ভারতে রেডিমেড পােশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। রেডিমেড পােশাকের প্রধান প্রধান রপ্তানিকারক ও আমদানিকারক দেশের নাম লেখাে।

ভারতে রেডিমেড পােশাক শিল্প গড়ে ওঠার কারণ

বস্ত্রবয়ন শিল্প ভারতের সবচেয়ে বড়াে ও প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি শিল্পক্ষেত্র। রেডিমেড পােশাক শিল্প উৎপাদন, বিনিয়ােগ ও কর্মসংস্থানের দিক থেকে বস্ত্রবয়ন শিল্পক্ষেত্রের সর্বপ্রধান ও সর্ববৃহৎ অংশ হিসেবে পরিগণিত হয়। ভারতে এই শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি হল一


[1] কাঁচামালের প্রাচুর্যতা : ভারত প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট তন্তু বা ফাইবার উৎপাদনে বিশ্বে প্রধান স্থান অধিকার করেছে। মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, অবিভক্ত অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অঞ্চলের রেগুর বা কৃয়মৃত্তিকায় উৎপাদিত কার্পাস ও পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলের সেচের মাধ্যমে উৎপাদিত কার্পাস সহজেই শিল্পকেন্দ্রগুলিতে পাওয়ার সুবিধা ভারতে রেডিমেড পােশাক শিল্পের বিকাশের অন্যতম কারণ। এ ছাড়া ভারতের প্রায় সব বয়ন শিল্প- কেন্দ্রই বহুল পরিমাণে কৃত্রিম তন্তু বা ফাইবার উৎপাদন করে, যা এই শিল্পে কাঁচামাল হিসেবে সরবরাহ করা হয়।


[2] আর্দ্র জলবায়ু : ভারতের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কেন্দ্রগুলি অধিকাংশই সমুদ্রোপকূলবর্তী হওয়ায় আর্দ্র জলবায়ুতে সুতাে ছিড়ে যাওয়ার সম্ভাবনা কম এবং সুতাের রঙের উজ্জ্বলতাও অনেক বেশি। যা ভারতকে উন্নতমানের রেডিমেড পােশাক শিল্পের আদর্শ অঞ্চল রূপে পরিচিত প্রদান করেছে।


[3] স্বল্প মজুরিযুক্ত দক্ষ শ্রমিক : ভারতের জনসংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় স্বল্প মজুরিতে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যায়। ভারতে এই শিল্পের সঙ্গে প্রায় 45 মিলিয়ন শ্রমিক প্রত্যক্ষ ও পরােক্ষভাবে যুক্ত। এ ছাড়া মােট কর্মীর প্রায় 35% ই মহিলা।


[4] স্বয়ংসম্পূর্ণ উৎপাদন কৌশল : ভারতে রেডিমেড পােশাক শিল্পের প্রতিটি ক্ষেত্রের উৎপাদনই স্বয়ংসম্পূর্ণ প্রকৃতির। অর্থাৎ কাঁচামালের উৎপাদন থেকে শুরু করে সুতাে উৎপাদন, বস্ত্র তৈরি, বস্ত্র রং করা, ফেব্রিক তৈরি করা, নকশা বা ডিজাইন করা প্রভৃতি সব কাজই একটি কেন্দ্রের অধীনে হয়। এমন সংগঠিত কারখানা বা কেন্দ্রের সংখ্যা ভারতে অনেক হওয়ায় সমগ্র উৎপান প্রক্রিয়া অনেক কম খরচ ও সময়ে সমাপ্ত হয়ে থাকে এবং দ্রুত বাজারে পাঠানাে সম্ভব হয়।


[5] বাজার বা চাহিদা : ভারতের জনগণের জীবনযাত্রার ধরন দ্রুত বদল হচ্ছে এবং তার সঙ্গে পরিবর্তন ঘটেছে জনসংখ্যার রুচি ও পছন্দের। এ ছাড়া বর্তমানে চরম প্রতিযােগিতার যুগে সময়ের অপচয় রােধ করতে মানুষের ঝোঁক আধুনিক রেডিমেড পােশাকের দিকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতে রেডিমেড পােশাকের এক বৃহৎ অভ্যন্তরীণ বাজার গড়ে উঠেছে।


[6] রপ্তানি ও আমদানি-সংক্রান্ত দিক : ভারত রেডিমেড পােশাক উৎপাদনে এক অন্যতম স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়ায়, ভারতকে বাইরের দেশ থেকে অনেক কম পােশাক আমদানি করতে হয়। সেই তুলনায় রেডিমেড পােশাক শিল্পের উৎপাদিত দ্রব্যের রপ্তানির মাধ্যমে ভারত বহু পরিমাণে বিদেশি অর্থ উপার্জন করে থাকে।


[7] অন্যান্য কারণ : উপরিউক্ত কারণগুলি ছাড়াও এই শিল্প গড়ে ওঠার অন্যান্য কারণগুলি হল বন্দর ও উন্নত পরিবহণ ব্যবস্থা, শক্তির সহজলভ্যতা, মূলধনের প্রাচুর্য, বেসরকারি উদ্যোগ, সরকারি নীতির সুষ্ঠু রূপায়ণ প্রভৃতি।


বিশ্বের রেডিমেড পােশাকের প্রধান রপ্তানিকারক ও আমদানিকারক দেশসমূহ


রপ্তানিকারক দেশসমূহ

  • চিন,

  • ইউরােপীয় ইউ- নিয়নের দেশসমূহ (ফ্রান্স, স্পেন প্রভৃতি),

  • বাংলাদেশ,

  • তুরস্ক,

  • ভারত,

  • ভিয়েতনাম,

  • ইন্দোনেশিয়া,

  • মেক্সিকো,

  • কম্বোডিয়া,

  • মরােক্কো,

  • শ্রীলঙ্কা,

  • থাইল্যান্ড,

  • পাকিস্তান,

  • হংকং,

  • আমেরিকা যুক্তরাষ্ট্র,

  • দক্ষিণ কোরিয়া প্রভৃতি।


আমদানিকারক দেশসমূহ

  • আমেরিকা যুক্তরাষ্ট্র,

  • জার্মানি,

  • জাপান,

  • ইংল্যান্ড,

  • ফ্রান্স,

  • হংকং,

  • ইটালি,

  • স্পেন,

  • বেলজিয়াম,

  • নেদারল্যান্ডস প্রভৃতি।