বাক্যতত্ত্ব কাকে বলে? এই ক্ষেত্রে ফার্দিনান্দ (ফের্দিনা) দ্য সােস্যুর (Ferdinand De Saussure)-এর অবদান সংক্ষেপে আলােচনা করাে।

ভাষাবিজ্ঞানের যে শাখায় বাক্যে পদের সঙ্গে পদের সম্পর্ক এবং সেই সম্পর্কের সৌজন্যে জোটবদ্ধ হয়ে একাধিক পদ কীভাবে একটা বাক্য তৈরি করে— সেই প্রক্রিয়ার নানান দিক ব্যাখ্যা করা হয়, তাকে বলে বাক্যতত্ত্ব।


জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফে্দিনা দ্য সােস্যুর (১৮৫৭-১৯১৩) বিশ শতকের গােড়ায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানচর্চায় বিপ্লব ঘটিয়ে ফেলেন। ভাষাবিশ্লেষণের ক্ষেত্রে সােস্যুর প্রথম ধরিয়ে দেন যে, ভাষার খণ্ড খণ্ড উপাদান মিলে যে অখণ্ড রূপের সৃষ্টি হয়, সেই অখণ্ড রূপেই ভাষার সামগ্রিক তাৎপর্য রয়েছে। বিচ্ছিন্নভাবে ভাষাখণ্ডগুলি সার্থকতাহীন। ভাষা-বিশ্লেষণে এই অখণ্ড ভাষাদৃষ্টির প্রতিষ্ঠাই সােস্যুরের মৌলিকতম অবদান।


ভাষাবিশ্লেষণের ক্ষেত্রে সােস্যুরের বিগ্রহী-প্রতিগ্রাহী (সিনট্যাগম্যাটিক- প্যারাডিগম্যাটিক) সম্পর্কটিও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভাষাবিশ্লেষণ করতে গেলে দেখা দরকার উপাদানগুলাে কোন্ সম্পর্কে অবস্থান করছে। বাক্যের মধ্যে উপাদানগুলাে যদি পরপর অবস্থান করে, তবে তারা বিগ্রহী সম্পর্কযুক্ত। বিগ্রহী প্রকৃতপক্ষে অনুভূমিক অক্ষ। অন্যদিকে, প্রতিগ্রাহী সম্পর্ক হল উল্লম্ব অক্ষ। বাক্যে একটা বিকল্পকে অন্য একটা বিকল্প দিয়ে পরিবর্তন করলে তার বিগ্রহী ক্রমেও পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে।


বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নােয়াম চমস্কি তাঁর সংবর্তনী-সঞ্জননী (বা রুপান্তরমূলক সৃজনমূলক) (Transformational Generative) ব্যাকরণ সােস্যুরেরই উত্তরাধিকার।


গঠনগত দিক থেকে বাক্য কত প্রকারের? যে-কোনাে এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। 


বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ বলতে কী বােঝ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 


অন্তর্মুখী এবং বহির্মুখী বাক্যগঠন—এই দুই প্রকার গঠনগত প্রকৃতি পর্যালােচনা করাে। 


বিশেষ্যজোট, অনুসর্গজোট, ক্রিয়াজোট এবং ক্রিয়াবিশেষণজোট সম্পর্কে আলােচনা করাে। 


শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে। 


শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করাে। 


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটি আলােচনা করাে। 


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 


সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে। 


বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 


থিসরাস-এর বিস্তৃত বর্ণনা দাও। 


বাক্যতত্ত্বের প্রয়ােগতত্ত্ব বিষয়টি আলােচনা করাে।