“খালি মাঠে সব সময় ভিড়।”—কলের কলকাতা রচনার লেখক খালি মাঠের ভিড়ে যেসব দৃশ্য দেখেছিলেন, তার বর্ণনা দাও।

খালি মাঠের ভিড়ের দৃশ্যের বর্ণনা: সুভাষ মুখােপাধ্যায়ের 'কলের কলকাতা'-য় আমরা দেখি যে, একসময় বউবাজার থেকে এসপ্ল্যানেড অবধি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দু-পাশে ছিল ফাঁকা জমি। সেই খালি মাঠে সবসময় ভিড় লেগে থাকত। সেখানে ঘুরতে ঘুরতে একদিন লেখক দেখেন, কাঁধ পর্যন্ত বাবরি চুলের একজন লােক কানে মাকড়ি পরে মন্ত্র আওড়াতে আওড়াতে ম্যাজিক দেখাচ্ছে। তার শুকনাে মুখ দেখলেই মনে হয়, সারাদিন সে কিছু খায়নি। লােকটির ম্যাজিক শেষ হতেই পয়সা দেওয়ার ভয়ে দর্শকরা দ্রুত সরে পড়ে। মাটিতে পড়ে থাকা দু-চার পয়সা কুড়ােতে কুড়ােতে অভিশাপ দিতে থাকে জাদুকর।


পকেটে পয়সা না থাকায় বালক লেখক সেখান থেকে পালিয়ে যান পাশের ভিড়ে। সেখানে গায়ে লাল আলখাল্লা, গলায় হাড়ের মালা আর চোখে একদিক সুতাে দিয়ে বাঁধা নিকেলের ফ্রেমের মােটা চশমা পরে একজন দাড়িওয়ালা হাকিম বড়াে বড়াে অসুখের ওষুধ বেচছে। তার সামনে একগুচ্ছ গাছগাছড়া, কাঁচা ছাল-চামড়া, হাড়, নীলগাইয়ের চামর এবং কাচের বয়েমে ভরা জোঁক ও বিছে। এক জায়গায় একজন লােক কানের খােল পরিষ্কার করতে বসেছে আর পাশেই অন্য একজন ভাঙা কাচ জোড়া লাগাবার আশ্চর্য কলাকৌশল প্রদর্শন করছে। একজন চড়ুই পাখি নিয়ে বসে মানুষের ভাগ্যগণনা করছে। এভাবেই 'বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে'।


হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা।—কলকাতার খেপে ওঠা বলতে কী বােঝানাে হয়েছে? কলকাতার খেপে ওঠা-র ফল কী হয়েছিল?


তবু ভালাে এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা। -এই রাস্তার বিবরণ দাও। 


পুলিশকে মােটে কেয়ার করে না হে!—কে কেয়ার করে না? কোন্ প্রসঙ্গে এই উক্তি? 


ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল। -এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? লেখকের অভিজ্ঞতার বর্ণনা দাও। 

অথবা, ইংরেজদের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল। -লেখকের জেলখানায় ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও। 


কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখােপাধ্যায় তিন মাস অসুখে অচেতন থাকার পর সেরে উঠে কলকাতার কোন্ পরিবর্তন দেখেছিলেন? 


কলের কলকাতা রচনায় লেখক সুভাষ মুখােপাধ্যায়দের ভাড়াবাড়িতে আসা সরকারি উকিলের কথাগুলি বর্ণনা করে তার সম্বন্ধে লেখকের মূল্যায়ন পর্যালােচনা করাে। 


চেয়ারের ওপর যিনি বসে আছেন, তাঁকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না।—চেয়ারের ওপর কে বসেছিলেন? তাকে দেখে লেখক কেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না? 


অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান- মার কাছে শেখা গানটি কী? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? 


চেয়ারের ওপর যিনি বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না।—চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখাে। 


সব কিছুই বদলে গেছে। -লেখক যে যে বদল লক্ষ করেছিলেন তা নিজের ভাষায় লেখ। 


দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল, কলের কলকাতা রচনা অবলম্বন করে তার বর্ণনা দাও। 


সে-রাত্তিরে গুলি চলল মেছােবাজারের মােড়ে।—সেদিনের ঘটনাবলি বর্ণনা করে গুলি চলার কারণ লেখাে।