এক্যুমনােপলিস্ কাকে বলে? কর্মধারা অনুযায়ী হ্যারিসের শহরের শ্রেণিবিভাগটি উদ্যোখ করাে।

এক্যুমনােপলিস্

নগরায়ণের একদম অন্তীম পর্যায় হল এক্যুমনােপলিস। এই পর্যায়ে সারা পৃথিবীজুড়ে নগরায়ণ ঘটে থাকে। ভূগোলবিদ ও সমাজবিদদের মতে আগামী 50 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে নগরায়ণ ঘটবে এবং সারা বিশ্ব একযুমনােপলিস্-এ পরিণত হবে। সিঙ্গাপুরে বর্তমানে 100 শতাংশ নগরায়ণ ঘটেছে।


কর্মধারা অনুযায়ী হ্যারিসের শহরের শ্রেণিবিভাগ


শহর বসতির ক্রিয়াকলাপভিত্তিক শ্রেণিবিভাগ যারা করেছেন তাদের মধ্যে অগ্রগণ্য হলেন মার্কিন ভূগােলবিদ ডি. হ্যারিস। 1943 খ্রিস্টাব্দে তিনি 984 টি শহরকে পর্যবেক্ষণ করে শহরের নিম্নলিখিত কর্মভিত্তিক শ্রেণিবিভাগটি করেছেন।


[1] শিল্পভিত্তিক শহর : যে শহরের কম করে 45 শতাংশ লােক বিভিন্ন প্রকার যন্ত্রনির্ভর কাজে নিযুক্ত থাকে। যেমন- ডেট্রয়েট।


[2] পাইকারি ও খুচরাে ব্যাবসাভিত্তিক শহর : পাইকারি এবং খুচরাে ব্যাবসা এই শহরের প্রধান কর্মধারারূপে বিবেচিত হয়। যেমন-মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন।


[3] পরিবহণভিত্তিক শহর : যে শহরের মােট কর্মীর 11% কম করে পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার সাথে যুক্ত থাকে।


[4] খনিজ পদার্থ উত্তোলনভিত্তিক শহর : যে শহরের মােট কর্মীর শতকরা 15 ভাগের বেশি খনিজ পদার্থ উত্তোলনের কাজে নিযুক্ত থাকে।


[5] বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাকেন্দ্রিক শহর : যে শহরের মােট কর্মীর শতকরা 25 ভাগ বা তার বেশি শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত থাকে।


[6] অবসরকালীন শহর : অবসরকালীন সময় কাটানাের জন্য যে শহর গড়ে ওঠে তাকে অবসরকালীন শহর বলা হয়।


[7] অন্যান্য শহর : প্রশাসনিক, কৃষি, সামরিক, মৎস্য সংগ্রহ এবং কাঠ সংগ্রহকে কেন্দ্র করে অনেক শহর গড়ে ওঠে। সেখানকার কর্মীরা অনেকে উক্ত কার্যাবলির সঙ্গে যুক্ত থাকে।