বিশেষ্যজোট, অনুসর্গজোট, ক্রিয়াজোট এবং ক্রিয়াবিশেষণজোট সম্পর্কে আলােচনা করাে।

বিশেষ্যজোট, অনুসর্গজোট, ক্রিয়াজোট এবং ক্রিয়াবিশেষণজোট

বাক্যের প্রধান চারটি জোট বা গুচ্ছ হল - (১) বিশেষ্যজোট, (২) অনুসর্গজোট, (৩) ব্রিয়াজোট এবং (৪) ক্রিয়াবিশেষণজোট।


বিশেষ্যজোট : বিশেষ্যজোট বিশেষ্য বা সর্বনাম পদ ঘিরে জোট বেঁধে কর্তা, কর্ম ইত্যাদির ভূমিকা পালন করে। এই জোটে বিশেষণ, অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া বিশেষ্য ইত্যাদি পদবর্ধক হিসেবে থাকে। যেমন—একদল ছাত্র বেরিয়ে গেল। ভাগীরথীতে নৌকাডুবি হওয়ার ঘটনাটা আমাকে ভাবাচ্ছে। আমাকে এখন চলে যেতে বলছ?


অনুসর্গজোট : একপদী বা বহুপদী বিশেষ্যসহ অনুসর্গ দিয়ে তৈরি হয় অনুসর্গ জোট। যেমন বড়াে পুকুরের পাশে ক্লাবঘর তৈরি হয়েছে। শচীন আর সৌরভকে দিয়ে ওপেন করাতে হবে।


ক্রিয়াজোট : ক্রিয়াজোট একপদী এবং বহুপদী—এই দুরকমই হতে পারে। একপদী ব্রিয়াজোটের উদাহরণ হল—তুমি তখন খাচ্ছিলে। এক্ষেত্রে ‘খ’ ধাতুর সঙ্গে ‘চ্ছ’ প্রকার বিভক্তি, ইল কাল বিভক্তি এবং এ পুরুষ বিভক্তি যুক্ত হয়েছে। এই বিভক্তিগুলিকে সহচর বা দিশারী বলা হয়। বহুপদী ক্রিয়াজোট তিনপ্রকার—(১) যুক্ত ক্রিয়াজোট (যেমন মাথাটা ব্যবহার করাে।) (২) যুক্ত-যৌগিক ক্রিয়াজোট (যেমন-ও হঠাৎ চিৎকার করে উঠল।) (৩) যুগ্ম ক্লিয়াজোট বা যৌগিক ক্রিয়াজোট (যেমন-আমি উঠে পড়লাম। এক্ষেত্রে দ্বিতীয় ক্রিয়া আপতভাবে অর্থহীন এবং প্রথম ক্রিয়ার অর্থ দ্বিতীয় ক্রিয়াকে উসকে দেয়।


ক্রিয়াবিশেষণজোট : এই জোট ক্রিয়াপদ ও বিশেষণপদকে বিশেষিত করে। সাধারণত সময়, স্থান, প্রকার, কারণ, প্রকৃতি বােঝাতে এই জোট ব্যবহৃত হয়। যেমন—ছেলেটা ভালাে খেলছে। ছেলেটি প্রাণ বাজি রেখে দৌড়চ্ছে। এমন করে বােলাে না। বানানটা বার বার লেখাে।


শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে। 


শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করাে। 


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটি আলােচনা করাে। 


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 


সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে। 


বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 


থিসরাস-এর বিস্তৃত বর্ণনা দাও। 


বাক্যতত্ত্বের প্রয়ােগতত্ত্ব বিষয়টি আলােচনা করাে। 


শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 


অর্থগত দিক থেকে শব্দের পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা নির্দেশ করাে। 

অথবা, উদাহরণসহ যে-কোনাে দুটি বিভাগের পরিচয় দাও: সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। 


শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। 

অথবা, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বলতে কী বােঝ ? উদাহরণ দাও। 


সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে।