কৃষিকাজে ব্যবহৃত প্রধান আধুনিক উপকরণগুলি কী কী | কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের গুরুত্ব বা সুবিধা এবং সমস্যা বা অসুবিধাগুলি উল্লেখ করাে।

কৃষিকাজে ব্যবহৃত প্রধান আধুনিক উপকরণসমূহ

সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এবং ব্যবহৃত উপকরণগুলির পরিবর্তন ঘটেছে এবং এর সাথে সাথে কৃষিকাজের চরিত্রও পরিবর্তিত হচ্ছে। বর্তমানে কৃষিকাজে আধুনিক যে উপকরণগুলি বেশি করে ব্যবহার করা হচ্ছে সেগুলি হল一


  • [1] জলসেচ, 

  • [2] উচ্চফলনশীল বীজ, 

  • [3] রাসায়নিক সার, 

  • [4] জৈব সার, 

  • [5] কীটনাশক ওষুধ ও 

  • [6] আধুনিক যন্ত্রপাতি।


কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের গুরুত্ব বা সুবিধা


কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের গুরুত্ব বা সুবিধাগুলি হল নিম্নরূপ


  • এগুলির সাহায্যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সরবরাহ সুনিশ্চিত করা যায়।

  • কৃষির প্রসার ঘটিয়ে দারিদ্র ও অসাম্য দূর করা যায়।

  • পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করা যায়।

  • বহু-ফসলি কৃষির প্রসার ঘটানাে যায়।

  • গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটানাে যায়।

  • জাতীয় আয় বৃদ্ধি করা যায়।

  • কৃষকের শ্রম লাঘব ও কৃষিপণ্যের অপচয় কমানাে যায়।

  • উৎপাদন প্রক্রিয়া দ্রুত এবং কৃষিপণ্যের উৎকর্যতা বাড়ানাে যায় ইত্যাদি।


কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারে সমস্যা বা অসুবিধা


কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের ফলে যে সমস্যা বা অসুবিধাগুলি দেখা যায় তা হল


(১) বাস্তুতান্ত্রিক সমস্যা

  • মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়,

  • মৃত্তিকা ও জলদূষণ ঘটে,

  • ভৌমজলের সঞ্চয় হ্রাস পায়,

  • মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী মারা যায়,

  • বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হয় ইত্যাদি।


(২) সামাজিক সমস্যা

  • গ্রাম থেকে শহরে পরিব্রাজন বেড়ে যায়,

  • কৃষকদের মধ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়,

  • পারিবারিক চাষ-আবাদ ক্ষতিগ্রস্ত হয়,

  • কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের রােগ-প্রতিরােধ ক্ষমতা কমে যায় ইত্যাদি।


(৩) অর্থনৈতিক সমস্যা

  • কৃষিতে যন্ত্রপাতির অতিরিক্ত ব্যবহারের ফলে গ্রামীণ মানুষের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়।

  • তৃতীয় বিশ্বের দেশগুলিতে জমিহীন মানুষের সংখ্যা বাড়তে থাকে,

  • দেশের সর্বত্র সমানভাবে আধুনিক উপকরণগুলি ব্যবহার করা যায় না বলে কৃষকদের মাথাপিছু আয়ের বৈষম্য সৃষ্টি হয়।

  • আধুনিক উপকরণগুলির জোগান দেশে পর্যাপ্ত না থাকায় বিদেশ থেকে আমদানি করতে হয় বলে কৃষিতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায় ইত্যাদি।


শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ কী? শস্য সমন্বয়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করাে।


জে. সি. উইভারের শস্য সমন্বয় মডেলটি উল্লেখ করাে। ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চলগুলি চিহ্নিত করাে।


শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলতে কী বােঝায়? শস্য নিবিড়তার গুরুত্ব উল্লেখ করাে। ভারতে শস্য নিবিড়তার প্রকৃতি বিশ্লেষণ করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)