পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বণ্টন ব্যাখ্যা করাে।

পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বণ্টন

নানা কারণে পৃথিবীর জনসংখ্যা সর্বত্র সমানভাবে বন্টিত হয়নি। জনঘনত্ব অনুযায়ী পৃথিবীকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে।


[1] অতি-নিবিড় জনঘনত্ব অঞ্চল : পৃথিবীর যেসব অঞলের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 100 জনের বেশি, সেগুলি অতি-নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত। উল্লেখযোগ্য অঞ্চলগুলি হল一


  • পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া : (i) পার্বত্য ও মরু অঞ্চল বাদে চিন প্রজাতন্ত্র, (ii) দক্ষিণ কোরিয়া, (iii) দক্ষিণ-পূর্ব জাপান, (iv) হিমালয় পার্বত্য অঞ্চল, থর মরুভূমি ও মধ্যভাগের বৃষ্টিচ্ছায় অঞ্চল বাদে সমগ্র ভারত, (v) চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বাদে সমগ্র বাংলাদেশ এবং (vi) পাকিস্তানের সিন্ধু উপত্যকা অতি-নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত।


  • উত্তর-পশ্চিম ইউরােপ : (i) নেদারল্যান্ডস্ ও যুক্তরাজ্যের প্রায় সমগ্র অংশ, (ii) ফ্রান্সের উত্তর-পশ্চিম অংশ (iii) ইটালির পাে অববাহিকা, (iv) যুগােয়াভিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল, (v) চেকোয়ােভাকিয়া ও বুলগেরিয়ার পশ্চিম অংশ এই অঞ্চলের অন্তর্গত।


  • আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা : (i) আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্পপ্রধান উত্তর-পূর্ব অঞ্চল, (ii) কানাডার দক্ষিণ-পূর্বের উপকূলীয় অংশ এই অঞ্চলের অন্তর্গত।


এ ছাড়াও ইন্দোনেশিয়ার জাভা ও মিশরের নীলনদ উপত্যকা এই অঞ্চলের অন্তর্গত।


[2] নিবিড় জনঘনত্ব অঞ্চল : পৃথিবীর যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে 51 থেকে 100 জন, সেগুলি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। উল্লেখযােগ্য অঞ্চলগুলি হল一


  • আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস।

  • দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পম্পাস অঞ্চলের মধ্য অংশ।

  • জার্মানি ও যুগােস্লাভিয়ার পূর্বাংশ, ফ্রান্সের মধ্য ও দক্ষিণ অংশ, পােল্যান্ড, হাঙ্গেরি, রােমানিয়া ও সি, আই. এস.-এর পশ্চিম অংশ।

  • থর ও চেলিস্তানের মরুভূমি বাদে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার ও ভিয়েতনাম।


[3] মধ্যম বা নাতি-শিবিড় জনঘনত্ব অঞ্চল : পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 11 থেকে 50 জন, সেগুলি মধ্যম বা নাতি-নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। উল্লেখযােগ্য অঞ্চলগুলি হল


  • আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পূর্বাংশ।

  • ব্রাজিলের সংকীর্ণ উপকূলবর্তী অঞ্চল, আর্জেন্টিনা ও উরুগুয়ের সংকীর্ণ উপকূলবর্তী অঞ্চল, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার একাংশ।

  • আফ্রিকার ঘানা, গিনি, নাইজেরিয়া, ক্যামেরুন ও কেনিয়ার কিয়দংশ।

  • ইজরায়েল, লেবানন, তুরস্কের দক্ষিণ-পশ্চিমাংশ, জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া, ইরাবতী নদীর বদ্বীপ অংশ বাদে মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাভা বাদে ইন্দোনেশিয়া।

  • অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি সমভূমি।


[4] বিরল জনঘনত্ব অঞ্চল : পৃথিবীর যেসব অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 1 থেকে 10 জন, সেগুলি বিরল জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। উল্লেখযােগ্য অঞ্চলগুলি হল


  • আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের পার্বত্য অঞ্চল।

  • দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার কিয়দংশ বাদে সমগ্র দক্ষিণ আমেরিকা।

  • নীলনদ-অববাহিকা ও সাহারা মরুভূমি বাদে আফ্রিকার প্রায় সমগ্র অংশ।

  • ইউরােপের নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।

  • সাইবেরিয়াসহ এশিয়ার মধ্যাংশ, নেপাল, আফগানিস্তান, মরু অঞ্চল বাদে ইরাক ও ইরান।

  • মধ্য আমেরিকা।

  • অস্ট্রেলিয়ার ডাউনস্ তৃণভূমি অঞ্চল ও দক্ষিণের সংকীর্ণ উপকূলভাগ।


[5] অতি-বিরল জনঘনত্ব অঞ্চল : পৃথিবীর যেসব অঞলের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 1 জনের কম, সেগুলিকে অতি-বিরল জনঘনত্ব অঞ্চল বলে। উল্লেখযােগ্য অঞ্চলগুলি হল


  • চিরতুষারাবৃত মেরু অঞ্চল।

  • হিমশীতল তুন্দ্রা অঞ্চল।

  • হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি উচ্চ পার্বত্য অঞ্চল।

  • সাহারা, কালাহারি, থর, গােবি, প্রভৃতি মরু অঞ্চল।

  • আফ্রিকার জাইরে ও দক্ষিণ আমেরিকার আমাজনের গভীর বনভূমি অঞ্চল ইত্যাদি।