মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (Geography 12 - Short Q&A)

মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া বলতে কী বােঝ?

মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক, নির্ভরশীলতা, ক্রিয়া-প্রতিক্রিয়াকে মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া বলে।


দুর্যোগ কাকে বলে?

UNO-এর প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, প্রাকৃতিক এবং মানুষের কার্যাবলির মাধ্যমে সৃষ্ট যেসকল ঘটনাবলি জীবন ও সম্পত্তির হানি ঘটায়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি অথবা পরিবেশের গুণগত মানের অবনমন ঘটায়, তাকে দুর্যোগ বলে।


বিপর্যয় বলতে কী বােঝ?

প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে-কোনাে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনাবলি যা মানুষের জীবনহানি এবং সম্পদহানি ঘটায় এবং অপরের সাহায্য ছাড়া যা প্রতিরােধযােগ্য নয়, তাকে বিপর্যয় বলে।


WHO-এর মতে বিপর্যয়ের সংজ্ঞা কী?

WHO (World Health Organisation)-4 160 বিপর্যয় হল—এমন যে-কোনাে ঘটনা যার জন্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে।


দুর্যোগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

দুর্যোগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (i) প্রাকৃতিক দুর্যোগ, (ii) মনুষ্যসৃষ্ট দুর্যোগ ও (iii) আধা-প্রাকৃতিক দুর্যোগ


কোন বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া এখনও সম্ভব হয়নি?

ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া এখনও সম্ভব হয়নি।


দুর্যোগ ও বিপর্যয়ের প্রধান পার্থক্য কী?

দুর্যোগ মূলত ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয় এবং অনেকক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণযােগ্য। অন্যদিকে, বিপর্যয় বৃহৎ স্কেলে সংঘটিত হয় এবং এটি নিয়ন্ত্রণযােগ্য নয়।


প্রাকৃতিক দুর্যোগ (Natural Hazard) কী?

প্রকৃতির স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হওয়াকে বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ।


আধা-প্রাকৃতিক দুর্যোগ (Quasi-Natural Hazard) কী?

প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট দুর্যোগকে একত্রে আধা-প্রাকৃতিক দুর্যোগ বলে।


দুর্যোগ কী পরিসরে সংঘটিত হয়?

দুর্যোগ ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়।


বিপর্যয় মােকাবিলার ব্যবস্থাপনা কয়প্রকার ও কী কী?

বিপর্যয় মােকাবিলার ব্যবস্থাপনা তিন প্রকার, যথা- (i) বিপর্যয় পূর্ববর্তী ব্যবস্থাপনা, (ii) বিপর্যয়কালীন ব্যবস্থাপনা ও (iii) বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা।


নিবারণ (Prevention) বলতে কী বােঝায়?

ভবিষ্যতে বিপর্যয়ের মাত্রা কমানােকে বলা হয় নিবারণ।


বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বােঝ ?

বিপর্যয় প্রতিরােধ অথবা বিপর্যয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে।


বিপর্যয়-পূর্ব ব্যবস্থাপনা কী?

জ্ঞানের ওপর ভিত্তি করে কোনাে এলাকার বিপর্যয় লঘুকরণের জন্য বিপর্যয় পূর্বে গৃহীত বিভিন্ন ব্যবস্থা হল বিপর্যয়-পূর্ব ব্যবস্থাপনা।


বিপর্যয়কালীন ব্যবস্থাপনা বলতে কী বােঝ?

বিপর্য়কালে বিপর্যয় কবলিত মানুষদের দ্রুত উদ্ধারের জন্য এবং সরকারি উদ্যোগে তাদের ত্রাণ পরিসেবা পৌছে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, তাকে বিপর্যয়কালীন ব্যবস্থাপনা বলে।


বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা কাকে বলে?

বিপর্যয় কবলিত মানুষদের দ্রুত উদ্ধার করে তাদের বিপর্যয়প্রবণ এলাকা থেকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা বলে।


প্রশমন (Mitigation) বলতে কী বােঝায়?

বিপর্যয় রােধে নানান কর্মসূচি গ্রহণ করাকে প্রশমন বলে।


দুটি Risk Zonation মানচিত্রের নাম লেখাে।

দুটি Risk Zonation মানচিত্রের নাম হল- Hazard Zonation মানচিত্র এবং Vulnerability Zonation মানচিত্র।


বিপর্যয় পরবর্তী পর্যায়ে কী করা প্রয়ােজন?

