বাংলা বাক্যের প্রধান দুটি অংশ এবং তাদের বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করাে।

বাক্য হল কতকগুলি ব্যাকরণগত উপাদান দিয়ে গঠিত ভাষার বৃহত্তম স্বয়ংসম্পূর্ণ একক। এই বাক্যের উপাদানগুলিকে চিহ্নিত করাই হল বাক্যের বিশ্লেষণ।


প্রথাগত ব্যাকরণে বাক্যের প্রধান দুটি উপাদানের কথা বলা হয়一 (১) উদ্দেশ্য বিশ্লেষণ এবং (২) বিধেয়।


কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানীরা দেখিয়েছেন যে, বাক্যের এই পুরােনাে উদ্দেশ্য বিধেয় বিভাজন পদ্ধতি অনেকসময়ই বাক্য বিশ্লেষণে ঠিকমতাে সাহায্য করে না। বাক্যের অন্তর্গত পদগুলাের সংস্থান ও বাক্যের বিভিন্ন পদের পারস্পরিক সম্পর্কও এতে ধরা পড়ে না। এই জন্য এখন বাক্যকে 'বিশেষ্যখণ্ড' বা 'কর্তাখণ্ড' (Noun phrase) এবং 'ক্রিয়াখণ্ড' (Verb phrase) -এই দুটি অংশে ভেঙে বিশ্লেষণ করার চল শুরু হয়েছে।


বাক্যের কর্তাখণ্ডে থাকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, নির্দেশক, বিভক্তি ও প্রত্যয়। তবে কোনাে একটি বাক্যে কর্তাখণ্ডের এইসব উপাদান একসঙ্গে থাকবে এমন কোনাে নিয়ম নেই।


অন্যদিকে, বাক্যের 'ক্রিয়াখণ্ডের' মূল উপাদান হল ক্রিয়াপদ। আর সঙ্গে থাকতে পারে স্থানবাচক ও কালবাচক ক্রিয়াবিশেষণ, গৌণকর্ম ও মুখ্যকর্ম। এই ক্রিয়াখণ্ডের আবার দুটি ভাগ। যার একদিকে থাকে একটি বিশেষ্যখণ্ড। এই বিশেষ্যখণ্ডের সঙ্গে যুক্ত থাকে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়াখণ্ডের অন্য বা মূল উপাদানটি হলাে সমাপিকা ক্রিয়া।


গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।  


শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কী বােঝ? 

অথবা, শব্দার্থ-পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করাে। যে-কোনাে দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও। 


বাক্যতত্ত্ব কাকে বলে? এই ক্ষেত্রে ফার্দিনান্দ (ফের্দিনা) দ্য সােস্যুর (Ferdinand De Saussure)-এর অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


গঠনগত দিক থেকে বাক্য কত প্রকারের? যে-কোনাে এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। 


বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ বলতে কী বােঝ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 


অন্তর্মুখী এবং বহির্মুখী বাক্যগঠন—এই দুই প্রকার গঠনগত প্রকৃতি পর্যালােচনা করাে। 


বিশেষ্যজোট, অনুসর্গজোট, ক্রিয়াজোট এবং ক্রিয়াবিশেষণজোট সম্পর্কে আলােচনা করাে। 


শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে। 


শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলােচনা করাে। 

অথবা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করাে। 


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটি আলােচনা করাে। 


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 


সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে।