টপ্পা সম্পর্কে আলােচনা করাে।

উত্তর ভারতীয় রাগসংগীতে ধ্রুপদ, খেয়াল ও ঠুংরির সঙ্গে টপ্লাও একটি বিশিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত। 'টপ্পা’ শব্দের অর্থ লম্ফ। এর গতি এবং তান উল্লম্ফনযুক্ত হওয়াতেই এইরূপ নামকরণ বলে অনেকে মনে করেন। টপ্পার দুটি স্তবক বা তুক— স্থায়ী ও অন্তরা। এর সঙ্গে দ্রুত খেয়ালের গভীর সাদৃশ্য রয়েছে। টায় ভৈরবী, খাম্বাজ, দেশ, সিদ্ধু, কাফি, ঝিঝিট, পিলু, বারোয়া প্রভৃতি রাগ ব্যবহৃত হয়। এটি মূলত করুণরসাত্মক প্রণয়সংগীত।


বাংলায় অষ্টাদশশতকের শেষ ভাগ থেকেটগ্পার প্রচলন।রামনিধিগুপ্ত(নিধুবাবু) বাংলা টপ্পার পথিকৃৎ হিসেবে স্বীকৃত। তবে বাংলা টপ্পা সর্বতােভাবে পাঞ্জাবি টপ্পার অনুকরণ নয়। একে বাঙালির প্রকৃতি ও রুচি অনুযায়ী বিন্যাস করা হয়েছে। এতে দ্রুত তানের পরিবর্তে আন্দোলনযুক্ত তান ব্যবহার করা হয়েছে। বাংলায় টপ্পার আবেদন অত্যন্ত মধুর ও গভীর। উনবিংশ শতাব্দীতে বহু সংগীতজ্ঞ সুললিত, অপূর্ব টপ্পা রচনা করে গেছেন। এঁদের মধ্যে রাধামােহন সেন, কালীমির্জা, শ্রীধর কথক, দাশরথি রায় বিশেষভাবে উল্লেখযােগ্য। এ ছাড়াও আগমনী গান, শ্যামাসংগীত, ভক্তিরসাশ্রিত গানে টপ্পার বিশেষ প্রভাব পড়েছে।


যাত্রাগান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


পক্ষীর গান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও। 


আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও। 


বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে। 

অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে। 


বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।


আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।


বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।


বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে। 


বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে।