'থিসরাস'-এর বিস্তৃত বর্ণনা দাও।

'থিসরাস' (Thesauras) (=রত্নাগার) শব্দটি (ইংরেজি) এসেছে গ্রিক শব্দ 'thesauros'(=ভাণ্ডার) থেকে। থিসরাস হল 'প্রতিশব্দ বা সমার্থক শব্দের কোশগ্রন্থ’। সাম্প্রতিক অভিধানকারদের মতে থিসরাস হল ‘ভাবানুক্রমে বিন্যস্ত সমার্থ শব্দকোশ’। থিসরাস শব্দটি জনপ্রিয়তা পায় পিটার মার্ক রজেট (Peter Mark Roget) সংকলিত 'Thesaurus of English Language words and Phrases' (1852) গ্রন্থসূত্রে। সংস্কৃত ভাষায় লেখা অমরকোশ থিসরাসের উদাহরণ হলেও রজেট-এর থিসরাসই প্রথম আধুনিক থিসরাস। রজেট ১৮০৫ খ্রিস্টাব্দে লিখিত এই বইটিতে যাবতীয় শব্দকে কতকগুলি গুচ্ছে ভাগ করে অভিধানবদ্ধ করেছিলেন। ধরা যাক, 'Apple' শব্দটি কেউ খুঁজছেন। ফলটার ছবি তার মনে আসলেও শব্দটা তার মাথায় আসছে না। তখন থিসরাসে 'Fruits' গুচ্ছে তিনি শব্দটা পেয়ে যাবেন।


থিসরাস সাধারণ অভিধানের মতাে শব্দার্থ বলেই ক্ষান্ত হয় না, আবার, সাধারণ অভিধানের মতাে থিসরাসে শব্দগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানােও থাকে না। 'থিসরাস' এমন একটা রেফারেন্স বই, যেখানে সমার্থক শব্দগুলি একটা গুচ্ছের মধ্যে থাকে। ফলে সাধারণ অভিধানের তুলনায় এতে শব্দ খোঁজা অনেক সহজতর। এপ্রসঙ্গে থিসরাস সম্বন্ধে রজেট এর মন্তব্যটি প্রণিধানযােগ্য— “To find the word, or words, by which idea may be most fitly and aptly expressed."


বাক্যতত্ত্বের প্রয়ােগতত্ত্ব বিষয়টি আলােচনা করাে। 


শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 


অর্থগত দিক থেকে শব্দের পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা নির্দেশ করাে। 

অথবা, উদাহরণসহ যে-কোনাে দুটি বিভাগের পরিচয় দাও: সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। 


শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। 

অথবা, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বলতে কী বােঝ ? উদাহরণ দাও। 


সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে। 


বাংলা গানের আদিপর্ব সম্পর্কে যা জান লেখাে। 


বৈয়ব পদাবলীকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলা কীর্তনগান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখাে। 

অথবা, বাংলা গানে কবিগানের গুরুত্ব আলােচনা করাে। 


টপ্পা সম্পর্কে আলােচনা করাে। 


যাত্রাগান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


পক্ষীর গান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও।