অনার্স বাংলা ষষ্ঠ পত্রের সব প্রশ্ন উত্তর

পুতুল নাচের ইতিকথা



“পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।"—আলোচনা করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে বাস্তব চেতনার অভিব্যক্তি কতখানি সার্থক হয়েছে তা ঘটনা ও চরিত্র বিশ্লেষণ করে দেখাও।


“মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রকরণভাবনা অচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে লেখকের জীবনদৃষ্টির সঙ্গে।"- আলোচনা করো।


‘পুতুল নাচের ইতিকথা' পল্লী-পরিবেশের গল্প বটে, কিন্তু কখনোই ‘পল্লী-সমাজ’-এর নয়।— আলোচনা করো।


পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের শশীই নায়ক।" ‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে শশী-চরিত্র বিশ্লেষণ করে এই উক্তির যথার্থ বিচার কর।


‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে কুসুম চরিত্র বিশ্লেষণ করে নারী চরিত্রসৃষ্টিতে মানিকের অসাধারণত্ব ব্যাখ্যা করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে কুমুদ-মতির উপাখ্যানের উপযোগিতা ও বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে চরিত্রদুটির রূপরেখা অঙ্কিত কর।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে বিন্দু-নন্দলাল আখ্যানটির শৈল্পিক উপযোগিতা বিচার করে বিন্দু ও নন্দলাল চরিত্রের বিশ্লেষণ করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে যামিনী কবিরাজ ও সেনদিদির জীবন ও সম্পর্ক কতখানি জটিলতা সৃষ্টি করেছে, তার ঔপন্যাসিক রূপটি লিপিবদ্ধ করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে যাদব ও পাগলদিদির জীবন ও মৃত্যু কতখানি লৌকিক ও অলৌকিক তাৎপর্য বহন করে এনেছে তা আনুপূর্বিক বিশ্লেষণ করে দেখাও।


"পুতুল নাচের মনস্তাত্ত্বিক উপন্যাস”— মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা নির্ণয় করে এই উত্তির সারবত্তা বিচার করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি জাগতিক ক্রিয়াকাণ্ডের উপর নিয়ন্ত্রণ শক্তিহীন পুতুলদের নাচের এক নির্মম পালাকাহিনী— উপন্যাসটি বিশ্লেষণ করে উপরিউক্ত মন্তব্যের যৌক্তিকতা বিচার করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে গোপালের চরিত্র বিশ্লেষণ করে শশীর সঙ্গে তার সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করো।


রথের দিন যাদবের দেহত্যাগের দৃশ্যটি বর্ণনা করে লেখকের মানবজীবন রহস্য সন্ধান কতখানি সার্থক হয়েছে দেখাও।


‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে শশী ও কুসুমের সম্পর্কের গতি ও পরিবর্তনের বর্ণনা দাও এবং পরিণামের জন্য কে কতখানি দায়ী তা বিচার করো।


'পুতুল নাচের ইতিকথা' নামকরণের সার্থকতা আলোচনা করো।


“বাংলা সাহিত্যে সমাজ-বাস্তবতার পথিকৃৎ তো বটেই, অদ্যাবধি এই ক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বীও বটেন।”—সমালোচকের এই উক্তির আলোকে ‘পুতুল নাচের ইতিকথা' পর্যালোচনা করো।


কুমুদ-মতির জীবনযাত্রার পাশে জয়াবনবিহারী বৃত্ত সংযোজন কতখানি সার্থক তা দেখাও। এই দুটো বৃত্ত পরস্পরকে কতখানি প্রভাবিত করেছে দেখাও।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে কে ‘পুতুল' আর কেই বা ‘পুতুলওয়ালা’? এই উপন্যাসটির মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বহুমাত্রিক জীবনভাবনা ও শিল্পচেতনার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে গ্রাম ও শহরের দ্বন্দ্বময়তার সঙ্গে মিশেছে মানবমনের নিগূঢ় প্রেমের সংরাগ। উপন্যাসটি বিশ্লেষণ করে তোমার অভিমত দাও।


উপন্যাস ও ইতিকথা কি এক? 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কিভাবে চরিত্রগুলির অন্তর্লোকের ইতিকথা হয়েও উপন্যাসের ধর্ম বজায় রেখেছে আলোচনা করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে আধুনিকতার লক্ষণগুলি চিহ্নিত করে ‘পুতুল' ও ‘পুতুলওয়ালা'র পরিচয় স্পষ্ট করো।


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের নারীচরিত্রগুলির বৈশিষ্ট্য নির্দেশ করো।


“আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন।" কার কথা বলা হয়েছে? কটাক্ষের তাৎপর্য বুঝিয়ে দাও।


"শশী চরিত্রে দু'টি সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাদের মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাংসারিক বুদ্ধি ও ধনসম্পত্তির প্রতি মমতাও তাহার যথেষ্ট। তাছাড়া কল্পনার অংশটা গোপন ও মুক।"—তাৎপর্য বিশ্লেষণ করো।


“জীবনে যে যত পুণ্য অর্জন করিয়াছে, তার পাপের হিসাবটা আজ এখনকার মতো ধারায় তালবনের গভীর নির্জনতায় হঠাৎ তাহার পুরস্কার কে দিল মানুষের বুদ্ধিতে তাহার বিশ্লেষণ নাই।”—কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


“শার্ট পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর।”—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


“নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল। কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে।" কার কথা বলা হয়েছে? অংশটির তাৎপর্য বুঝিয়ে বলো।


“পৃথিবীর বহু ঊর্ধ্বে, স্তরে স্তরে সাজানো ভয়ের তলে প্রোথিত পৃথিবীর ঊর্ধ্বে একটা জঙ্গলাকীর্ণ সাধারণ টিলার শীর্ষে শশী হঠাৎ হারাইয়া গিয়াছে।”—উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


'অরণ্যের অধিকার'


"বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে 'অরণ্যের অধিকার' এক বিশেষ সৃষ্টি"— আলোচনা করো।


'অরণ্যের অধিকার' উপন্যাসটিতে সমসাময়িক দেশ ও কালের স্পন্দন ধরা পড়েছে"— আলোচনা করো।


'অরণ্যের অধিকার' উপন্যাসের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো।


ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? 'অরণ্যের অধিকার' উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা কতদূর সঙ্গত আলোচনা করো।


অরণ্যের অধিকার' জীবনী উপন্যাস"— এই উক্তির যাথার্থ্য বিচার করো।


অরণ্যের অধিকার' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বীরসা মুণ্ডা”—এই উক্তির আলোকে বীরসা চরিত্রকে বিশ্লেষণ করো।


অরণ্যের অধিকার' উপন্যাসের ধানী চরিত্রটি নানা কারণে উল্লেখযোগ্য" আলোচনা করো।


অরণ্যের অধিকার' উপন্যাসের অমূল্য চরিত্রটির ভূমিকা ও বৈশিষ্ট্য নিরূপণ করো।


'অরণ্যের অধিকার' উপন্যাসে সালী ও পরমী চরিত্র বিশ্লেষণ করে লেখিকার নারী চরিত্র সৃষ্টির বৈশিষ্ট্য বর্ণনা করো।


অরণ্যের অধিকার' উপন্যাসের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো।


“ওর রক্ত বড় প্রাচীন। বড় আদিম হয় কৃষ্ণাঙ্গ আদিবাসীর রক্ত। ওর রক্তে অনাহার, দারিদ্র্য, লাঞ্ছনা। রূপকথায়, কিংবদন্তীতে, অলৌকিকে অবাস্তবে বিশ্বাস করে ওর রক্ত চিরকাল পালিয়ে বাঁচতে চায়। ছ'টি শব্দে ওর প্রাচীন রক্তের ছটি ফুলকি হয়ে জ্বলে উঠল।—ব্যাখ্যা করো।