বিপর্যয় পরবর্তী পর্যায়ে পুনর্বাসন ও পুনর্গঠন করা প্রয়ােজন।


মানুষ ও প্রকৃতির যৌথ প্রভাবে সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।

মানুষ ও প্রকৃতির যৌথ প্রভাবে সৃষ্ট বিপর্যয় হল—ধস, নদীপাড়ের ভাঙন, মরুভূমির সম্প্রসারণ, মাটির লবণতা বৃদ্ধি প্রভৃতি।


ক্রান্তীয় ঘূর্ণিঝড় (Tropical Cyclone) কী?

ক্রান্তীয় অঞ্চলে 650 km ব্যাসবিশিষ্ট এবং প্রচণ্ড শক্তিশালী ধ্বংসাত্মক বায়ুপ্রবাহকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে।


পশ্চিমবঙ্গে কত সালে 'আয়লা' নামক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটেছিল?

পশ্চিমবঙ্গে 2009 সালে আয়লা নামক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটেছিল।


দুটি বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম লেখাে।

দুটি বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম হল—টর্নেডাে ও ঘূর্ণিঝড়।


সাম্প্রতিককালে (2014) অক্টোবর মাসে ভারতে যে ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়েছিল, তার নাম কী?

সাম্প্রতিককালে (2014) অক্টোবর মাসে ভারতে যে ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়েছিল, তার নাম—হুদহুদ।


ঘূর্ণিঝড় প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী?

ঘূর্ণিঝড় প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি হল ঝড়ের পূর্বাভাস ও সতর্কবাণী বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রচার করা, উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সেন্টার নির্মাণ করা প্রভৃতি।


একটি জৈব বিপর্যয়ের উদাহরণ দাও।

একটি জৈব বিপর্যয়ের উদাহরণ হল—ইউট্রোফিকেশন।


বিপর্যয় ব্যবস্থাপনাতে জনসমষ্টির কী কী থাকা প্রয়ােজন?

বিপর্যয় ব্যবস্থাপনাতে জনসমষ্টির সদিচ্ছা, জ্ঞান এবং দক্ষতা থাকা প্রয়ােজন।


দুর্যোগ বা বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে কী বলে?

দুর্যোগ বা বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে বিপন্নতা বলে।


বন্যা পরিচালন ব্যবস্থায় কোন্ কোন্ বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব আরােপ করা প্রয়ােজন?

বন্যা পরিচালনা ব্যবস্থায় নদীর উপযুক্ত অংশে বাঁধ নির্মাণ, জলাধার নির্মাণ, উন্নয়ন, নদী পাড়ের ভাঙন রােধ এবং জলসম্পদ উন্নয়ন ব্যবস্থার ওপর সর্বাধিক গুরুত্ব আরােপ করা প্রয়ােজন।


বিপর্যয় প্রশমনে গ্রামভিত্তিক স্বেচ্ছাসেবীদের ভূমিকা কী কী?

প্রাক্‌ বিপর্যয়কালে পরিকল্পনা গ্রহণ করা, বিপর্যয়কালে উদ্ধার ও চিকিৎসা শিবির গড়ে তােলা এবং বিপর্যয় পরবর্তীকালে গৃহ নির্মাণ, সংক্রমণ নিবারণ, মহামারি প্রতিরােধ করা হল গ্রামভিত্তিক স্বেচ্ছাসেবীদের ভূমিকা।


জীব-সংশ্লিষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।

জীব-সংশ্লিষ্ট বিপর্যয়ের উদাহরণ হল—মহামারি, কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটপতঙ্গ ও জীবাণুর আক্রমণের ফলে শস্যহানি প্রভৃতি।


সামাজিক বিপর্যয়ের উদাহরণ দাও।

সামাজিক বিপর্যয়ের উদাহরণ হল যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাসবাদ প্রভৃতি।


মনুষ্যসৃষ্ট দুর্যোগ কাকে বলে?

মানুষের অবিবেচক কার্যাবলির দ্বারা, পরিবেশে যেসব দুর্যোগ ঘটে, তাকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলে।


দুটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের নাম লেখাে।

দুটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের নাম হল—ভূমিকম্প ও সুনামি।


দুটি ভূতাত্ত্বিক দুর্যোগের নাম লেখাে।

দুটি ভূতাত্ত্বিক দুর্যোগের নাম হল—ভূমিকম্প ও ভূমিধস।


ইউট্রোফিকেশন (Eutrophication) কী ধরনের দুর্যোগ?

