শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে।

শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়

ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার ভেতরকার ভাব বা অর্থ (Content Aspect) সম্পর্কে আলােচনা করা হয়, তাকে বলা হয় শব্দার্থতত্ত্ব (Semantics)I


শব্দার্থতত্ত্ব অধ্যায়ে মানবভাষায় ব্যবহৃত শব্দাবলির অর্থ এবং কার্যকারিতা আলােচিত হয়। সাধারণত শব্দার্থ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। অবশ্য শব্দার্থতত্ত্বে একটি শব্দ একটি অর্থ ছাড়াও আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন一

সর্দির জন্য নাক দিয়ে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

ওকে দেখে নাক বাঁকাচ্ছ কেন?

সব ব্যাপারে নাক গলিও না।

তােমার মতাে নাক কাটা লােক আমি আর দেখিনি।


ওপরের বাক্য চারটিতে 'নাক শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যে নাক' শব্দটি শব্দার্থের অর্থে ব্যবহৃত হলেও বাকি তিনটি বাক্যে প্রসঙ্গত বা বিষয়গত অর্থ (Contextual Meaning) নানারকম। এইভাবে একটি শব্দের যেমন বিভিন্ন ভাবে বা বিষয়ে বা প্রসঙ্গ বিবিধ অর্থ হতে পারে, তেমনই কালভেদেও একটি শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে। যেমন মন্দির শব্দের আদি অর্থ হল গৃহ বা ঘর, কিন্তু বর্তমানে মন্দির বলতে দেবালয়কেই বােঝানাে হয়।


শব্দার্থতত্ত্ব শুধু শব্দের অর্থের আলােচনাতেই শেষ নয়। মানুষের ব্যবহৃত ভাষার যে-কোনাে অর্থযুক্ত অংশই এই বিষয়ের অন্তর্গত। অর্থাৎ শব্দার্থতত্ত্বে ক্ষুদ্রাতিক্ষুদ্র শব্দ, উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয় ইত্যাদি যেমন আলােচ্য বিষয়, তেমনই এই বিষয়ের অন্তর্গত হল কোনাে বাক্যের অর্থ বা একাধিক বাক্যে নির্মিত কোনাে বচন বা উক্তির অর্থের আলােচনা। তাই, মানবভাষায় উচ্চারিত, অর্থযুক্ত যে-কোনাে বিষয়ই শব্দার্থতত্ত্বের আলােচ্য।


শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করাে। 


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটি আলােচনা করাে। 


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 


সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে। 


বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 


থিসরাস-এর বিস্তৃত বর্ণনা দাও। 


বাক্যতত্ত্বের প্রয়ােগতত্ত্ব বিষয়টি আলােচনা করাে। 


শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 


অর্থগত দিক থেকে শব্দের পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা নির্দেশ করাে। 

অথবা, উদাহরণসহ যে-কোনাে দুটি বিভাগের পরিচয় দাও: সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। 


শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। 

অথবা, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বলতে কী বােঝ ? উদাহরণ দাও। 


সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে। 


বাংলা গানের আদিপর্ব সম্পর্কে যা জান লেখাে।