“কিন্তু এখন ছেলের চোখের দিকে চেয়ে সুগানা বুঝল আরেক রকম পৃথিবী আছে, যে পৃথিবীর সীমানা নেই, সেই বিশাল, অজানা পৃথিবীর ডাক ছেলে শুনেছে।”—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


'নিশীথে'


'নিশীথে' গল্পটির উপর বিদেশী গল্পের ছায়াপাত ঘটেছে বলে কোনো কোনো সমালোচক মনে করেছেন। এ সম্পর্কে আলোচনা করে তোমার মতামত প্রকাশ করো।


রবীন্দ্রনাথের ‘নিশীথে' গল্পটি ছোটগল্পরূপে কতটা সার্থক হয়েছে, আলোচনা করো।


“শোক করিয়ো না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে, এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম।”—উক্তিটি কার? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো।


'একরাত্রি'


'একরাত্রি' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


'একরাত্রি' গল্পে গীতিপ্রাণতা বা লিরিকধর্ম সম্পর্কে আলোচনা করো।


'একরাত্রি' গল্পের নায়কের চরিত্রটি বর্ণনা করো।


‘একরাত্রি কিভাবে অনন্তরাত্রির অনুভূতি নিয়ে গল্পের নায়কের জীবনকে পূর্ণ করেছিল সংক্ষেপে আলোচনা করো।


ছোটগল্প হিসাবে ‘একরাত্রি' গল্পের সার্থকতা নির্ণয় করো।


“আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি।”—এটি কোন্ গল্পে কার উক্তি? এই উক্তির তাৎপর্য কী?


“পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইঁহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন।”— কাদের সম্বন্ধে একথা বলা হয়েছে? সিদ্ধিদাতা গণেশের সঙ্গে তাদের তুলনা করার কারণ কী?


“আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রিই আমার জীবনের একমাত্র চরম সার্থকতা" নায়কের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


“কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে”—বিষয়টা কী? শখের দুঃখ বলতে কী বোঝানো হয়েছে?


অতিথি


ছোটোগল্পরূপে রবীন্দ্রনাথের 'অতিথি' গল্পটির সার্থকতা | 'অতিথি' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


“কিন্তু এই চরিত্রটিকে স্বাভাবিক করিবার জন্য যে পল্লী-পরিবেশ রচিত হইয়াছে, অন্যান্য মানুষের সহিত তাহার যে সম্পর্ক বর্ণনা করা হইয়াছে তাহাতে লেখকের জীবন অভিজ্ঞতা ও শিল্পসঙ্গতির মধ্যে একটি অপূর্ব সমাহার ঘটিয়াছে।"—সমালোচকের উদ্ধৃত মন্তব্য সম্পর্কে আলোচনা করো।


'সে এই সংসারের পঙ্কিল জলের উপর দিয়া শুত্রপক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত'—কার কথা বলা হয়েছে? এই মন্তব্যটি উক্ত চরিত্র সম্বন্ধে বলার কারণ কী?


'স্নেহ-প্রেম-বন্ধুত্বের ষড়যন্ত্রবন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণবালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্বপৃথিবীর নিকট চলিয়া গিয়াছে।'— তাৎপর্য বিশ্লেষণ করো।


সুভা


ছোটগল্পরূপে রবীন্দ্রনাথের 'সুভা' গল্পটির বিচার করো | ‘সুভা' নামক গল্পটি মূক বালিকার সহিত মৌন বিরাট প্রকৃতির নিগূঢ় ঐক্যের পরিচয়ে আগাগোড়া পরিপূর্ণ।— আলোচনা করো।


“বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম ক্রন্দন বাজিতে লাগিল—অন্তর্যামী ছাড়া আর-কেহ তাহা শুনিতে পাইল না”—উৎস নির্দেশ করে ব্যাখ্যা করো।


পয়লা নম্বর


অদ্বৈতচরণ সার্থকনামা ব্যক্তি আলোচনা করো | 'পয়লা নম্বর গল্পের নামকরণ যথার্থ হয়েছে কিনা আলোচনা করো।


'নারী জীবনের সার্থকতা মাতৃত্বে নয়, সতীত্বে নয়, নারীত্বে’— সমালোচকের এই মন্তব্যটি রবীন্দ্রনাথের 'পয়লা নম্বর গল্পের আলোকে আলোচনা করো।


'পয়লা নম্বর' গল্পে রবীন্দ্রনাথের নানা বিদ্রূপ ধ্বনিত হয়েছে— এই মত সাপেক্ষে আলোচনা করো।


“সংসারের অন্য প্রয়োজন হ্যাংলা কুকুরের মতো এই আমার শখের বিলিতি কুকুরের উচ্ছিষ্ট চেটে ও শুঁকে কেমন করে যে বেঁচে ছিল তার রহস্য আমার চেয়ে আমার স্ত্রী বেশি জানতেন।”–উৎস নির্দেশ করে উক্তিটির ব্যাখ্যা করো।


হালদারগোষ্ঠী


“হালদারগোষ্ঠী" গল্পের নামকরণ যথার্থ হয়েছে কি না আলোচনা করো।


“হালদারগোষ্ঠী” গল্পের বনোয়ারিলাল চরিত্র বিশ্লেষণ করো।


"হালদারগোষ্ঠী” গল্পের নীলকণ্ঠ সার্থকনামা আমলা—এই মত সাপেক্ষে আলোচনা করো।


'হালদারগোষ্ঠী' গল্পের কিরণ চরিত্রের পরিচয় দাও।


'হালদারগোষ্ঠী' গল্পের মধ্যে সুখদার ভূমিকা অপরিসীম–আলোচনা করো।


“হালদারগোষ্ঠী” গল্পের পরিণতিতে দেখতে পাই পিতৃশ্রাদ্ধ না করে বনোয়ারিলাল চাকরির সন্ধানে চলে গেল বনোয়ারির এই আচরণের অর্থ কী?


“কিরণ করুণকণ্ঠে যে বার বার করিয়া বলিতেছিল যে তাহারা ইহার কোনো প্রতিকার করিতে অক্ষম, সেটা বনোয়ারির বুকে শেলের মতো বিধিল।"—উৎস নির্দেশ করো। কিরণের কথাগুলি বনোয়ারির বুকে শেলের মতো বিধল কেন?


“যে মানুষ বাড়ির অথচ বাড়ির নহে, তাহার মতো ভাগ্যকর্তৃক পরিহাসিত আর কে আছে। পথের ভিক্ষুকও নহে।”—উৎস নির্দেশ করে মন্তব্যটির কারণ বর্ণনা করো।


'ক্ষুধিত পাষাণ’


'ক্ষুধিত পাষাণ’ গল্পটিকে অতিপ্রাকৃত গল্প বলা সঙ্গত কি না আলোচনা করো।


ক্ষুধিত পাষাণ গল্পকে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন গীতিধর্মী রচনা- এ সম্বন্ধে তোমার মতামত ব্যক্ত করো।


'ক্ষুধিত পাষাণ' গল্পের নামকরণ যথার্থ হয়েছে কি না আলোচনা করো।


'ক্ষুধিত পাষাণ' গল্পের মেহের আলি যেন বাস্তবের ঘণ্টা ধ্বনি-সমালোচকের এই মন্তব্যের প্রেক্ষিতে আলোচনা করো।


“এখন ইহা আমাদের মতো নির্জনবাসপীড়িত সঙ্গিনীহীন মাসুল-কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান”–উৎস নির্দেশ করো। কে এবং কেন এই কথা বলেছিল?


