বেঙ্গালুরুর ইলেকট্রনিকস শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বেঙ্গালুরুকে নব প্রযুক্তির শহর বলা হয় কেন?

বেঙ্গালুরুর ইলেকট্রনিকস শিল্প

বেঙ্গালুরুতে ইলেকট্রনিকস শিল্পের বিকাশ লাভ শুরু হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে। তবে বিগত দুই দশকেই বেঙ্গালুরুর ইলেকট্রনিকস শিল্প চরম বিকাশ লাভ করে। 1950 খ্রিস্টাব্দে প্রথম বেঙ্গালুরুতে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ (ITI) স্থাপন করা হয়। তারপর থেকে বহু কোম্পানি বেঙ্গালুরুতে শিল্প স্থাপন করেছে, এবং ক্রমান্বয়ে ভারতে যে সমস্ত ইলেকট্রনিকস দ্রব্য উৎপাদন কেন্দ্র রয়েছে তার মধ্যে বেঙ্গালুরু শ্রেষ্ঠ হয়ে উঠেছে।


বেঙ্গালুরুতে উৎপাদিত ইলেকট্রনিকস সামগ্রী : বেঙ্গালুরুতে যেসমস্ত সামগ্রী উৎপাদিত হয় তার মধ্যে উল্লেখযােগ্য হলরেডিয়াে, টেলিভিশন, টেলিফোন, সেলুলার ফোন, কম্পিউটার, প্রতিরক্ষার বিভিন্ন উপকরণ, পরিবহণ-সংক্রান্ত বিভিন্ন উপকরণ, আবহাওয়া বিশ্লেষণের বিভিন্ন উপকরণ ও গবেষণার বিভিন্ন উপকরণ ইত্যাদি।


বেঙ্গালুরুতে অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি: বেঙ্গালুরু ইলেকট্রনিকস শিল্পে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছােটো বড়াে প্রায় 1,300 কোম্পানি শিল্প স্থাপন করেছে। এদের মধ্যে উল্লেখযােগ্য হল一


  • উইপ্রাে,

  • টেকমহিন্দ্রা,

  • ইনফোসিস,

  • এইচ.সি.এল,

  • হিউলেট-প্যাকার্ড,

  • বায়ােকন,

  • ভারত হেভি ইলেকট্রনিকস লিমিটেড,

  • সি.জি.আই গ্রুপ,

  • আইগেট গ্লোবাল,

  • সিমেন্স ইনফরমেশন সিস্টেম লিমিটেড,

  • তেজাস নেটওয়ার্কস,

  • জোকোগাওয়া,

  • ভেলানকানি টেকনােলজি পার্ক,

  • ফানাক ইন্ডিয়া,

  • জেনারেল ইলেকট্রিক,

  • এস.টি.পি.আই,

  • টাটা কনসালটেন্সি সার্ভিসেস,

  • ইনফোটেক এন্টারপ্রাইজ,

  • টিমকেন ইন্ডিয়া লিমিটেড,

  • সাের্সবিটস ইত্যাদি।


বেঙ্গালুরুতে অবস্থিত অন্যান্য উল্লেখযোগ্য কেন্দ্র

  • 1972 খ্রিস্টাব্দে মহাকাশ গবেষণা কেন্দ্র Indian Space Research Organisation (ISRO) এখানে গঠিত হয়।

  • ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে গড়ে উঠেছে, যার নাম ইলেকট্রনিকস সিটি।

  • ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এখানে ইন্টারন্যাশনাল টেক পার্ক গড়ে উঠেছে।


বেঙ্গালুরুকে নব প্রযুক্তির শহর বলার কারণ


বিশ্বের যেসব শহরগুলি আধুনিক বা নব প্রযুক্তির শিল্পে খুব উন্নতি লাভ করেছে তার মধ্যে অন্যতম হল বেঙ্গালুরু। শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ থাকার কারণে 1990 এর দশকের পর থেকে বহু নামি প্রযুক্তিভিত্তিক কোম্পানি এখানে শিল্প স্থাপন করে এবং শিল্প স্থাপনে উৎসাহ দেখাচ্ছে। ফলে এখানে প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটছে। এ কারণে বেঙ্গালুরুকে নব প্রযুক্তির শহর বলা হয়।