ভারতে কাগজ শিল্পের কী কী সমস্যা আছে? সমস্যাগুলি কীভাবে সমাধান করা সম্ভব তা আলােচনা করাে।

ভারতে কাগজ শিল্পের সমস্যাসমূহ

[1] অনুন্নত কাঁচামাল : ভারতে কাগজ শিল্পে ব্যবহৃত কাঁচামালের অধিকাংশই অনুন্নত শ্রেণির। এ ছাড়া হিমালয়ে নরম কাঠের বনভূমি থাকলেও পরিবহণের অসুবিধার জন্য তা ঠিক মতাে কাজে লাগানাে যায় না।


[2] রাসায়নিক দ্রব্যের অভাব : চাহিদার তুলনায় রাসায়নিক দ্রব্যের জোগান যথেষ্ট নয়। কিছু রাসায়নিক দ্রব্য বেশি দামে বিদেশ থেকে আমদানি করতে হয়।


[3] শক্তির অভাব : কয়লার অসম বণ্টন ও কম জলবিদ্যুৎ উৎপাদনের ফলে কাগজকলগুলিতে শক্তি সরবরাহে যথেষ্ট সমস্যা দেখা দেয়।


[4] পুরোনো যন্ত্রপাতি : অধিকাংশ কাগজকলগুলি এখনও পুরােনাে যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন করে। ফলে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়ে যায়।


[5] অনুন্নত মানের কাগজ : কাঁচামাল ভালাে না হওয়ায় উন্নতমানের কাগজ উৎপাদিত হয় না। ভারতকে চড়া দামে উন্নতমানের কাগজ আমদানি করে চাহিদা মেটাতে হয়।


[6] অন্যান্য সমস্যা : এ ছাড়া, অনুন্নত প্রযুক্তি, শ্রমিক-মালিক সংঘর্ষ, অত্যধিক উৎপাদন ব্যয়, বর্জ্য নির্গমন সমস্যা, অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বাজারে ভারতীয় কাগজের চাহিদা হ্রাস, অদক্ষ শ্রমিকগােষ্ঠী এবং সর্বোপরি মূলধনের অভাব কাগজ শিল্পের উন্নতিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।


ভারতে কাগজ শিল্পের সমাধান


  • নতুন নতুন কাগজের কল স্থাপন।

  • ধানের তুষ, গমের খােসা, খড় প্রভৃতি কৃষি বর্জ্য পদার্থকে কাঁচামাল হিসেবে ব্যবহার।

  • রাসায়নিক দ্রব্য এবং অন্যান্য প্রয়ােজনীয় দ্রব্যের আমদানিতে শুল্ক হ্রাস।

  • কলগুলিতে প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটিয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপন।

  • সরকারি সাহায্য এবং পরিকাঠামােগত উন্নতি সাধন করে কাগজ শিল্পের সমস্যা কিছুটা সমাধান করা যায়।


ব্রাজিলের রবার শিল্পকেন্দ্রগুলি সম্পর্কে আলােচনা করাে। কৃত্রিম রবার কী?


মালয়েশিয়ায় রবার শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করাে।


কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? রবার শিল্পের গুরুত্ব আলােচনা করাে। মালয়েশিয়ার রবার শিঙ্কাকেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থিত তা উল্লেখ করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)