ল্যাবরেটরি


ল্যাবরেটরি গল্পের নামকরণ যথার্থ হয়েছে কিনা আলোচনা করো।


'ল্যাবরেটরি' গল্প অবলম্বনে নন্দকিশোর চরিত্রের পরিচয় দাও।


ল্যাবরেটরি গল্প অবলম্বনে সোহিনী চরিত্রের পরিচয় দাও।


রবীন্দ্রনাথের 'ল্যাবরেটরি' নামক গল্পটি ছোটগল্প হিসেবে সার্থক হয়েছে কিনা আলোচনা করো।


“ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে"— কার উক্তি? এ কথার অর্থ কী | “সেই করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা”—উক্তিটি কার? এ কথার তাৎপর্য কী?


রবীন্দ্রনাথের ছোটগল্প সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের কৃতিত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো এবং তার ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে উল্লেখ করো।


ডঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গল্পগুলির শ্রেণিবিন্যাস করে যে বিশ্লেষণ করেছেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।


কোন একজন সমালোচক রবীন্দ্রনাথের 'নিশীথে' গল্পটির মধ্যে মার্কিন কবি ও গল্পকার এডগার অ্যালান পো-র কোন কোন গল্পের 'ঘনিষ্ঠ ও অক্ষম' অনুকরণ লক্ষ্য করেছেন। সমালোচকের এরূপ পর্যবেক্ষণ কতদূর যুক্তিসঙ্গত আলোচনা করো।


পয়োমুখম


আমাদের অতি পরিচিত জীবনের মধ্যে যে এত জটিলতা, এত ক্রুরতা এবং শয়তানী আছে তা জগদীশ গুপ্ত নির্মোহ বাস্তবতার সঙ্গে ‘পয়োমুখম' গল্পে বর্ণনা করেছেন। গল্পটি আলোচনা করে তা দেখাও।


‘পয়োমুখম’ গল্পে কৃষ্ণকান্ত চরিত্র বিশ্লেষণ করো।


‘পয়োমুখম্' গল্পের ভূতনাথ চরিত্রটি বিশ্লেষণ করো।


'পয়োমুখম্' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


'পয়োমুখম' গল্পটির আখ্যান গ্রন্থনে ও কেন্দ্রচরিত্রচিত্রণে লেখকের নির্মোহ নিষ্ঠুর বাস্তবতাবোধের প্রকাশ ঘটেছে সন্দেহ নেই, কিন্তু গল্পটির পরিণতিতে লেখক পাঠকের প্রত্যাশারই প্রতিফলন ঘটিয়েছেন। আলোচনা করো।


“তিনি সর্বত্র দেখিতেছেন শুধু শয়তানি এবং তাঁহার এই অনুভূতি তাঁহার মধ্যে যে রস সৃষ্টি করিতেছে তাহারই ডিয়ান করিয়া তাঁহার ছোটগল্পগুলি রচনা করিতেছেন, তাই সেগুলি হইয়া উঠিতেছে, রূপে রসে অদ্বিতীয়"—গল্পকার জগদীশ গুপ্তের 'পয়োমুখম' গল্পটি প্রসঙ্গে সমালোচকদের এই মন্তব্য কতখানি প্রযোজ্য, তা বিচার করো।


"এখানো যেন সে মাটিতে আঁচল লুটাইয়া উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে”–উৎস নির্দেশ করো। কার কথা বলা হয়েছে? কেন বলা হয়েছে?


“এবার মধুসূদন তাঁহার ডাকে বিচলিত হইয়া প্রাণ রক্ষার দূত পাঠাইয়া দিলেন"—উৎস নির্দেশ করে বিষয়টি ব্যাখ্যা করো।


মেঘমল্লার


'মেঘমল্লার' গল্পের অন্তর্নিহিত ব্যঞ্জনা আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পের প্রধান চরিত্র কে? 'মেঘমল্লার গল্পের প্রদ্যুম্ন চরিত্র সম্পর্কে আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পের সুরদাস ওরফে গুণাঢ্য চরিত্র সম্পর্কে আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পের সুনন্দা চরিত্রটি আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পে প্রকৃতিচিত্র অঙ্কনে বিভূতিভূষণের কৃতিত্বের পরিচয় দাও।


'মেঘমল্লার' গল্পে দুটি স্বপ্নদৃশ্য কিভাবে গল্পের সত্য ঘটনাকে চিহ্নিত করেছে তা আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পে দেবী সরস্বতীর রূপবর্ণনা যেভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো।


'মেঘমল্লার' গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।


'মেঘমল্লার' গল্পে দেশ-কাল-সমাজ কিভাবে চিত্রায়িত হয়েছে তা আলোচনা করো।


‘চুয়াচন্দন'


'চুয়াচন্দন’ গল্পে বৃদ্ধা ঠানদি, চাঁপা, মাধব, বিষ্ণুপ্রিয়া, কাণভট্ট শিরোমণি প্রভৃতি গৌণ চরিত্রগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চুয়াচন্দন' গল্পে চুয়া চরিত্রটি সম্পর্কে যা জানো লেখো।


'চুয়াচন্দন' গল্পে চন্দনদাস চরিত্রটি বিশ্লেষণ করো | শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘চুয়াচন্দন' গল্পেচন্দনদাস চরিত্রটি গল্পে কীভাবে উপস্থাপিত হয়েছে আলোচনা করো।


‘চুয়াচন্দন' ছোটগল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।


'চুয়াচন্দন' গল্পে নদিয়া নাগর নিমাই পণ্ডিত চরিত্রটি কীভাবে গল্পের কাহিনীকে প্রভাবিত করেছে তা আলোচনা করো।


‘চুয়াচন্দন’ গল্পে নিমাই পণ্ডিতের সমসাময়িক নবদ্বীপের সমাজচিত্র যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো।


'মহানগর'


প্রেমেন্দ্র মিত্রের 'মহানগর' গল্পের পটভূমি এবং মর্মবাণীর সঙ্গে মহানগর কলকাতা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আলোচনা করো।


“প্রেমেন্দ্র মিত্র তাঁর কবিসত্তাকে সমন্বিত করে রচনা করেছেন 'মহানগর' ছোটগল্প, যার মধ্যে রয়েছে একটা লিরিক কবিতার আমেজ।”—উক্তিটির যৌক্তিকতা বিচার করো।


'মহানগর সব কিছুকে দাগী করে দেয়, সার্থকতাকেও দেয় একটু বিষিয়ে।'—লেখকের এই মন্তব্য ‘মহানগর’ গল্পের ক্ষেত্রে কতখানি প্রযোজ্য, কাহিনি ও চরিত্র অনুসরণে তা আলোচনা করে দেখাও।


'মহানগর' গল্পে রতন চরিত্রের উত্তরণের পর্যায়গুলিকে লেখক দেখিয়েছেন সতর্ক ও মনোজ্ঞ ভঙ্গিতে। – রতন-চরিত্র আলোচনা প্রসঙ্গে বক্তব্যটির যৌক্তিকতা প্রতিপন্ন করো।


“ছোটগল্পের সংক্ষিপ্ত পরিসরে লেখক চপলার যন্ত্রণাকে পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছেন।”—'মহানগর' গল্পে চপলা-চরিত্র বিশ্লেষণের মাধ্যমে মন্তব্যটির যথার্থতা বিচার করো।


প্রেমেন্দ্র মিত্রের 'মহানগর' গল্পের নামকরণ কতখানি সার্থক, আলোচনা করে দেখাও।


'মহানগরের বিশাল অরণ্যে কত মানুষ আসে কত কিছুর খোঁজে—কেউ অর্থ, কেউ যশ, কেউ উত্তেজনা, কেউ বা বিস্মৃতি।'—উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।


‘বাতাসে কথা ভেসে আসে, বিনিদ্র ভালোবাসা কান পেতে থাকে, শুনতে পায়।'—উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।


'চরণদাস এম. এল. এ.'


