প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্য নির্দেশ করাে।

প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্য


প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি

  • প্রধানত নিজেদের প্রাথমিক চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বা উৎপাদনের জন্য মানুষ যেসব কাজ করে সেগুলিকেই প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি বলে।


  • প্রধানত উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই এই ক্রিয়াকলাপের বিকাশ ঘটেছে।


  • প্রাকৃতিক পরিবেশের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ।


  • এই ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপে মানুষের চিরাচরিত দক্ষতা ও জৈব শক্তির ব্যবহার তথা গুরুত্ব খুব বেশি।


  • প্রধানত গ্রামকে কেন্দ্র করেই এই ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে।


  • সাধারণত প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান থেকে কাঁচামাল সংগৃহীত হয়।


  • এই ক্রিয়াকলাপের মাধ্যমে বহু মানুষের জীবিকার ব্যবস্থা হলেও এতে মুনাফা হয় অল্প। এজন্য এর মাধ্যমে জীবনযাত্রার মান খুব উন্নত হয় না।


  • উন্নত দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশগুলিতে এই জাতীয় অর্থনৈতিক কার্যাবলির গুরুত্ব সবচেয়ে বেশি।


  • প্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের 'Red-collar Workers' বলা হয়।


দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি

  • সংস্কৃতির সাহায্য নিয়ে প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত পণ্যদ্রব্যের প্রক্রিয়াকরণকে দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি বলে।


  • এই ক্রিয়াকলাপের উন্নতির জন্য প্রয়ােজন আধুনিক প্রযুক্তি ও মূলধন।


  • প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা নিয়ন্ত্রণ খুবই কম।


  • এক্ষেত্রে বিপুল পরিমাণে জড়শক্তি, বিশেষত কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয়।


  • দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি মূলত শহরকেন্দ্রিক।


  • প্রথম পর্যায়ের কাজ থেকে উৎপাদিত দ্রব্যগুলিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।


  • এটি লাভজনক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এজন্য এর যতই বিকাশ ঘটে জীবনযাত্রার মানেরও তত উন্নতি হয়।


  • উন্নত দেশগুলিতে এই জাতীয় ক্রিয়াকলাপের বিকাশ ঘটে।


  • যেসব শ্রমজীবী মানুষ এই ধরনের কাজে নিয়ােজিত আছে, তাদের ‘Blue-collar Workers' বলা হয়।