ইউট্রোফিকেশন হল মনুষ্যসৃষ্ট দুর্যোগ।


আধা-প্রাকৃতিক দুর্যোগ কোথায় ঘটে?

আধা-প্রাকৃতিক দুর্যোগ কেবলমাত্র ভূপৃষ্ঠে ঘটে থাকে।


বিপর্যয় কী পরিসরে সংঘটিত হয়?

বিপর্যয় সাধারণত বৃহৎ স্কেলে সংঘটিত হয়।


দুটি মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও।

দুটি মনুষ্যসৃষ্ট দুর্যোগ হল-পারমাণবিক বােমা বিস্ফোরণ ও যুদ্ধ।


ভূমিরূপগত বিপর্যয়ের উদাহরণ দাও।

ভূমিরূপগত বিপর্যয়ের উদাহরণ হল ধস, নদীপাড়ের ভাঙন, উপকূলের ভাঙন প্রভৃতি।


সুনামি (Tsunami) কাকে বলে?

সমুদ্রতলদেশের ভূকম্পনের ফলে যে বিশালাকৃতি বিধ্বংসী সামুদ্রিক ঢেউ বা জলােচ্ছাস উপকূলে আছড়ে পড়ে তাকে সুনামি বলে।


সুনামি সতর্কতা পদ্ধতিটি কী নামে পরিচিত?

সুনামি সতর্কতা পদ্ধতিটি DART (Deep-Ocean Assessment and Reporting of Tsunami) i পরিচিত।


খরা (Drought) কাকে বলে?

কোনাে অঞ্চলে গড় বাৎসরিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 75% কম হলে তাকে খরা বলা হয়।


কোন্ অঞ্চলকে খরাপীড়িত অঞ্চল হিসেবে ধরা হয়?

যেখানে বাৎসরিক গড় বৃষ্টিপাত পরিমাণ 1,000 মিমির কম সেই অঞ্চলকে খরাপীড়িত অঞ্চল হিসেবে ধরা হয়।


খরা পরিস্থিতি মােকাবিলার জন্য সরকারের গৃহীত একটি কর্মসূচির নাম লেখাে।

খরা পরিস্থিতি মােকাবিলার জন্য সরকারের গৃহীত একটি কর্মসূচির নাম- Drought Prone Areas Programme (DPAP).


বাস্তুতান্ত্রিক খরা কী?

স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে কোনাে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কমে গেলে সেই বাস্তুতান্ত্রিক কাঠামাে তথা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এই অবস্থাকে বাস্তুতান্ত্রিক খরা বলে।


ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কোন্ মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়?

ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কৃষিমন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়।


আর্থসামাজিক খরা বলতে কী বােঝ?

খরার সময়ে বৃষ্টিপাতের অভাবে শস্যহানি ও অন্যান্য কারণে মানবজীবন ব্যাহত হয়ে আর্থসামাজিক ক্ষেত্রের যে পতন ও ক্ষতিসাধন হয়, তাকে আর্থসামাজিক খরা বলে।


খরা সৃষ্টির প্রাকৃতিক কারণ কোনগুলি?

বৃষ্টিপাতের অনিশ্চয়তা, গ্রিনহাউস এফেক্ট, আঞ্চলিক জলবায়ুগত প্রভাব হল খরা সৃষ্টির প্রাকৃতিক কারণ।


খরা সৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ কোনগুলি?

বনােৎপাটন, অতিমাত্রায় নগরায়ণ হল খরা সৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ।


মরুকরণ বলতে কী বােঝ?

মরুভূমির ক্রমশ আয়তন বৃদ্ধিকে মরুকরণ বলে।


বাস্তুতান্ত্রিক খরা কখন ঘটে?

স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে কোনাে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কমে গেলে পরিবেশের অবক্ষয় ঘটে, তখন বাস্তুতান্ত্রিক খরা ঘটে।


খরা প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী?

খরা প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি হল—জলসেচ ব্যবস্থার প্রসার, বৃক্ষরােপণ ইত্যাদি।


সুপার সাইক্লোন ভারতের কোথায় সংঘটিত হয়েছিল?

1999 খ্রিস্টাব্দের 29 অক্টোবর ওডিশার উপকূলে সুপার সাইক্লোন সংঘটিত হয়েছিল।


অংশগ্রহণমূলক পর্যায় (Participatory Stage) কাকে বলে?

বিপর্যয় চলাকালীন মানুষের ভূমিকার সঙ্গে যুক্ত পর্যায়টিকে বলা হয় অংশগ্রহণমূলক পর্যায়।


পুনরুদ্ধার পর্যায় (Recovery Stage) কোন্টি?