সতীনাথ ভাদুড়ীর 'চরণদাস এম. এল. এ.' গল্পটি ছোটগল্প হিসাবে সার্থক হয়েছে কী না আলোচনা করো।


সতীনাথ ভাদুড়ীর ‘চরণদাস এম. এল. এ.' গল্পটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো।


চরণদাস এম.এল.এ. গল্পের কেন্দ্রীয় চরিত্রের পরিচয় দাও | চরণদাস এম.এল.এ. গল্পে চরণদাস চরিত্রের পরিচয় দাও


জগদগুরু সহস্রানন্দের চরিত্র চিত্রণে যথাযথ হয়েছে কি না আলোচনা করো।


মৌলবী সাহেবের চরিত্র বিশ্লেষণ করো।


সতীনাথ ভাদুড়ীর চরণদাস এম. এল. এ. গল্পের লিপি কুশলতার পরিচয় দাও।


“বেয়াদব লোকদের বৈজ্ঞানিকভাবে মেরে শায়েস্তা করতে আমি বিশেষজ্ঞ”-ঘোষণাটি কার? এই মন্তব্যের আলোক্যে বক্তার চরিত্র বিশ্লেষণ করো।


ফসিল


'ফসিল' গল্পের মধ্যে ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষ দেখানো হলেও কাহিনীর পরিসমাপ্তিতে শোষক ও শোষিতের দ্বন্দ্বই চিত্রিত হয়েছে।”—এরূপ মন্তব্য কতদূর যথাযথ আলোচনা করে দেখাও।


'ফসিল' গল্পটির মূল বিষয়বস্তুর সঙ্গে নামকরণের সঙ্গতি রয়েছে কিনা তা বিচার করো। এতে সার্থক ছোটগল্পের বাঞ্ছিত প্রকরণটি কি অক্ষুণ্ণ থাকতে পেরেছে?


'ফসিল' গল্পে লেখকের বক্তব্য নিজের ভাষায় যুক্তি ও তথ্যসহযোগে প্রতিষ্ঠিত করো।


অঞ্জনগড়ের ল-এজেন্ট মুখার্জীর সব সংগঠনমূলক সৎপ্রচেষ্টা কিভাবে ফিউডাল বুর্জোয়া ষড়যন্ত্রে বানচাল হয়ে গেল, তা বর্ণনা করো।


'ফসিল' গল্পে মুখার্জি চরিত্রটি বিশ্লেষণ করো। এই চরিত্রটিতে কিভাবে আদর্শ-বিলাসী মধ্যবিত্ত বুদ্ধিজীবীর স্ববিরোধে দীর্ণ সত্তার ট্র্যাজেডি প্রকাশ পেয়েছে দেখাও।


“সে দেখিয়ে দেবে, রাজ্য শাসন লাঠিবাজি নয়; এও একটা আর্ট”—কার কথা এখানে বলা হয়েছে? উদ্দিষ্টের পরিকল্পনাটি ব্যক্ত করো।


‘অবতরণিকা’


'অবতরণিকা' গল্পের মধ্যে উন্মোচিত হয়েছে স্বার্থসর্বস্ব বাঙালি মধ্যবিত্তের পারিবারিক ছবি–আলোচনা করো।


নরেন্দ্রনাথ মিত্রের 'অবতরণিকা' গল্পের আরতি চরিত্রটি আত্মস্বাতন্ত্র্যে ও আত্মমর্যাদাবোধে উজ্জ্বল- আলোচনা করো।


'অবতরণিকা’ গল্পের সুব্রত চরিত্রটির মধ্যে প্রকট হয়েছে আত্মস্বার্থবোধজনিত স্ববিরোধ। গল্প অনুসরণে মন্তব্যটি ব্যাখ্যা করো।


'অবতরণিকা' গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও।


‘টোপ’


‘টোপ’ গল্পের নামকরণ তোমার মতে যথাযথ হয়েছে কিনা আলোচনা করো।


‘টোপ’ গল্পটি ছোটোগল্প হিসেবে সার্থক হয়েছে কিনা আলোচনা করো।


‘টোপ’ গল্পের রাজাবাহাদুর চরিত্রটি আলোচনা করো।


'বীরত্বের নিদর্শন নয়, রাজাসাহেবের হিংস্রতাই আলোচ্য গল্পের মূল প্রতিপাদ্য'- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'টোপ' গল্প সম্বন্ধে সমালোচকের এই মন্তব্য তুমি সমর্থন করো কি না, আলোচনা করো।


“দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান্ মহীয়ান্ অরাতিদমন মহারাজ এখনও বজায় রেখেছেন”–উৎস নির্দেশ করো। নবাবী মেজাজের কী নমুনা গল্পকথক দেখেছেন?


চোর


জ্যোতিরিন্দ্র নন্দীর 'চোর' গল্পটি সমকালীন শ্রেণিবিভক্ত সামাজিক সম্পর্কের অন্তর্গত জটিল প্রবাহটিকেই উদঘাটিত করেছে— আলোচনা করো।


'চোর' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


ছোটগল্প হিসাবে জ্যোতিরিন্দ্র নন্দীর ‘চোর’ গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো।


'মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায় নি।.....পেঁপেচারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। কেবল মদনকে না, আমাকেও ... —উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।


মতিলাল পাদরী


মতিলাল পাদরীর চরিত্র বিশ্লেষণ করো।


'মতিলাল পাদরী' গল্পটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো।


মতিলাল পাদরী ছোটোগল্প হিসেবে সার্থক হয়েছে কিনা আলোচনা করো।


কমলকুমারের ভাষা ও রচনাশৈলী স্বতন্ত্র স্বাদের আলোচনা করো।


“আর একজনের কথা তাঁর মনে হয়, যিনি নিজের অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন।”—উৎস নির্দেশ করো। কার কথা এখানে বলা হয়েছে? আলোচ্য গল্পে তাঁর প্রসঙ্গ ওঠার কারণ কী?


'অন্তঃসলিলা'


সাবিত্রী রায়ের 'অন্তঃসলিলা' গল্পটিতে আসলে পুরুষতান্ত্রিক সমাজের নারীপীড়নের একটি রূপকেই তুলে ধরা হয়েছে আলোচনা করো।


সাবিত্রী রায়ের 'অন্তঃসলিলা' গল্পটির নামকরণ কতদূর সার্থক হয়েছে বিচার করো।


সাবিত্রী রায়ের 'অন্তঃসলিলা' গল্প অনুসরণে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো | 'অন্তঃসলিলা' গল্পের প্রধান চরিত্র কোনটি? চরিত্রটি বিশ্লেষণ করো


'অন্তঃসলিলা' গল্পটির মধ্যে লেখিকা অসামান্য দক্ষতায় অঙ্কন করেছেন অনেকগুলি গৌণ চরিত্রও—মন্তব্যের আলোয় ‘অন্তঃসলিলা' গল্পের গৌণচরিত্রগুলি সৃষ্টিতে সাবিত্রী রায়ের নৈপুণ্য বুঝিয়ে দাও।


'অন্তঃসলিলা' গল্পটির ছোটোগল্প হিসাবে সার্থকতা বিচার করো।


'আদাব'


সমরেশ বসুর 'আদাব' গল্পটির নামকরণ কতখানি সার্থক, আলোচনা করে দেখা।


সমরেশ বসুর 'আদাব' গল্পে সাম্প্রদায়িকতার বিষবাষ্প কীভাবে সাধারণ মানুষের জীবনে গভীর সংকট ঘনিয়ে তুলেছে, কাহিনী ও চরিত্র অনুসরণে তা বিশ্লেষণ করে দেখাও।


'আদাব' গল্পে ব্যক্তিমানুষের জীবনে বাসনা আর বাস্তবের নিষ্ঠুর বৈপরীত্যের মধ্য দিয়ে কীভাবে মর্মান্তিক ট্র্যাজেডি নেমে এসেছে, মাঝি-চরিত্র অনুসরণে তা বুঝিয়ে দাও।


