।


জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের মধ্যে পার্থক্য নির্ণয় করাে। 'মানুষ-জমি অনুপাত একটি গতিশীল ধারণা'-ব্যাখ্যা করাে।


মানুষ-জমি অনুপাত ধারণাটি ব্যাখ্যা করাে। অথবা, মানুষ-জমি অনুপাত বলতে কী বােঝায় ? কৃষিজ দ্রব্য উৎপাদনের ওপর এর প্রভাব লেখাে।


জনঘনত্ব কাকে বলে এবং তা কীভাবে নির্ণয় করা হয়? জনঘনত্ব বণ্টনের ওপর দুটি অর্থনৈতিক উপাদানের প্রভাব আলােচনা করাে।


পৃথিবীর প্রায় জনবসতিহীন অঞ্চলগুলির নাম ও তাদের বৈশিষ্ট্য লেখাে। জনঘনত্বের বণ্টনের ওপর দুটি প্রধান প্রাকৃতিক উপাদানের প্রভাব আলােচনা করাে।


ভারতে অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চলগুলির বণ্টন আলােচনা করাে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি হওয়ার কারণ কী?


ভারতের জনসংখ্যা বণ্টন নির্ধারণের প্রাকৃতিক কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। ভারত কি অতি-জনাকীর্ণ দেশ? ব্যাখ্যা দাও।


বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি আলােচনা করাে।


জনঘনত্ব অনুযায়ী ভারতের আঞ্চলিক বিভাগগুলি সম্বন্ধে আলােচনা করাে।


ভারতে অসম জনবণ্টনের কারণগুলি বিশ্লেষণ করাে।


পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বণ্টন ব্যাখ্যা করাে।


পৃথিবীর অসম জনবণ্টনের আর্থসামাজিক কারণগুলি আলােচনা করাে।


পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলােচনা করাে।



জনবসতি


উমল্যান্ড কী? কর্মধারার ভিত্তিতে ম্যাকেঞ্জির শহরের শ্রেণিবিভাগটি উল্লেখ করাে।


এক্যুমনােপলিস্ কাকে বলে? কর্মধারা অনুযায়ী হ্যারিসের শহরের শ্রেণিবিভাগটি উল্লেখ করাে।


শহরতলি কাকে বলে? শহর ও নগরের মধ্যে পার্থক্য লেখাে।


নগরায়ণ কাকে বলে? নগরায়ণের পদ্ধতি ও কুফল সম্বন্ধে আলােচনা করাে।


আয়তন অনুযায়ী নগরবসতির শ্রেণিবিভাগ করাে।


শুঙ্কবিন্দু বসতি ও জলবিন্দু বসতি কাকে বলে? রৈখিক বসতি বা দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠার কারণ কী?


পৌর বসতির বাহ্যিক বৈশিষ্ট্যগুলি কী কী? বয়ঃক্রম অনুযায়ী পৌর বসতির শ্রেণিবিভাগ করাে।


পৌরপিণ্ড কী? নগরবসতির ধারাবাহিক পরিবর্তন বা বিবর্তন ব্যাখ্যা করাে।


পৌর জনবসতিতে কৃষিকাজের প্রাধান্য কম কেন? পৌর বসতির চারটি প্রধান কাজ আলােচনা করাে।


সেন্সাস শহর কাকে বলে? ভারতীয় জনগণনা অনুসারে পৌর বসতির শ্রেণিবিভাগ করাে।


মামফোর্ডের বয়সভিত্তিক পৌর বসতির শ্রেণিবিভাগ করাে। মহানগর ও মহানগরপুঞ্জের মধ্যে পার্থক্য লেখাে।


পৌর বসতির কার্যাবলি ব্যাখ্যা করাে। অথবা, কর্মধারা অনুযায়ী পৌর বসতির শ্রেণিবিভাগ করাে।


গ্রামীণ জনসংখ্যার উৎক্ষেপ কী? ভারতে গ্রামীণ জনবসতির বণ্টনগত বৈচিত্র্য উল্লেখ করাে।


কর্মধারা অনুযায়ী গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করাে এবং এদের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। অথবা, গ্রাম্য বসতির কর্মধারা ব্যাখ্যা করাে।


ধাঁচ বা আকার অনুযায়ী গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করাে।


পরিকল্পিত গ্রাম কী? গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখাে।


বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করাে।


গােষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করাে।


বিক্ষিপ্ত জনবসতি কীভাবে গােষ্ঠীবদ্ধ জনবসতিতে পরিণত হয়- ব্যাখ্যা করাে।


হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম কী? গ্রামীণ বসতির বিন্যাস আলােচনা করাে।


গ্রাম ও সবুজ গ্রাম বলতে কী বােঝ? ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করাে।


বিন্যাস অনুযায়ী গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করাে।


গ্রামীণ বসতির বৈশিষ্ট্য লেখাে। গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করাে।


জনবসতি বলতে কী বােঝ ও এর শ্রেণিবিন্যাস করাে। গ্রামীণ ও পৌর বসতির সংজ্ঞা দাও।



আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন


ভারতে পরিকল্পনা অঞ্চলের স্তরক্ৰম ব্যাখ্যা করাে।


হলদিয়া বন্দরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। হলদিয়া বন্দরের আধুনিকীকরণের জন্য কী কী প্রকল্প নেওয়া হয়েছে?


হলদিয়া বন্দরের গুরুত্ব আলােচনা করাে। হলদিয়া বন্দরের প্রধান সমস্যাগুলি কী কী?


হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলােচনা করাে।


বেঙ্গালুরুর ইলেকট্রনিকস শিল্পের সমস্যাগুলি আলােচনা করাে এবং সমস্যাগুলি সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার?