বিপর্যয় সংঘটিত হওয়ার পরবর্তী পর্যায় হল পুনরুদ্ধার পর্যায়।


দ্রুত সতর্কীকরণ উপকরণ বলতে কী কী বােঝায়?

দ্রুত সতর্কীকরণ উপকরণ বলতে রেডার, টেলিভিশন, বেতার, খবরের কাগজ, অ্যালার্মের সাইরেন, মােবাইল ইত্যাদিকে বােঝায়।


EWS-এর পুরাে নাম কী?

Ews-এর পুরাে নাম হল—Early Warning System I


পরিকল্পনাকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী?

পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয়—যথা: (i) স্বল্পমেয়াদি ও (ii) দীর্ঘমেয়াদি।


বিপর্যয়ের পরবর্তী সময় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকা কী?

বিপর্যয়ের পরবর্তী সময় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকা হল—(i) পুনর্নির্মাণের ব্যবস্থা, (ii) খাদ্য সরবরাহ, (iii) ওষুধ সরবরাহ করা প্রভৃতি।


GBM-এর পুরাে নাম কী?

GBM-এর পুরাে নাম হল Government Based Mitigation I


কোন্ দশককে আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় নিরসন দশক হিসেবে ধরা হয়?

1990 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় নিরসন দশক হিসেবে ধরা হয়।


ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ কী?

ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ হল—পাতের সঞ্চলন।


কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

সিসমােগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।


ভূমিকম্প প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী?

ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া না গেলেও এর ভয়াবহতা লাঘব করার কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব। যেমন—পাহাড়ি অঞ্চলে পরিকল্পিতভাবে রাস্তা ও বাড়ি নির্মাণ করা, বাঁধ নির্মাণ করা প্রভৃতি।


ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল কান্টি?

ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ।


গৃহ নির্মাণে সরকারি নীতি অনুসরণ কোন্ ধরনের বিপর্যয় মােকাবিলার ক্ষেত্রে প্রযােজ্য?

গৃহ নির্মাণে সরকারি নীতি অনুসরণ ভূমিকম্প নিয়ন্ত্রণের জন্য প্রযােজ্য।


দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন কোন্ দেশ ভূমিকম্পপ্রবণ ?

দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূমিকম্প্রবণ দেশগুলি হল— জাপান, চিন, ফিলিপিন্স, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি।


ভারতের কোন কোন্ রাজ্যে বন্যার প্রকোপ দেখা যায়?

ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, অসম ও পশ্চিমবঙ্গে বন্যার প্রকোপ দেখা যায়।


পাহাড়ি অঞ্চলের কোন্ ঢালে হিমানী সম্প্রপাত ঘটার সম্ভাবনা বেশি থাকে?

পাহাড়ি অঞ্চলের উত্তল ঢালে হিমানী সম্প্রপাত ঘটার সম্ভাবনা বেশি থাকে।


ধস প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী?

পাহাড়ি ঢলে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ধাপচাষের সম্প্রসারণ, কংক্রিটের দেয়াল নির্মাণ করা ইত্যাদির মাধ্যমে ধস প্রতিরােধ করার ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।


পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন্ ধরনের বিপর্যয়কে বাধা দেয়?

পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার ভূমিধসকে বাধা দেয়।


পার্বত্য অঞ্চলে ভূমিধস কোন্ ধরনের দুর্যোগ?

পার্বত্য অঞ্চলে ভূমিধস হল ভূতাত্ত্বিক দুর্যোগ।


ভারতের কোন্ কোন্ এলাকা ধসপ্রবণ ?

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, অসম, সিকিম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গের দার্জিলিং হল ভারতের ধসপ্রবণ অঞ্চল।


ভূমিধসকে আধা-প্রাকৃতিক বিপর্যয় হিসেবে গণ্য করা হয় কেন?

প্রাকৃতিক কারণের সাথে সাথে মনুষ্যসৃষ্ট কারণেও ভূমিধস ঘটার ফলে একে আধা-প্রাকৃতিক বিপর্যয় বলে।


হড়পা বান কী?