'আদাব' গল্পে 'নির্দয় জীবনবিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন।'—সমালোচকের এই উক্তির যথার্থতা নিরূপণ করো।


'আদাব' গল্পে বর্ণিত সুতা-মজুর চরিত্রটি বিশ্লেষণ করো।


'আদাব' গল্পে মাঝি ও সুতা-মজুর চরিত্র দুটি চিত্রণের মধ্য দিয়ে লেখকের দাঙ্গাবিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ মনোভাবটি উজ্জ্বলরূপে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তোমার যুক্তিপূর্ণ অভিমত জানাও।


'এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে।'—কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।


এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে? কী অভিশপ্ত জাত!'—ব্যাখ্যা করো।


'অশ্বমেধের ঘোড়া'


'অশ্বমেধের ঘোড়া' গল্পটির নামকরণ সার্থক হয়েছিল কিনা আলোচনা করো।


'অশ্বমেধের ঘোড়া' গল্পের লিপিকুশলতা বর্ণনা করো।


“দীপেন বন্দ্যোপাধ্যায়ের 'অশ্বমেধের ঘোড়া' গল্পটির মধ্যে যুগযন্ত্রণা প্রতিবিম্বিত হয়েছে"—সমালোচকের এই মত সাপেক্ষ আলোচনা করো।


"আচ্ছা, সেই পাগলটা এবার কোথায় দাঁড়িয়ে বক্তৃতা করবে?”—প্রশ্নটি কার? কোন পাগলের কথা এখানে বলা হয়েছে? 'পাগল' বলে এখানে কাকে চিহ্নিত করা হয়েছে?


'এখন প্রেম'


'এখন প্রেম' গল্পে ধরা পড়েছে একটি রক্তাক্ত যুগের ভয়ার্ত যন্ত্রণাকাতর মুখচ্ছবি আলোচনা করো।


'এখন প্রেম' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।


'এখন প্রেম' গল্পে সীতেশ চরিত্রটির মধ্যবিত্ত স্বরূপ ও নবজীবনের মাধুর্যময় স্বপ্ন প্রত্যাশাটি কীভাবে রূপ পেয়েছে বুঝিয়ে দাও।


'এখন প্রেম' গল্পে কৃষ্ণা চরিত্রটিকে বিশ্লেষণ করে দেখাও।


'এখন প্রেম' গল্পে কৃষ্ণার মায়ের চরিত্রটি সংক্ষিপ্ত এবং অপ্রধান হলেও চরিত্রসৃজন হিসাবে এবং মনস্তত্ত্বরূপায়ণের দিক থেকে অসাধারণ আলোচনা করো।


'স্টীলের চঞ্চু'


'স্টীলের চঞ্চু' গল্পের নামকরণ যথার্থ হয়েছে কি না আলোচনা কর।


'স্টীলের চঞ্চু' গল্পটি ছোটোগল্প হিসেবে সার্থক হয়েছে কি না আলোচনা কর।


'স্টীলের চঞ্চু' গল্পের ভূপতি চরিত্রের আলোচনা কর।


'স্টীলের চঞ্চু' গল্পের রুনু চরিত্রের আলোচনা কর।


সমালোচকের মতে, স্টীলের চঞ্চু গল্পের মধ্যে দিয়ে গল্পকার বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি বিদ্রূপ করেছেন। এ প্রসঙ্গে তোমার মত কী?


'দাহ'


'দাহ' গল্পের বিষয়বস্তু অনুসরণে গল্পটির নামকরণ | 'দাহ' গল্পের মধ্যে কার বা কীসের দাহ দেখানো হয়েছে গল্প অনুসরণে বুঝিয়ে দাও।


'দাহ' গল্পের ফতিমা চরিত্রটিই ধারণ করে আছে তৎকালীন ইতিহাস ও ভারতাত্মার মর্মবাণী- মন্তব্যটি ব্যাখ্যা করো।


'দাহ' গল্পের রাজনৈতিক পটভূমিটি গল্পে কতটা সার্থকভাবে রূপায়িত হয়েছে ব্যাখ্যা করো।



পুতুল নাচের ইতিকথা


'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের বিষয়বস্তু।


'পুতুল নাচের ইতিকথা' নামক উপন্যাসের নামকরণ আলোচনা করো।


‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে শক্তিহীন পুতুলদের নাচ আলোচনা করো।


পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের সেনদিদি চরিত্র।


পুতুল নাচের ইতিকথা—গ্রামীণ জীবন চিত্র আলোচনা করো।


পুতুলনাচের ইতিকথায় গ্রাম ও নগরের দ্বন্দ্ব আলোচনা করো।


পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মৃত্যুর ভূমিকা | শশী কি মৃত্যুর দ্রুত? উপন্যাসে মৃত্যু ভাবনা আলোচনা করো।


‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে গঠন বৈশিষ্ট্য আলোচনা করো।


‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে শশী চরিত্রের দ্বন্দ্ব জটিলতা ব্যাখ্যা করো।


পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের ঘটনা প্রবাহ নিয়ন্ত্রণে কুসুম চরিত্রের গুরুত্ব নিরূপণ করো।


“বর্ণোজ্জ্বল ঘটনা বর্ণনা নয়, মানুষের মনের ঘটনার প্রতিক্রিয়া সন্ধানই ‘পুতুল নাচের ইতিকথা'র বিশেষত্ব”—আলোচনা করো।


“মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' মানস সেতু ভঙ্গের উপন্যাস। (Break of Communication) " ব্যাখ্যা করো।


‘পুতুল নাচের ইতিকথা’য় নিয়তি ও মৃত্যুর ভূমিকা ব্যাখ্যা করো।


"পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের জীবন্ত ও বাস্তবানুগ এক চরিত্র হল গোপাল দাস।"-পর্যালোচনা করো।



অরণ্যের অধিকার


সালী চরিত্রটি বিশ্লেষণ করো।


স্বাধিকারবোধ ও বিপ্লবের আর এক নাম ধানী মুন্ডা—চরিত্রটির বিশ্লেষণ করে তোমার অভিমত দাও।


‘ব্যারিস্টার জেকব চরিত্রটি বিশ্লেষণ করো।


অমূল্য চরিত্রটি বিশ্লেষণ করো।


বীরসার বিদ্রোহ গণবিদ্রোহ।


বিদ্রোহের শেষ নেই।


বীরসা মুণ্ডার চরিত্রটি বিশ্লেষণ করো | বীরসা মুণ্ডার চরিত্র কতটা সংগতিপূর্ণ হয়েছে আলোচনা করো।


অরণ্যের অধিকার উপন্যাসের ঐতিহাসিক বিচার করো।


অরণ্যের অধিকার উপন্যাসের আঞ্চলিকতা।


'অরণ্যের অধিকার' উপন্যাসের উপসংহার অংশের গুরুত্ব বিশ্লেষণ করো।


'অরণ্যের অধিকার' উপন্যাসের নামকরণ কতখানি সার্থক তা লেখো।


“ফ্লাশ ব্যাক পদ্ধতির প্রয়োগে উপসংহার অংশের সংযোজনায় ও এপিসোডধর্মী নির্মাণ কৌশলে অরণ্যের অধিকার উপন্যাসটি হয়ে উঠেছে ভিন্ন স্বাদের ভিন্ন গোত্রের"-আলোচনা করো।


‘অরণ্যের অধিকার' উপন্যাস অনুসরণে সংগীতের প্রয়োজনীয়তা কী?


