জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের মধ্যে পার্থক্য নির্ণয় করাে | 'মানুষ-জমি অনুপাত একটি গতিশীল ধারণা'-ব্যাখ্যা করাে।

জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্য


জনঘনত্ব

  • কোনাে দেশের মােট জনসংখ্যা এবং ওই দেশের মােট জমির অনুপাতকে জনঘনত্ব বলে।

  • মােট জনসংখ্যা ÷ মােট জমির আয়তন

  • জনঘনত্ব একটি পরিমাণগত সম্পর্ক।

  • পরিমাপের উপাদান হিসেবে মােট জনসংখ্যা ও মােট জমির পরিমাণকে বিবেচনা করা হয়। জমির কার্যকারিতা সম্পর্কে কোনাে ধারণা পাওয়া যায় না।

  • জনঘনত্ব থেকে দেশের অর্থনৈতিক অবস্থা বা মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে কোনাে আভাস পাওয়া যায় না।

  • কাম্য বা আদর্শ জনসংখ্যা সম্পর্কে কোনাে ধারণা লাভ করা যায় না।

  • দেশের মােট জনসংখ্যা সম্পর্কে কোনাে ধারণা করা না গেলেও জনবণ্টনের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যেতে পারে।

  • জমির পােষণ ক্ষমতা ও কার্যকারিতা বিচার করা যায় না।


মানুষ-জমি অনুপাত

  • কোনাে দেশের মােট জনসংখ্যা এবং ওই দেশের মােট কার্যকর জমির অনুপাতকে মানুষ-জমি অনুপাত বলে।

  • মােট জনসংখ্যা ÷ মােট কার্যকর জমির আয়তন

  • মানুষ-জমি অনুপাত একটি গুণগত সম্পর্ক।

  • পরিমাপের উপাদান হিসেবে মােট জনসংখ্যা ও কার্যকর জমির পরিমাণকে বিবেচনা করা হয়। যে জমি ব্যবহারের অযােগ্য, তা হিসাবে ধরা হয় না।

  • মানুষ-জমি অনুপাত থেকে কোনাে দেশ বা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

  • আদর্শ বা কাম্য জনসংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়।

  • জনসংখ্যার কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীভবন। সম্পর্কে ধরাণা করা যেতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

  • জমির পােষণ ক্ষমতা ও কার্যকারিতা বিচার করা যায়।


মানুষ-জমি অনুপাত একটি গতিশীল ধারণা


পূর্বে মানুষ কেবলমাত্র ভূমির উপরিভাগ থেকে কৃষিজ দ্রব্য ও বনজ সম্পদ আহরণ করত। সময়ের সাথে সাথে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে জমির কার্যকারিতা বহুগুণ বেড়েছে। মানুষ আজ ভূমির অভ্যন্তরভাগ থেকেও সম্পদ সংগ্রহ করছে। বর্তমানে যেসব জমি সম্পদ উৎপাদনে অক্ষম, তা হয়তাে অদূর ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সম্পদ সৃষ্টিতে সক্ষম হবে। ফলে জমির বহন ক্ষমতা আরও বাড়বে। মানুষ-জমি অনুপাতের পরিবর্তন হলে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের গতিপ্রকৃতিও পরিবর্তিত হয়। কোনাে দেশের মানুষ-জমি অনুপাত কম হলে, সেই দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্মের সুযােগ বাড়ে। কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবাক্ষেত্রে কাজের সুযােগ বাড়ায় কর্মক্ষেত্রের পরিধিও বহুগুণ বেড়ে যায়। তাই বলা যায় মানুষ-জমি অনুপাত ধারণাটি স্থিতিশীল নয় বরং গতিশীল।


শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যার ধারণা দাও। উন্নত দেশগুলিতে অতি স্বল্পহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করাে।


জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে? জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি আলােচনা করাে।


কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা ও অতি-জনাকীর্ণতার ধারণাগুলি ব্যাখ্যা করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)