শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কী বােঝ?

শব্দার্থ-পরিবর্তনের ধারা

শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনপ্রকার ধারা আছে। সেগুলি হল— (১) শব্দার্থের প্রসার (২) শব্দার্থের সংকোচ এবং (৩) শব্দার্থের রূপান্তর। নীচে শব্দার্থের প্রসার এবং শব্দার্থের রূপান্তর এই দুটি ধারার উদাহরণ-সহ পরিচয় দেওয়া হল।


শব্দার্থের প্রসার: কোনাে শব্দ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আদি অর্থ অপেক্ষা ব্যাপকতর অর্থ লাভ করে, তখন তাকে শব্দার্থের প্রসার বা অর্থের প্রসার বলা হয়।


‘গাঙ’ শব্দের আদি অর্থ ছিল 'গঙ্গা’, কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়েছে, ‘যে-কোনাে নদী। 'তৈল' শব্দের মৌলিক অর্থ ছিল 'তিলের নির্যাস’, কিন্তু এখন 'তৈল' বলতে বােঝায় 'যে-কোনাে তেল'। ওপরের দুটি উদাহরণই শব্দের অর্থের প্রসার ঘটেছে। এ দুটি তাই শব্দার্থের প্রসার-এর উদাহরণ।


শব্দার্থের রূপান্তর: কোনাে শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনাে যােগসূত্র যদি পাওয়া না যায়, তবে সেই শব্দার্থ পরিবর্তনকে বলে শব্দার্থের রূপান্তর বা অর্থসংক্রম।


‘পাষণ্ড’ শব্দের মৌলিক অর্থ 'ধর্ম-সম্প্রদায়', পরবর্তী প্রসারিত অর্থ হল অন্য ধর্ম-সম্প্রদায়, তার পরবর্তী অর্থ 'বিরুদ্ধ ধর্ম-সম্প্রদায়'। 'পাষণ্ড' শব্দের বর্তমান অর্থ হল 'অত্যাচারী'। 'পাত্র' শব্দের মূল অর্থ 'পান করার আধার', পরবর্তী অর্থ 'কন্যা সম্প্রদানের আধার’, বর্তমান অর্থ 'বর’। ওপরের ই দুটি ক্ষেত্রে মৌলিক এবং বর্তমান অর্থের যােগসূত্র দুর্লক্ষ্য বলে এ দুটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ।


বাক্যতত্ত্ব কাকে বলে? এই ক্ষেত্রে ফার্দিনান্দ (ফের্দিনা) দ্য সােস্যুর (Ferdinand De Saussure)-এর অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


গঠনগত দিক থেকে বাক্য কত প্রকারের? যে-কোনাে এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। 


বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ বলতে কী বােঝ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 


অন্তর্মুখী এবং বহির্মুখী বাক্যগঠন—এই দুই প্রকার গঠনগত প্রকৃতি পর্যালােচনা করাে। 


বিশেষ্যজোট, অনুসর্গজোট, ক্রিয়াজোট এবং ক্রিয়াবিশেষণজোট সম্পর্কে আলােচনা করাে। 


শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে। 


শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করাে। 


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটি আলােচনা করাে। 


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 


সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে। 


বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 


থিসরাস-এর বিস্তৃত বর্ণনা দাও।