নগরায়ণ কাকে বলে? নগরায়ণের পদ্ধতি ও কুফল সম্বন্ধে আলােচনা করাে।

নগরায়ণ

কোনাে একটি স্থানে নগর সৃষ্টির প্রক্রিয়াকে বা জনসংখ্যাগত দিক থেকে শহরের আয়তন বৃদ্ধিজনিত প্রক্রিয়াকে নগরায়ণ (Urbanisation) বলা হয়। গ্রাম বসতি কিংবা অনুন্নত শহর থেকে মানুষ যখন জীবিকার সন্ধানে বা বিলাসিতার কারণে, শিক্ষাগ্রহণের কারণে কিংবা আর্থসামাজিক কারণে কোনাে শহরে গিয়ে বসবাস করে সেখানকার জনসংখ্যাকে দ্রুত বৃদ্ধি করে এবং জনসংখ্যার বেশিরভাগ মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়, তখন তাকে নগরায়ণ বলা হয়।


নগরায়ণের পদ্ধতি


নগরায়ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃষিভিত্তিক সমাজ শিল্পভিত্তিক সমাজে পরিণত হয়। সমাজবিজ্ঞানী ল্যাম্পার্ড (Lampard)-এর মতে চরিত্র, গঠন ও গণতত্ত্ব দ্বারা এই প্রক্রিয়াটি সম্পর্কিত। নগরায়ণ এটি পদ্ধতিতে হয়一


  • শহরাঞ্চলে জন্মহার ও মৃত্যুহারের স্বাভাবিক বৃদ্ধির দরুন লােকসংখ্যা বাড়লে।

  • গ্রাম থেকে শহরে পরিব্রাজনের ফলে শহরের জনসংখ্যা বাড়লে।

  • কিছু গ্রাম শহরের আখ্যা পাওয়ায় সেখানে জনসংখ্যা বৃদ্ধি পেলে।

  • বর্তমান শহরগুলির আয়তন বৃদ্ধির ফলে লােকসংখ্যা বেড়ে গেলে।


নগরায়ণের কুফল


সভ্যতার অগ্রগতির সাথে সাথে পৃথিবীর অধিকাংশ দেশ নগরায়ণের কবলে পড়ায় বর্তমানে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে নগরায়ণের হাত ধরে বহু সমস্যা সমাজকে জর্জরিত করেছে। বর্তমান সমাজে নগরায়ণের সমস্যাগুলি হল নিম্নরূপ


[1] অপরিমিত আকার : নিউইয়র্ক, সত্তপাওলাে, মেক্সিকো সিটি ইত্যাদি বহু বৃহৎ শহর তাদের আকারগত নানা সমস্যায় জর্জরিত।


[2] সামাজিক ও অর্থনৈতিক ফাঁক : নগরায়ণের ফলে ধনী-দরিদ্রের মধ্যে সামাজিক ও আর্থিক ব্যবধান আরও বৃদ্ধি পাচ্ছে।


[3] পরিবহন সমস্যা : মহানগরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়।


[4] বেকারত্ব : নগরায়ণের ফলে অনত ও উন্নয়নশীল দেশসমূহে বেকারত্ব এক চরম পর্যায়ে চলে গেছে।


[5] অন্যান্য সমস্যা : শহরাঞ্চলে অত্যধিক শিল্পের বিকাশ, চূড়ান্ত সামাজিক অবনমন ইত্যাদির জন্য নগরায়ণ অনেকাংশে দায়ী।