শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও।

শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ

প্রধানত তিনটি ধারায় অর্থ পরিবর্তন হয়ে থাকে। যেমন- (১) অর্থপ্রসার, (২) অর্থসংকোচ এবং (৩) অর্থের রূপান্তর বা অর্থসংশ্লেষ।


শব্দার্থের বূপান্তর : শব্দের অর্থ পরিবর্তন কতকগুলি ধাপের মধ্যে দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তনের ধারায় শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার আর কোনাে যােগ খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে রূপান্তরিত হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে অর্থের রূপান্তর বা অর্থসংক্রম বলে। যেমন-


সংস্কৃত শব্দ 'ঘর্ম'-এর মূল অর্থ প্রথমে ছিল 'গরম'। পরে তার অর্থ দাঁড়ায় 'শরীরের ওপর গরমের ফল'। আর এখন আমরা 'ঘর্ম' বলতে বুঝি 'ঘাম’ বা 'স্বেদ'। তেমনি 'পাষণ্ড' শব্দের মৌলিক অর্থ 'ধর্ম সম্প্রদায়'। অর্থের প্রসার ঘটে তা হল 'অন্য ধর্ম সম্প্রদায়', তারপর বিরুদ্ধ 'ধর্ম সম্প্রদায়'। সবশেষে ‘পাষণ্ড’ শব্দের রূপান্তরিত অর্থ হল 'অত্যাচারী'। 'পাত্র' শব্দের মূল অর্থ 'পান করার আধার', অর্থ প্রসারে হল 'কন্যা সম্প্রদানের আধার'। শেষে ‘পাত্র’ শব্দের রূপান্তরিত অর্থ হল 'বর'।


'সন্দেশ' শব্দেও অর্থ পরিবর্তনের একাধিক প্রক্রিয়া কাজ করেছে। এই শব্দের মূল অর্থ ছিল 'খবর', 'সংবাদ। যখন ডাকব্যবস্থা প্রচলিত ছিল না, তখন আত্মীয়দের বাড়িতে যে খবরাখবর নিয়ে যেত, সে কিছু মিষ্টান্ন নিয়ে যেত। এই অনুষঙ্গের সূত্র ধরে 'সন্দেশ' শব্দের অর্থ দাঁড়ায় 'মিষ্টান্ন'। খবর থেকে 'মিষ্টান্ন' এটাও একধরনের অর্থের 'রূপান্তর'।


সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে। 


বাংলা গানের আদিপর্ব সম্পর্কে যা জান লেখাে। 


বৈয়ব পদাবলীকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলা কীর্তনগান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখাে। 

অথবা, বাংলা গানে কবিগানের গুরুত্ব আলােচনা করাে। 


টপ্পা সম্পর্কে আলােচনা করাে। 


যাত্রাগান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


পক্ষীর গান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও। 


আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও। 


বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে। 

অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে। 


বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।


আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।