'ছাতির বদলে হাতি' গল্পে মনমােহন মহাজনের চরিত্রবৈশিষ্ট্য আলােচনা করাে।

শুরুর কথা: সুভাষ মুখােধ্যায়ের 'ছাতির বদলে হাতি' গল্পে মনমােহন মহাজন চরিত্রটির উপস্থাপন ঘটেছে মহাজনি শােষণের প্রতীক হিসেবে। আলােচ্য গল্পে চরিত্রটির যে বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় তা হল-


আপাত বিনয় : বৃষ্টিতে আটকে পড়া চেংমানকে যেভাবে মনমােহন নতুন ছাতা দিয়েছে এবং দাম নিয়ে ভাবতে নিষেধ করেছে, কিংবা পরে দাম মেটানাের সুযােগ দিয়েছে, তা তার আপাত বিনয় এবং উদারতার নিদর্শন।


শঠতা : বিনয় কিংবা উদারতা মনমােহনের স্বভাবগত বৈশিষ্ট্য ছিল না। এগুলি ছিল তার দুরভিসন্ধির ভান। তাই চেংমান পরে বারবার বললেও মনমােহন ছাতার দাম নিতে চায়নি এবং যখন চেংমান ছাতার কথা ভুলে গিয়েছে তখনই সুদসমেত ছাতার এমন দাম দাবি করেছে যা একটি হাতির দামের সমান।


হৃদয়হীনতা : মনমােহন মহাজন তার শঠতার দ্বারা শােষণের যে ফাদ তৈরি করেছে চেংমানকে তার শিকার হতে হয়েছে। বছরের পর বছর দাম না নিয়ে সে চক্রবৃদ্ধিহারে সুদ বাড়ার সুযােগ তৈরি করেছে। শেষে ছাতার দাম বাবদ মনমােহন হাজার টাকা দাবি করেছে, যা চেংমানের মত দরিদ্র গারাে চাষিকে নিঃস্ব করার জন্য যথেষ্ট।


উপসংহার : সব মিলিয়েই মনমােহন মহাজন একটি চূড়ান্ত নেতিবাচক চরিত্র এবং মহাজনি শােষণের জীবন্ত প্রতীক।


ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন।—শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখাে। 


ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মােনা ঠাকুর।—মােনা ঠাকুর কলকাতায় গিয়েছিল কেন? সে কলকাতার কোন্ গল্প বলেছিল? 

অথবা, মােনা ঠাকুর বর্ণিত কলের কলকাতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 


কলকাতা থেকে মােনা ঠাকুররা তাড়াতাড়ি কেন ফিরে এসেছিল, তা কলের কলকাতা রচনার অন্তর্গত মােনা ঠাকুরের ভাষ্য অবলম্বন করে লেখাে। 


কলকাতায় আসার পর কলের কলকাতা রচনার লেখক সুভাষ মুখােপাধ্যায়ের কলকাতা একেবারেই ভালাে লাগেনি কেন? 


কলকাতায় এসে লেখক সুভাষ মুখােপাধ্যায়রা যে পাড়ার ভাড়াবাড়িতে প্রথম এসে উঠেছিলেন, কলের কলকাতা রচনা অবলম্বন করে সেই পাড়াটির বর্ণনা দাও। 


খালি মাঠে সব সময় ভিড়।—কলের কলকাতা রচনার লেখক খালি মাঠের ভিড়ে যেসব দৃশ্য দেখেছিলেন, তার বর্ণনা দাও। 


হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা।—কলকাতার খেপে ওঠা বলতে কী বােঝানাে হয়েছে? কলকাতার খেপে ওঠা-র ফল কী হয়েছিল?


তবু ভালাে এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা। -এই রাস্তার বিবরণ দাও। 


পুলিশকে মােটে কেয়ার করে না হে!—কে কেয়ার করে না? কোন্ প্রসঙ্গে এই উক্তি? 


ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল। -এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? লেখকের অভিজ্ঞতার বর্ণনা দাও। 

অথবা, ইংরেজদের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল। -লেখকের জেলখানায় ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও। 


কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখােপাধ্যায় তিন মাস অসুখে অচেতন থাকার পর সেরে উঠে কলকাতার কোন্ পরিবর্তন দেখেছিলেন? 


কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখােপাধ্যায়দের ভাড়াবাড়িতে আসা সরকারি উকিলের কথাগুলি বর্ণনা করে তার সম্বন্ধে লেখকের মূল্যায়ন পর্যালােচনা করাে।