শহরতলি কাকে বলে? শহর ও নগরের মধ্যে পার্থক্য লেখাে।

শহরতলি

মূল শহরের বাইরে অবস্থিত শহর এলাকাকে শহরতলি বলে। শহরতলির দূরত্ব মূল শহর থেকে 30-50 মিনিটের মধ্যে। মূল শহরে জনসংখ্যার চাপ বাড়ার ফলে মধ্যবিত্ত শ্রেণির লােক এই স্থানকে বসবাসের জন্য বেছে নেয়। শহরতলির দুটি অংশ লক্ষ করা যায়一


নিকটবর্তী অংশ : এই অঞ্চলটি মূল শহরের খুব কাছাকাছি অবস্থিত। এখানে আবাসিক এলাকার পাশাপাশি শিল্প ও বাণিজ্যকেন্দ্র রয়েছে। এই অঞ্চল মধ্যম ঘনত্বযুক্ত। যেমন—কলকাতা শহরের নিকট অবস্থিত শহরতলি হল বেহালা ও যাদবপুর।


দূরবর্তী অংশ : এটি মূল শহর থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থিত। জমির মূল্য তুলনামূলকভাবে কম হওয়ায় বসতি, রাস্তাঘাট, জলাশয় ও পার্ক নির্মাণ কম ব্যয়বহুল ও সহজসাধ্য। এই অঞ্চল কম ঘনত্ব যুক্ত। এটি প্রধানত মধ্যবিত্ত ও উচ্চশ্রেণির আবাসিক এলাকা। যেমন—কলকাতা শহরের জোকা, পাটুলি।


শহর ও নগরের মধ্যে পার্থক্য


শহর

  • জনসংখ্যা এক লক্ষ বা তার কম।

  • নগর গড়ে ওঠার পূবর্তী পর্যায়।

  • আয়তনে ছােটো হয়।

  • কর্মসংস্থানের সুযােগ কম।

  • প্রশাসনিক কাঠামাে ছােটো ও কম জটিল।

  • পৌর জীবনের বিভিন্ন সুযােগসুবিধা কম।

  • পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা কম উন্নত।

  • শহরের পরবর্তী পর্যায় হল নগর।


নগর

  • জনসংখ্যা এক লক্ষের বেশি।

  • শহরের আয়তন বৃদ্ধি পাবার পরবর্তী পর্যায়।

  • আয়তনে বড়াে হয়।

  • কর্মসংস্থানের সুযােগ তুলনামূলকভাবে বেশি।

  • প্রশাসনিক কাঠামাে বড়াে ও অধিক জটিল।

  • পৌর জীবনের বিভিন্ন সুযােগসুবিধা বেশি।

  • পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা অধিক উন্নত।

  • নগরে পরবর্তী পর্যায় হল মহানগর।