কোয়াটারনারি (চতুর্থ ক্ষেত্রের কার্যাবলি) ও কুইনারি (পঞ্চম ক্ষেত্রের কার্যাবলি) অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখাে | আউটসাের্সিং কী?

কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য


কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ

  • অর্থনৈতিক ক্রিয়াকলাপের চতুর্থ স্তরে অবস্থিত।

  • কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের আগে ঘটে।

  • নিযুক্ত শ্রমিক সংখ্যা কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের তুলনায় বেশি।

  • শ্রমিকরা সাদা কলার শ্রমিক নামে পরিচিত।

  • পরিষেবা উন্নত মানের।

  • কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ দুধরনের যথা— তথ্যভিত্তিক, উন্নয়ন ভিত্তিক।

  • নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত।

  • এই প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের আয় বেশি, তবে কুইনারি ক্রিয়াকলাপের তুলনায় কম।


কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ

  • অর্থনৈতিক ক্রিয়াকলাপের পঞ্চম স্তরে অবস্থিত।

  • কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের পরে ঘটে।

  • নিযুক্ত শ্রমিক সংখ্যা কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের তুলনায় কম।

  • শ্রমিকরা সােনালি কলার শ্রমিক নামে পরিচিত।

  • পরিষেবা অতি উন্নত মানের।

  • কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ চার ধরনের, যথা— বিশেষজ্ঞ, সিদ্ধান্ত নির্ধারক, পরামর্শদাতা, নীতি নির্ধারক।

  • অতিনব্য বা অত্যাধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত।

  • এই প্রকার ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের আয় অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের তুলনায় বেশি।


আউটসাের্সিং


আধুনিক বিশ্ব অর্থনীতিতে আউটসাের্সিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিসেবা ক্ষেত্র বিশেষত চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাঁচামাল ও বাজার দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই কাঁচামাল বা বাজারের কাছাকাছি স্থানেই এ ধরনের অর্থনৈতিক কাজ কেন্দ্রীভূত হবে এমন কোনাে কারণ নেই। সেকারণে ব্যয় হ্রাস এবং গুণগত মান বজায় রাখার জন্য বাইরের সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার যে ব্যবস্থা তাকে আউটসাের্সিং বলে। যখন আউটসাের্সিং এর কাজকে বাইরের দেশে পাঠিয়ে করিয়ে নেওয়া হয়, তখন তাকে অফসােরিং (Offshoring) বলে। তবে বর্তমানে আউটসাের্সিং এবং অফসােরিং কথা দুটি একই অর্থে ব্যবহৃত হয়।


আউটসাের্সিং-এর মাধ্যমে যেসব কাজ করা হয় তার মধ্যে উল্লেখযােগ্য হল তথ্য প্রযুক্তি, ক্রেতা পরিসেবা, কলসেন্টার সার্ভিসেস প্রভৃতি। আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান প্রভৃতি দেশের একাধিক সংস্থা ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, ফিলিপিনহ একাধিক দেশ থেকে কম মজুরিতে আউটসাের্সিং-এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। বিশ্বায়ন প্রক্রিয়া আউটসাের্সিং-এর পথকে আরও প্রসারিত করেছে। সময়ের সাথে আউটসাের্সিং-এর কাজ কয়েকটি ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। বর্তমানে আউটসাের্সিং-এর মাধ্যমে কেবল তথ্য প্রযুক্তিই নয় গবেষণা ও উন্নয়ন-সংক্রান্ত কাজ ও ব্যাংক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজও করানাে হয়েছে।


তৃতীয় বা সেবাক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখাে। চতুর্থ ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বােঝ?


প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্য নির্দেশ করাে।


পঞ্চম ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বােঝ? তৃতীয় বা সেবাক্ষেত্রের বিভিন্ন কাজের উপাদান বা স্তরগুলি আলােচনা করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)