ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি আলােচনা করাে।

ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি

ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। বর্তমানে ভারতের জনসংখ্যা হল 121.02 কোটি (2011 সালের জনগণনা অনুযায়ী)। বিগত শতাব্দী থেকে এখন পর্যন্ত (1901 থেকে 2011) ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি লক্ষ করলে দেখা যাবে কেবলমাত্র একটি দশক (1911 থেকে 1921) ছাড়া, প্রতি দশকেই জনসংখ্যা উল্লেখযােগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চ জন্মহার, নিম্নমুখী মৃত্যুহার, বাল্যবিবাহ, শরণার্থীর আগমন, কুসংস্কার, মহামারি নিবারণ, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।


ভারতে জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কতকগুলি পর্যায়ে ভাগ করে আলােচনা করা হলো 1901 থেকে 1921 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বিশেষ বাড়েনি। জন্মহার বেশি হওয়ার সাথে সাথে মৃত্যুহারও বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে স্থিতাবস্থা লক্ষ করা যায়। 1901 সালে ভারতের জনসংখ্যা ছিল 23,84 কোটি, যা 1921 সালে বেড়ে হয় 25.13 কোটি। এই 20 বছরে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে মাত্র 1.29 কোটি। আবার, 1911 থেকে 1921 পর্যন্ত সময়ে জনসংখ্যা বৃদ্ধি ছিল। ঋণাত্মক প্রকৃতির। প্রাকৃতিক বিপর্যয়, মহামারি এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে মূলত জনসংখ্যার এই হ্রাস ঘটে।


1921 সালে থেকে 1951 সাল পর্যন্ত সময়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 10.98 কোটি এবং প্রতি দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 12% এর কাছাকাছি। মূলত মৃত্যুহার কিছুটা কম হওয়ায় এবং জন্মহার একই থাকায় এই অবস্থা দেখা যায়।


স্বাধীনতার পর থেকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে উচ্চহার লক্ষ করা যায়। 1951 সালে ভারতের জনসংখ্যা ছিল 36.11 কোটি, 1981 সালে তা বেড়ে হয় 68.33 কোটি। এই তিন দশকে জনসংখ্যা বেড়েছে 32.22 কোটি, প্রতি দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল গড়ে 23% এর কাছাকাছি। অনিয়ন্ত্রিত জন্মহার, নিম্নমুখী মৃত্যুহার এবং বাইরের দেশ থেকে শরণার্থীর আগমন জনসংখ্যার এই দ্রুত বৃদ্ধির জন্য দায়ী।


1981 সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা নিম্নমুখী হতে শুরু করে। শিক্ষার হার বৃদ্ধি, সচেতনতার বৃদ্ধি প্রভৃতি কারণে জন্মহার ক্রমশ কমতে থাকে এবং এর সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থার, ও জীবনযাত্রার মানােন্নয়নও মৃত্যুহারকে কমাতে সাহায্য করে। 1981 সালে যেখানে ভারতের জনসংখ্যা ছিল 68.33 কোটি, সেখানে 2001 সালে তা বেড়ে হয় 102.70 কোটি। এই দুই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল গড়ে 22% এর কাছাকাছি। 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার আরও কিছুটা কমতে থাকে, এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%।


সামগ্রিকভাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি লক্ষ করলে দেখা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন হারে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে।


পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বলতে কী বােঝায়? পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


কোয়াটারনারি (চতুর্থ ক্ষেত্রের কার্যাবলি) ও কুইনারি (পঞ্চম ক্ষেত্রের কার্যাবলি) অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখাে। আউটসাের্সিং কী?


বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলােচনা করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)