আমেরিকা যুক্তরাষ্ট্রের মােটরগাড়ি নির্মাণ শিল্প সম্বন্ধে আলােচনা করাে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের মােটরগাড়ি নির্মাণ শিল্প

মােটরগাড়ি নির্মাণ শিল্পে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষস্থান অধিকার করেছে। OICA-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী এদেশে 2011 সালে প্রায় ৪6 লক্ষ মােটরগাড়ি নির্মিত হয়েছে।


(১) বণ্টন : আমেরিকা যুক্তরাষ্ট্রে নানা প্রান্তে মােটরগাড়ি নির্মাণ কারখানাগুলি গড়ে উঠেছে। যেমন—

  • ডেট্রয়েট,

  • বস্টন,

  • মিচিগান,

  • চেস্টার,

  • আটলান্টা,

  • সেন্ট লুইস,

  • কানসাস সিটি,

  • মেমফিস,

  • মিনিয়াপােলিস,

  • লুইসভিল,

  • লস অ্যাঞ্জেলস,

  • সানজোস প্রভৃতি।


এর মধ্যে দেশের উত্তর-পূর্বাংশে ইরি হ্রদের নিকটবর্তী ডেট্রয়েট-এ আছে বিশ্বের বৃহত্তম মােটরগাড়ি নির্মাণ কারখানা। এদের মধ্যে বিখ্যাত চারটি কোম্পানি এদেশের মােটরগাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত। এগুলি হল—

  • (i) জেনারেল মােটরস্ কর্পোরেশন, 

  • (ii) ফোর্ড মােটর কোম্পানি, 

  • (iii) ক্রাইসলার কর্পোরেশন এবং 

  • (iv) আমেরিকান মােটর।


উন্নতির কারণসমূহ : আমেরিকা যুক্তরাষ্ট্রে যেসকল অনুকূল কারণে মােটরগাড়ি নির্মাণ শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে, সেগুলি হল—


  • কাঁচামালের জোগান : মােটরগাড়ি তৈরির জন্য প্রয়ােজনীয় প্রধান কাঁচামাল হল উৎকৃষ্ট মানের ইস্পাত। এ ছাড়া লাগে অ্যালুমিনিয়াম, কাচ, কাঠ, টায়ার, টিউব, প্লাস্টিক প্রভৃতি বহুরকম সামগ্রী। এইসব কাঁচামালের সহজলভ্যতার জন্য এদেশে মােটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশ ঘটেছে।


  • উন্নত প্রযুক্তিবিদ্যা : আমেরিকা যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় অসাধারণ উন্নতি করায় মােটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশ ঘটেছে।


  • ব্যাপক চাহিদা : বিশ্বের অন্যতম ধনী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এখানে মােটরগাড়ির ব্যাপক চাহিদা রয়েছে।


  • জ্বালানির স্বল্পমূল্য : পেট্রোল, ডিজেলজাতীয় জ্বালানি তেলের স্বল্পমূল্য ও অন্যান্য কারণ এই শিল্পের বিকাশে যথেষ্ট সাহায্য করেছে।


এ ছাড়া, বন্দরের নৈকট্য, দক্ষ সুলভ শ্রমিক, অনুকূল সরকারি নীতি, পর্যাপ্ত জলবিদ্যুৎ এই শিল্পের উন্নতিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে।


শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা কারণ সম্বন্ধে আলােচনা করাে।


ভারতে মােটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করাে।


ভারতে স্বয়ংগতিযান (Automobile) শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলােচনা করাে। ভারতে ব্যক্তিগত গাড়ি ও জিপ গাড়ি তৈরির চারটি কারখানার উল্লেখ করাে।


Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)