নদী উচ্চ অববাহিকায় অল্প সময়ে যখন অত্যন্ত তীব্র জলপ্রবাহ নদীখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নদীর দু-পাড় জলমগ্ন হয়ে যায়, একে হড়পা বান বলে।


দুটি নদী প্রভাবিত দুর্যোগের নাম লেখাে।

দুটি নদী প্রভাবিত দুর্যোগ হল নদীপাড়ের ভাঙন ও বন্যা।


দুটি জলভিত্তিক দুর্যোগের নাম লেখাে।

দুটি জলভিত্তিক দুর্যোগের নাম হল—জলােজ্জ্বাস ও জলস্তরের ক্রমহ্রাসমানতা।


কোন্ ধরনের ভূপ্রাকৃতিক পরিবেশে ফ্লাস ফ্লাড বা হড়পা বানের সৃষ্টি হয়?

উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর উচ্চগতিতে ফ্লাস ফ্লাড বা হড়পা বানের সৃষ্টি হয়।


বন্যা প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী?

বন্যা প্রতিরােধে গৃহীত ব্যবস্থাপনাগুলি হল—জলনিকাশি ব্যবস্থার উন্নতিসাধন করা, জলাধার ও বাঁধ নির্মাণ ইত্যাদি।


ভারতে কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছে?

ভারতে 1954 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছে।


2004 সালের সংঘটিত সুনামির ফলে ভারতের কোন্ রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল?

2004 সালে সংঘটিত সুনামির ফলে ভারতের তামিলনাড়ু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।


বিপর্যয়ের নিবারণ পরিকল্পনার মাধ্যমে কোন্ কোন প্রাকৃতিক উপাদানসমূহের সর্বাগ্রে সংরক্ষণ প্রয়ােজন?

বিপর্যয়ের নিবারণ পরিকল্পনার মাধ্যমে প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ অরণ্য, উপকূলীয় জলাভূমি, উপকূলীয় বালিয়াড়ি ইত্যাদির সংরক্ষণ প্রয়ােজন।


ভারতে বিপর্যয় মােকাবিলা কোন্ সরকারি দপ্তরের অধীনে করা হয়?

ভারতে বিপর্যয় মােকাবিলা স্বরাষ্ট্রমন্ত্রক-এর অধীনে করা হয়।


CBM-এর পুরাে নাম কী?

Community Based Mitigation.


ট্রেস ইন্ডিকেটর-এর মাধ্যমে কী জানা যায় ?

ট্রেস ইন্ডিকেটর-এর মাধ্যমে বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনাবলির উৎস, প্রকৃতি, গতি, তীব্রতা ইত্যাদি সম্পর্কিত তথ্য জানা যায়।


কলেরা, মড়ক, মহামারি কোন বিপর্যয়ের অন্তর্গত?

কলেরা, মড়ক, মহামারি জীব সংশ্লিষ্ট বিপর্যয়ের অন্তর্গত।


আবহাওয়াগত খরা কখন ঘটে?

যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 75% কম হয় তখন আবহাওয়াগত খরা ঘটে।


পৃথিবীর একটি দাবানল অধ্যুষিত অঞ্চলের নাম লেখাে।

পৃথিবীর একটি দাবানল অধ্যুষিত অঞ্চল হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চল।


লন্ডন স্মগ কী?

1952 সালের ডিসেম্বর মাসে লন্ডনে কুয়াশা ও বায়ুবাহিত কয়লামিশ্রিত ধোঁয়ার সংমিশ্রণে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়াশা হল লন্ডন স্মগ। এর ফলে অসংখ্য মানুষ শ্বাসরােধ হয়ে মারা যায়।


একটি প্রযুক্তিগত মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের নাম লেখাে।

একটি প্রযুক্তিগত মনুষ্যসৃষ্ট বিপর্যয় হল পারমাণবিক বিস্ফোরণ।


উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত?

উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার পরবর্তী পর্বের অন্তর্গত।


কোন্ ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়?

ভােপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়।


বিপর্যয়স্থলে ত্রাণ পৌঁছােনাের কাজে নিযুক্ত জাতিপুঞ্জের সংস্থাটির নাম কী?

বিপর্যয়স্থলে ত্রাণ পৌছােনাের কাজে নিযুক্ত জাতিপুঞ্জের সংস্থাটির নাম হল—Central Emergency Response Fund (CERF).


UNDR0-এর পুরাে নাম কী?

UNDRO-এর পুরাে নাম হল—United Nations Disaster Relief Organisation.


ADPC-এর পুরাে নাম কী?

ADPC- পুরাে নাম হল Asian Disaster Preparedness Centre.


WHO-এর পুরাে নাম কী?

WHO-এর পুরাে নাম- World Health Organisation.


পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

পূর্ব হিমালয়ে বর্ষাকালে ধসের ঘটনা সবচেয়ে বেশি ঘটে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)