বেঙ্গালুরুর ইলেকট্রনিকস শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বেঙ্গালুরুকে নব প্রযুক্তির শহর বলা হয় কেন?


বেঙ্গালুরুতে ইলেকট্রনিকস শিল্প গড়ে ওঠার কারণগুলি কী? বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিকস রাজধানী বলা হয় কেন?


ছত্তিশগড়ের কৃষিকাজ ও শিল্পের বিবরণ দাও।


ছত্তিশগড়ের ভূমিরূপ এবং নদনদীর পরিচয় দাও।


ছত্তিশগড়কে পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত করার কারণগুলি কী কী? এই অঞ্চলের উন্নতির জন্য কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


ছত্তিশগড় পরিকল্পনা অঞ্চলটির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


পরিকল্পনা অঞ্চল গড়ে তােলার উদ্দেশ্যগুলি কী কী? বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখাে।


পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাস আলােচনা করাে। স্থিতিশীল বা নিরবিচ্ছিন্ন উন্নয়ন কী?


বিভিন্ন প্রকার পরিকল্পনার শ্রেণিবিভাগ করাে। ভাট ও রাও (Bhat & Rao) প্রদত্ত ভারতের পরিকল্পনা অঞ্চলের শ্রেণিবিভাগটি উল্লেখ করাে।


অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন কী? অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লেখাে।


উন্নয়ন বলতে কী বােঝায় এবং এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করাে।



ভূবৈচিত্র্যসূচক মানচিত্র


ভারতে তৈরি পােশাক শিল্প উন্নতি লাভের কারণ


জীববৈচিত্র্যের জিনগত বা জন্মগত বৈচিত্র্য | জীববৈচিত্র্যের প্রজাতিগত বৈচিত্র্য | ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যা


পরিসংখ্যা বহুভুজ ও পরিসংখ্যা রেখার পার্থক্য | মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব | আধুনিক যােগাযােগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব


শ্রেণিসংখ্যা নির্ণয়ের পদ্ধতি | পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব | অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি | বর্জন পদ্ধতি | হিস্টোগ্রাম বা আয়তলেখের গুরুত্ব ও ব্যবহার


রাশিতথ্যের (Data) শ্রেণিবিভাগ আলােচনা করাে।


সারণি (Table)-র বিভিন্ন অংশগুলি উল্লেখ করাে। সারণি তৈরির গুরুত্বগুলি কী কী? কীভাবে একটি আদর্শ সারণি গঠন করা হয়?


রাশিতথ্যের (Data) সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে প্রাথমিক (Prlmary) ও গৌণ (Secondary) রাশিতথ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


সমক্ষেত্রফলবিশিষ্ট বেলন অভিক্ষেপ (Cylindrical Equal-Area Projection) বলতে কী বােঝায় এবং এই অভিক্ষেপের নীতি আলােচনা করাে। এই অভিক্ষেপের গুণাগুণ বা ধর্ম এবং সীমাবদ্ধতাগুলি আলােচনা করাে।


মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। মানচিত্র অভিক্ষেপ কেন অঙ্কন করা হয়?


ভূপ্রকৃতি ও জনবসতির সম্পর্ক।


জনবসতি ও পরিবহণের মধ্যে সম্পর্ক। ভূপ্রকৃতি ও পরিবহণের সম্পর্ক


ভূপ্রকৃতি ও নদনদীর মধ্যে সম্পর্ক উপযুক্ত চিত্রসহযােগে আলােচনা করাে।


নদনদীর বণ্টন একটি ক্ষুদ্রায়তন মানচিত্রে দেখাও এবং সংক্ষিপ্ত বিবরণ দাও।


প্রদত্ত মালভূমি অঞ্চলের টপােশিট থেকে ভূপ্রকৃতি সম্পর্কে আলােচনা করাে।


বিভিন্ন সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলি কী কী? ভারতীয় জরিপ বিভাগ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক সংখ্যা কীভাবে নির্ণয় করে?


ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টপােগ্রাফিকাল মানচিত্র কাকে বলে? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। এই মানচিত্রের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা উল্লেখ করাে।



(Geography 12 - Short Q&A)


ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ - বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ (Geography 12 - Short Q&A)


রাশিবিজ্ঞান (Geography 12 - Short Q&A)


মানচিত্র অভিক্ষেপ (Geography 12 - Short Q&A)


ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ ও ব্যাখ্যা (Geography 12 - Short Q&A)


আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন (Geography 12 - Short Q&A)


জনবসতি (Geography 12 - Short Q&A)


জনসংখ্যা (Geography 12 - Short Q&A)


পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ (Geography 12 - Short Q&A)


চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ (Geography 12 - Short Q&A)


তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (Geography 12 - Short Q&A)


দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ: শিল্প (Geography 12 - Short Q&A)


প্রাথমিক ক্রিয়াকলাপ: কৃষিকাজ (Geography 12 - Short Q&A)


অর্থনৈতিক ক্রিয়াকলাপ (Geography 12 - Short Q&A)


মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (Geography 12 - Short Q&A)


জীববৈচিত্র্য (Geography 12 - Short Q&A)


জলবায়ু পরিবর্তন (Geography 12 - Short Q&A)


বায়ুমণ্ডলীয় গােলযােগ (Geography 12 - Short Q&A)


মৃত্তিকা (Geography 12 - Short Q&A)


জলনির্গম প্রণালী (Geography 12 - Short Q&A)


ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া (Geography 12 - Short Q&A)


সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ (Geography 12 - Short Q&A)


ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ (Geography 12 - Short Q&A)