অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন কী? অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লেখাে।

অর্থনৈতিক বিকাশ

অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন ধারণাগত দিক থেকে কিছুটা এক হলেও প্রকৃতিগত দিক থেকে আলাদা। অর্থনৈতিক বিকাশ (Economic Growth) বলতে অর্থনৈতিক অবস্থার অগ্রগতিকে বােঝানাে হয়। অর্থনৈতিক অবস্থার অগ্রগতি বলতে মাথাপিছু আয় এবং জাতীয় আয়ের দীর্ঘকালীন বৃদ্ধিকে বােঝানাে হয়। হ্যারড-ডােমার মডেল (Harrod-Domar Model) অনুযায়ী বিকাশের হার নির্ভর করে সঞ্চয়-আয় অনুপাত-এর (Saving-Income Ratio) Trage এবং প্রান্তিক মূলধন-উৎপাদন অনুপাত (Marginal Capital-output Ratio)-এর হ্রাস বা স্থিতিশীল থাকার ওপর। যদি অল্প পরিমাণ মূলধন বিনিয়ােগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে সেক্ষেত্রে প্রান্তিক মূলধন উৎপাদন হ্রাস পায় এবং সঞ্চয়-আয় অনুপাত বেশি হয়। এই পরিস্থিতিটি বিকাশের পক্ষে সহায়ক।


অর্থনৈতিক উন্নয়ন


বিকাশ হল অর্থনৈতিক উন্নয়নের একটি অঙ্গ। বিকাশের সাথে আরও কয়েকটি শর্ত পূরণ হলেই অর্থনৈতিক উন্নয়ন (Economic Development) ঘটে। অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে হলে জাতীয় আয় বৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধি ছাড়াও আরও কয়েকটি ক্ষেত্রে উন্নয়ন দরকার যেমন-অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় আয়ের ন্যায়সংগত বন্টন, সামাজিক ন্যায়, জনসাধারণের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক পরিকাঠামাের এবং প্রতিষ্ঠানগত উন্নয়ন, অর্থনৈতিক স্বয়ম্ভরতা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি। অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক হল মানব সম্পদের উন্নয়ন।


অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য


অর্থনৈতিক বিকাশ

  • দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বাড়লে অর্থনৈতিক বিকাশ ঘটে।

  • সংকীর্ণ অর্থে ধারণাটি প্রযুক্ত হয়।

  • অর্থনৈতিক উন্নয়ন যদি ঘটে তাহলে অর্থনৈতিক বিকাশ ঘটবেই।

  • অর্থনৈতিক বিকাশের ধারণার উদ্ভদ ঘটে অর্থনৈতিক উন্নয়নের ধারণার পূর্বে।


অর্থনৈতিক উন্নয়ন

  • দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে অর্থনৈতিক পরিকাঠামাের উন্নতি ঘটলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে।

  • ব্যাপক অর্থ ধারণাটি প্রযুক্তি হয়।

  • অর্থনৈতিক বিকাশ ঘটলে অর্থনৈতিক উন্নয়ন হতেও পারে আবার নাও হতে পারে।

  • অর্থনৈতিক উন্নয়নের ধারণার উদ্ভদ ঘটে অর্থনৈতিক বিকাশের ধারণার পরে। মূলত 1960-এর দশকের পর থেকে।


পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাস আলােচনা করাে। স্থিতিশীল বা নিরবিচ্ছিন্ন উন্নয়ন কী?


বিভিন্ন প্রকার পরিকল্পনার শ্রেণিবিভাগ করাে। ভাট ও রাও (Bhat & Rao) প্রদত্ত ভারতের পরিকল্পনা অঞ্চলের শ্রেণিবিভাগটি উল্লেখ করাে।


অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)