বাংলা কথাসাহিত্যের ধারায় রবীন্দ্রনাথের ছোটোগল্পগুলির স্থান নির্ণয় করো। প্রসঙ্গত উপন্যাস এবং ছোটোগল্পের রূপরীতি তথা জীবনদৃষ্টির পার্থক্যটি বুঝিয়ে দাও।


রবীন্দ্রনাথের ছোটোগল্পে মানুষ ও প্রকৃতি মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। গল্পগুচ্ছের প্রথম খণ্ডের সাহায্যে এই মতামতের সার্থকতা প্রতিপাদন করো। প্রসঙ্গত কবির ছোটোগল্পে গীতিধর্ম কীরূপ প্রাধান্য পেয়েছে বুঝিয়ে দাও।


গল্পগুচ্ছের কোন্ গল্পগুলিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো বুঝিয়ে দাও।


রবীন্দ্রনাথের ছোটোগল্পের প্রধান প্রধান বৈশিষ্ট্যের পরিচয় দাও। কোন ধরনের গল্প রচনায় কবির বিশেষ প্রবণতা এবং সাফল্য তা-ও নির্দেশ করো।


রবীন্দ্রনাথের কয়েকটি ছোটোগল্প অবলম্বনে প্রকৃতি প্রীতির পরিচয় দাও।


গল্পগুচ্ছে নারী মনস্তত্ত্ব আলোচনা করো।



নিশীথে


রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত রসের গল্পগুলিতে কোনও ঘটনার মধ্য দিয়ে ভৌতিক অনুভূতি আসেনি। মনোবিকারই বাস্তব বিভ্রম ঘটিয়াছে।” 'নিশীথে', গল্পটি বিশ্লেষণ করে উক্ত মন্তব্যের যৌক্তিকতা বিচার করো।


'নিশীথে' গল্পটির নামকরণ কতদূর সার্থকতা অর্জন করেছে তা যুক্তিসহ বিশ্লেষণ করো।


‘একরাত্রি' গল্পের ভিন্ন ভিন্ন মুহূর্তগুলি পাঠককে সামগ্রিকভাবে অনুভূতিময় সংহত বিষাদঘন উপলব্ধির দিকে নিয়ে গিয়েছে। গল্পটি অবলম্বনে এই মতের সমর্থনে তোমার যুক্তিপূর্ণ মতামত দাও।


‘একরাত্রি’ গল্পের রস পরিমাণ এক আত্মিক, সার্থকতা ও আনন্দানুভূতিতে অভিব্যক্ত—গল্পটি অবলম্বনে এ বিষয়ে তোমার যুক্তিপূর্ণ অভিমত দাও।


‘একরাত্রি' গল্পের জীবন ও প্রকৃতি এক আশ্চর্য মেলবন্ধনে গ্রথিত হয়ে জীবনকে এক অসাধারণ পূর্ণতায় ভরিয়ে দিয়েছে। গল্পটির গঠন বিন্যাস বিশ্লেষণ করে বিষয়টি সম্পর্কে আলোচনা করো।


‘একরাত্রি’ গল্পের কথকই নায়ক, এই নাম না দেওয়ার মধ্যে রবীন্দ্রনাথের বিশেষ কোন্ ভাবনা প্রকাশিত হয়েছে? এই গল্পে ব্যবহৃত প্রকৃতির ছবিগুলির কোনো প্রয়োজন আছে কি? বিশ্লেষণ করো।


“গল্পের নামকরণ ব্যঞ্জনাধর্মী। পরিণাম রোমান্টিক, কিন্তু গল্পের কথা শরীরে বাস্তব জীবনবোধের অভাব নেই"। 'একরাত্রি' গল্প অবলম্বনে আলোচনা করো।


রবীন্দ্রনাথের ‘একরাত্রি গল্পটিকে লিরিকধর্মী গল্প হিসাবে গ্রহণ করা যায় কিনা আলোচনা করো।


একরাত্রির গল্পের রবীন্দ্রনাথের নিজস্ব প্রেমভাবনা কীভাবে রূপায়িত হয়েছে, তা আলোচনা করে দেখাও।


একরাত্রি গল্পের নায়কের জীবনে ‘একরাত্রি' কীভাবে অনন্ত রাত্রির ব্যঞ্ছনা নিয়ে এসেছে তা আলোচনা করো।


একরাত্রি গল্পের হতাশাব্যঞ্জক পরিণতির জন্য নায়কের ভীরুতা ও নিষ্ক্রিয়তাই কি দায়ী বলে তুমি মনে করো?


“আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রিই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।"—এই মন্তব্যের সার্থকতা গল্পটির ঘটনা ধারা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও।


‘একরাত্রি' গল্পের নামকরণের সার্থকতা নিরূপণ করে এর রসপরিণাম কতখানি যুক্তি সঙ্গত আলোচনা করো।


'অতিথি' গল্পের একদিকে রয়েছে সুখ দুঃখ হাসি কলহে ভরা বাস্তব জীবন এবং অন্যদিকে উন্মুক্ত প্রকৃতির নিরন্তর হাতছানি—দুইয়ের দ্বৈততানে গল্পটি তাই শ্রেষ্ঠত্বের সীমা স্পর্শ করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো।


“মনকে টানছে মানুষের দিকে বাইরের বড়ো রাস্তায়”-রবীন্দ্র মননের এই বিশেষত্বটি ‘অতিথি’ গল্পের তারাপদ চরিত্রে কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো।


‘অতিথি’ গল্পটি বিষণ্নতার টানটান সুরে বাঁধা। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন' ছিন্ন করে তারাপদ আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর দিকে চলে গেল—এই ভাবনার আলোকে গল্পের নামকরণের যথার্থ সম্পর্কে আলোচনা করো।


‘অতিথি গল্পের গঠনে প্রকৃতির ভূমিকার গুরুত্ব নির্ণয় করো।


'অতিথি' গল্পে 'তারাপদ’ এক অনন্য সৃষ্টি— বিশেষ তথ্য সহযোগে বিশ্লেষণ করো।


অতিথি গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও।


“গল্পগুচ্ছের অনেক গল্পে প্রকৃতি মানবের বেদনা ও মুক্তি আকাঙ্ক্ষার উৎস মুখ খুলে দিয়েছে।”—'সুভা' গল্প বিশ্লেষণে উক্তিটির সার্থকতা নির্ণয় করো।


“এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল।" কার স্বামীর কথা বলা হয়েছে? ভাষা বিশিষ্ট কন্যা বলতে কী বোঝান হয়েছে? গল্পটিতে যার স্বামীর কথা বলা হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে আলোকপাত করো।


পয়লা নম্বর গল্পে প্রতিবাদী নারী চরিত্রে যে স্বরূপ রবীন্দ্রনাথ তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো।


‘পয়লা নম্বর’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো | ‘পয়লা নম্বর' গল্পের বিশেষত্ব কী, পর্যালোচনা করো।


হালদার গোষ্ঠী গল্পের নামকরণের সার্থকতা লেখো।


হালদার গোষ্ঠীর গঠনশৈলী বিচার করো।


বনোয়ারি লাল চরিত্রের সার্থকতা বিচার করো।


কিরণলেখা চরিত্রের সার্থকতা লেখো।


মনোহরলালের চরিত্রের সার্থকতা লেখো।


নীলকণ্ঠ চরিত্রের সার্থকতা লেখো।


নিয়তির অমোঘ নিয়মে 'হালদার গোষ্ঠী'তে যে বিচ্ছিন্নতার কালো মেঘ ঘনীভূত হয়েছিল, তা নিজের ভাষায় বর্ণনা করো।


ক্ষুধিত পাষাণ অতিপ্রাকৃত না মনস্তাত্ত্বিক আলোচনা করো।


'ক্ষুধিত পাষাণ’ গল্পে গল্প কথকের মুখ দিয়ে যে অতিপ্রাকৃতের চিত্র বর্ণিত হয়েছে, তা উদ্ধৃতি সহযোগে আলোচনা করো।


