"পাহাড়ের নীচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে।”—চোখ ফোটার ফলে তাদের কী কী পরিবর্তন ঘটেছে তা 'ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখাে।

চোখ ফোটার ফলশ্রুতি: লেখক সুভাষ মুখােপাধ্যায় সাধারণভাবে গারাে পাহাড়ের অধিবাসীদের বিষয়ে, বিশেষত সেই অঞ্চলের পাশটা গ্রামের ডালুদের সম্বন্ধে এ কথা বলেছেন।


ডালুদের আন্দোলন : দিনের পর দিন শােষিত-নিপীড়িত-অত্যাচারিত হতে থাকা ডালু সম্প্রদায়ের মানুষ কমিউনিস্ট পার্টির প্রভাবে জেগে উঠেছিল। দুমনাকুড়া, ঘােষপাড়া, ভুবনকুড়া, নওয়াপাড়া প্রভৃতি গ্রামের চাষিরা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে, তাদের খেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না। জমিদাররা পুলিশ-কাছারি কোনাে কিছু করেই তাদের শায়েস্তা করতে না পারায় এই আন্দোলনের কাছে শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয়েছিলেন।


অধিকার সম্বন্ধে সচেতনতা : ক্রমে চেতনাসম্পন্ন হয়ে ওঠে ডালু আর গারাে উপজাতির মানুষরা। ধীরে ধীরে তারা নিজেদের প্রাপ্য সম্মানও আদায় করতে সক্ষম হয়। তথাকথিত ভদ্রলােকেরা তাদের আর তুই-তােকারি করতে বা অশ্রদ্ধা করতে সাহস পায় না। থানায় পুলিশও তাদের চেয়ারে বসতে দেয়।


গাঁতা পদ্ধতি : পাহাড়ের লাল নিশান গারাে-পাহাড়িদের ঐক্যবদ্ধ করে তুলেছে। হাল-বলদের অভাবের কারণে তাই তারা গাঁতা পদ্ধতিতে অর্থাৎ সম্মিলিতভাবে চাষাবাদ শুরু করেছে। এভাবে তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটে গিয়েছিল।


আর এক-রকমের প্রথা আছে- নানকার প্রথা। -নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল?পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? 


আর এক-রকমের প্রথা আছে—কোন প্রথার কথা বলা হয়েছে?কীভাবে এই প্রথার অবসান ঘটেছিল? 


সুভাষ মুখােপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গারাে পাহাড়িদের ওপর জমিদারদের শােষণ ও অত্যাচার বর্ণনা করাে। 


ছাতির বদলে হাতি রচনাটির বিষয়বস্তু আলােচনা করাে। 


ছাতির বদলে হাতি গল্পে মনমােহন মহাজনের চরিত্রবৈশিষ্ট্য আলােচনা করাে। 


ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন।—শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখাে। 


ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মােনা ঠাকুর।—মােনা ঠাকুর কলকাতায় গিয়েছিল কেন? সে কলকাতার কোন্ গল্প বলেছিল? 

অথবা, মােনা ঠাকুর বর্ণিত কলের কলকাতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 


কলকাতা থেকে মােনা ঠাকুররা তাড়াতাড়ি কেন ফিরে এসেছিল, তা কলের কলকাতা রচনার অন্তর্গত মােনা ঠাকুরের ভাষ্য অবলম্বন করে লেখাে। 


কলকাতায় আসার পর কলের কলকাতা রচনার লেখক সুভাষ মুখােপাধ্যায়ের কলকাতা একেবারেই ভালাে লাগেনি কেন? 


কলকাতায় এসে লেখক সুভাষ মুখােপাধ্যায়রা যে পাড়ার ভাড়াবাড়িতে প্রথম এসে উঠেছিলেন, কলের কলকাতা রচনা অবলম্বন করে সেই পাড়াটির বর্ণনা দাও। 


খালি মাঠে সব সময় ভিড়।—কলের কলকাতা রচনার লেখক খালি মাঠের ভিড়ে যেসব দৃশ্য দেখেছিলেন, তার বর্ণনা দাও। 


হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা।—কলকাতার খেপে ওঠা বলতে কী বােঝানাে হয়েছে? কলকাতার খেপে ওঠা-র ফল কী হয়েছিল?