ল্যাবরেটরি গল্পের নামকরণ কতটা যথোপযুক্ত লেখো।


মনস্তত্ত্ব প্রধান ছোটগল্প হিসেবে 'ল্যাবরেটরি' কতটা সার্থক হয়ে উঠেছে সে বিষয়ে আলোচনা করো।


'সোহিনী মানুষটা কীরকম, তার মনের জোর, তার লয়ালটি, এই হল আসলে বড়ো কথা—তার দেহের কাহিনি তার কাছে তুচ্ছ। রবীন্দ্রনাথের এই উত্তর পরিপ্রেক্ষিতে সোহিনী চরিত্রটি বিচার করো।


তিনসঙ্গীর গল্পের মধ্যে রবীন্দ্রনাথের আধুনিকতার প্রতিমূর্তি ‘ল্যাবরেটির’ গল্পের পরিচয় দাও | ‘ল্যাবরেটরি' গল্প অবলম্বনে সমালোচকের গ্রহণযোগ্যতা বিচার করো।


আমাদের অতি পরিচিত জীবনের মধ্যে যে এত জটিলতা, এত ক্রুরতা এবং শয়তানি আছে তা জগদীশ গুপ্ত নির্মোহ বাস্তবতার সঙ্গে ‘পয়োমুখম' গল্পে বর্ণনা করেছেন। গল্পটি আলোচনা করে তা দেখাও।


'পয়োমুখম' গল্পের কৃষ্ণকান্ত চরিত্রটি বিশ্লেষণ করো।


‘পয়োমুখম্' গল্পের ভূতনাথ চরিত্রটির বিশ্লেষণ করো।


‘পয়োমুখম্' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


“পয়োমুখম্’ গল্পটির অ্যাখ্যান গ্রন্থনে ও কেন্দ্রচরিত্র চিত্রণে লেখকের নির্মোহ নিষ্ঠুর বাস্তববোধের প্রকাশ ঘটেছে।”—মন্তব্যটির যথার্থতা বিচার করো।


অতীতের প্রেক্ষাপটে রচিত 'চুয়াচন্দ্দন' গল্পে যে মনোজ্ঞ প্রেম কাহিনিটি বিধৃত হয়েছে- তা নিজের ভাষায় ব্যক্ত করো।


প্রেমেন্দ্র মিত্রের ছোটোগল্পের পুরুষের কাপুরুষ স্বভাব মহানগর অবলম্বনে আলোচনা করো।


প্রেমেন্দ্র মিত্রের 'মহানগর' গল্প অবলম্বনে মধ্যবিত্তের জীবনে মহানগরের যে রূঢ় চিত্র প্রতিফলিত হয়েছে তা সুন্দরভাবে ব্যাখ্যা করো।


সতীনাথ ভাদুড়ীর চরণদাস এম. এল. এ. গল্পে সাম্প্রতিককালের যে রাজনীতি ও রাজনীতিবিদদের নিন্দনীয় স্বরূপ উদঘাটিত হয়েছে তা আলোচনা করো।


“ফসিল’ গল্পের মধ্যে সহিষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষে দেখানো হলেও কাহিনির পরিসমাপ্তিতে শোষক ও শোষিতের দ্বন্দ্বই চিত্রিত হয়েছে।”—এরূপ মন্তব্য কতদূর যথাযথ আলোচনা করে দেখাও।


'ফসিল' গল্পে লেখকের বক্তব্য নিজের ভাষায় যুক্তি ও তথ্যসহযোগে প্রতিষ্ঠিত করো।


অঞ্জনগড়ের ল-এজেন্ট মুখার্জির সব সংগঠনমূলক সংপ্রচেষ্টা কীভাবে ফিউডাল-বুর্জোয়া ষড়যন্ত্রে বানচাল হয়ে গেল, তা বর্ণনা করো।


ফসিল গল্পের বিষয়বস্তুর সঙ্গে নামকরণের সামঞ্জস্য আছে কিনা আলোচনা করো।


ফসিল গল্পটি সমাপ্তিতে পৌঁছে আর বিশেষ কোনো স্থান কালের সীমায় আবদ্ধ থাকে না, হয়ে ওঠে মানবসভ্যতার ইতিহাসের প্রতিভূ-আলোচনা করো।


ফসিল গল্পের মধ্যে ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘাত দেখানো হলেও কাহিনির পরিসমাপ্তিতে শোষক শোষিতের দ্বন্দ্বই চিত্রিত—এরূপ মন্তব্য কতদূর যথাযথ।


আদর্শবাদ ও বাস্তবের সংঘাতে আদর্শবাদের অপমৃত্যু ঘটেছে মুখার্জি চরিত্রে ফলে জন্ম নিয়েছে অন্যায়ের সঙ্গে আপোষকামী এক সম্প্রদায়ের আলোচনা করো।


ফসিল গল্পের বিষয়বস্তু এবং রচনারীতি বাংলাসাহিত্যে অভিনব— এই অভিনবত্বের পরিচয় দাও।


ছোটোগল্প হিসাবে ‘ফসিল' এর অভিনবত্ব বিচার করো।


"ফসিল” গল্পে মি. মুখার্জী এক বিধ্বস্ত মানবাত্মা-আলোচনা করো।


সুবোধ ঘোষের “ফসিল” গল্পে আদিবাসী জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো।


“দেশীয় রাজ্যের শাসনতন্ত্র ও জীবনযাত্রার এক আশ্চর্য উজ্জ্বল ও তথ্যবহুল চিত্র”—“ফসিল” গল্প প্রসঙ্গে এই মন্তব্যের সত্যতা লেখকের পরিবেশ রচনার কৃতিত্ব অবলম্বনে লেখো।


ফসিল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।


'অবতরণিকা' গল্পে নারী স্বাধীনতার যে মৃদুস্বর ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করো।


নারায়ণ গঙ্গোপাধ্যায়ের-এর 'টোপ' গল্পটি আলোচনা করো।


'টোপ'-এর রাজাবাহাদুর এর মধ্যে অমানবিক নিষ্ঠুর রাজতান্ত্রিক রূপ দেখি আলোচনা করো।


'টৌপ' মূল বক্তব্য আলোচনা করো | 'টোপ' সম্বন্ধে লেখক "এক আরণ্যক ইতিহাস, এক বিচিত্র শিকার কাহিনী” বললেও এর তাৎপর্য বহুদূর বিস্তৃত।


চোর গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।


'মতিলাল পাদরি' গল্পে মতিলালের মধ্যে যে সার্থক মানবতার স্ফূরণ ঘটেছে তা সংক্ষেপে আলোচনা করো।


সাবিত্রী রায়ের 'অন্তঃসলিলা' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।


“আদাব” গল্পে দুজন মানুষের মধ্যে মাঝির চরিত্রই সবচেয়ে বেশি প্রাণবন্ত— আলোচনা করো।


মানবিক নির্মিতির প্রধান উপজীব্য সময়—“আদাব” গল্পে সময়ের বিচিত্র চলচ্ছবি তুলে ধরো।


সাম্প্রদায়িক দাঙ্গা নয়, সম্প্রীতিরই ছবি “আদাব” গল্পের নামকরণকে সার্থক করেছে–আলোচনা করো।


"অশ্বমেধের ঘোড়া নামক গল্পে সমাজের যে অবক্ষয়ী মনোভাব স্পষ্ট হয়ে বিশেষ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো।


'এখন প্রেম' গল্পে লেখক একটা বিশেষ সময়ের প্রতি যে ইঙ্গিতবহ অভিমত পোষণ করেছেন তা নিজের ভাষায় লেখো।


'স্টিলের চঞ্চু’ গল্পে পিতা-পুত্রের চিন্তাধারার মধ্যে যেভাবে প্রচণ্ড আধুনিক জীবন যন্ত্রণা সুপরিস্ফুট তা অতি সহজভাবে ব্যাখ্যা দাও।


'দাহ' গল্পে লেখকের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্জিত রাজনৈতিক ক্রুরতা প্রকাশ পেয়েছে- তা আলোচনা করো।


জীবনানন্দ দাশের প্রেমচেতনার কবিতার ধারায় ‘সুচেতনা' কবিতাটির স্থান নির্ণয় করো।


'সুচেতনা' কবিতাটি ইতিহাস চেতনার কবিতা হিসাবে কতখানি সার্থক হয়ে উঠেছে—আলোচনা করো।


সময়চেতনার ধারায় জীবনানন্দের সুচেতনা কবিতাটি কতখানি প্রাসঙ্গিক আলোচনা করো।


সুচেতনা কবিতাটির নামকরণে কবির কোন্ মানসিকতার পরিচয় পাওয়া যায়— আলোচনা করো।


সুচেতনা কবিতায় নাগরিক 'মনস্কতার মৌল লক্ষণগুলি কীভাবে ফুটিয়ে তুলেছেন কবি | নগরজীবনের এই চিত্র কবিতাটিকে কোন বোধের স্তরে পৌঁছে দিয়েছে আলোচনা করো।


“এই পথে আলো জ্বেলে—এপথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে।”—‘সুচেতনা’ কবিতা অবলম্বনে কবির এই বিশ্বাসের পরিচয় দাও।


সমসাময়িক সভ্যতার সঙ্কট কবিপ্রাণে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল 'রবীন্দ্রনাথের প্রতি' কবিতা অবলম্বনে তার পরিচয় দাও।


রবীন্দ্রবিরোধী কবি হয়েও বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি যে অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের সেতুবন্ধন ঘটিয়েছেন 'রবীন্দ্রনাথের প্রতি' কবিতা অবলম্বনে তার পরিচয় দাও।


সনেটধর্মী কবিতা হিসাবে 'রবীন্দ্রনাথের প্রতি' কবিতাটি কতখানি যথার্থ হয়েছে আলোচনা করো।


বুদ্ধদেব বসুর 'রবীন্দ্রনাথের প্রতি' কবিতাটির নামকরণ কতখানি প্রাসঙ্গিক ও যথাযথ হয়েছে তার পরিচয় দাও।


রবীন্দ্র অনুষঙ্গ বিষ্ণু দে-র দামিনী কবিতায় কীভাবে প্রভাব ফেলেছে তার পরিচয় দাও।


রবীন্দ্রবিরোধী কবি হয়েও বিষ্ণু দে রবীন্দ্র জীবনাদর্শের আত্মীকরণের মাধ্যমেই খুঁজে পেয়েছিলেন তাঁর দ্বান্দ্বিক জীবন দৃষ্টির সমর্থন—‘দামিনী' কবিতাটির রসবস্তু বিশ্লেষণ করে এই মন্তব্যের যথার্থতা প্রমাণ করো।


বিষ্ণু দে-র ‘দামিনী' কবিতাটিতে চিত্রকল্পের ব্যবহার কতখানি যথাযথ ও প্রাসঙ্গিক হয়েছে আলোচনা করো।


বিষ্ণু দে-র ‘দামিনী' কবিতাটির নামকরণ কতখানি প্রাসঙ্গিক? প্রতীকায়নের কোনো চিন্তা কবিতাটির নামকরণে রয়েছে কি? আলোচনা করো।


সুভাষ মুখোপাধ্যায়ের ‘বধূ' কবিতাটি নিছক ব্যাঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির প্রকাশ নয়, নাগরিক জটিলতা অবক্ষয়িত মূল্যবোধের প্রতীকী বিন্যাস—মন্তব্যটি আলোচনা করো।


সুভাষ মুখোপাধ্যায়ের 'বধূ' কবিতাটিতে শব্দ ও চিত্রকল্পের বিন্যাস কতখানি যথাযথ হয়েছে তার পরিচয় দাও।


সুভাষ মুখোপাধ্যায়ের 'বধূ' কবিতাটিতে গ্রাম-শহরের যে দ্বান্দ্বিক প্রেক্ষাপটটি রয়েছে, তার পরিচয় দাও।


সুকান্ত ভট্টাচার্যের 'বোধন' কবিতায় সমাজ বাস্তবতা কতখানি প্রতিফলিত হয়েছে তার পরিচয় দাও।


সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতায় মন্বন্তরের চিত্র এবং তার প্রতিরোধ সংকল্প কতখানি বাস্তবায়িত হয়ে উঠেছে তার পরিচয় দাও।


গণজাগরণের কবিতা হিসাবে সুকান্ত ভট্টাচার্যের ‘বোধন' কবিতাটি কতখানি সার্থক হয়ে উঠেছে তার ব্যাখ্যা দাও।


'বাবরের প্রার্থনা' কবিতায় ইতিহাস চেতনার যথার্থতা নির্ণয় করো। কবির কোন মানসিকতার এখানে ঘটেছে তার পরিচয় দাও।


'বাবরের প্রার্থনা' কবিতাটির নেপথ্যে সমকালীন অস্থির সময়ে প্রবল পালাবদল কতখানি ক্রিয়াশীল ব্যাখ্যা করো।


'যেতে পারি কিন্তু কেন যাব' কবিতাটিতে কবি শক্তি চট্টোপাধ্যায় আত্মবীক্ষণের পর্যায় থেকে জীবনের ইতিকথাতে পৌঁছে গেছেন—ব্যাখ্যা করো।


অমিতাভ দাশগুপ্তের ‘আমার নাম ভারতবর্ষ' কবিতায় প্রতিবাদী সংগ্রামের কণ্ঠস্বর ও সেই সংগ্রামের প্রতি একনিষ্ঠ সহমর্মিতা ক্রিয়াশীল আলোচনা করো।


জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়' কবিতাটি আসলে একটি প্রেমবঞ্চিতা নারীর করুণ কথার কাব্যরূপ। অনিঃশেষ প্রেমের আর্তি কবিতাটিতে কীভাবে অবয়বিত হয়েছে তার পরিচয় দাও।


মহাদেবী বর্মার ‘নিভে যাওয়া দীপগুলি আজ জ্বালিয়ে যাব’ কবিতাটির মর্মকথা বিশ্লেষণ করে কবির ছায়াবাদ বা রহস্যবাদী চেতনা কীভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও।


'নিভে যাওয়া দীপগুলি আজ জ্বালিয়ে যাব' কবিতাটির মধ্যে রবীন্দ্রপ্রভাব কতখানি কাজ করেছে আলোচনা করো।


রবীন্দ্রনাথের ‘সুভা' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।


ছোটোগল্পরূপে রবীন্দ্রনাথের ‘অতিথি’ গল্পটির সার্থকতা বিচার করো।


'একরাত্রি' গল্পে গীতিপ্রাণতা বা লিরিকধর্ম কতটা প্রকাশিত আলোচনা করো।


ছোটোগল্প হিসাবে রবীন্দ্রনাথের ‘নিশীথে' গল্পটির সার্থকতা বিচার করো।


'পয়লানম্বর' গল্পটি ছোটোগল্প হিসাবে কতটা সার্থক আলোচনা করো।


পয়লানম্বর’ গল্পটি অধ্যায়নরত কাণ্ডজ্ঞানহীন এক ব্যক্তি ও তাঁর অনাদৃত তরুণী পত্নীর কাহিনি—আলোচনা করো।


‘পয়োমুখম্' ছোটোগল্পটিতে ‘মানবমনের অন্ধকারে সংগোপিত অশুভ প্রবৃত্তির রূপায়ণই শুধু নেই, শেষে মানবমনের প্রতিবাদী শুভবুদ্ধির আলোক বিকিরণটুকুও রয়েছে।”—মন্তব্যটি বিশ্লেষণ করো।


অনার্স বাংলা প্রথম পত্রের সব প্রশ্ন উত্তর