বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।

বাংলা সিনেমার গান

চলচ্চিত্র শুরুতে ছিল নির্বাক, সংলাপহীন এবং সংগীতহীন। প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনের সময় প্রােজেক্টর-এর আওয়াজ দর্শকদের মনােযােগে ব্যাঘাত ঘটাত। এ কারণে শুরু হল ছবির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে পিয়ানাে বা অর্গান বাজানাে। যিনি তা বাজাতেন, তিনি ছবি দেখে দেখে নিজের সাংগীতিকবােধ ও কাহিনি অনুযায়ী সুর সৃষ্টি করতেন। সবাক চলচ্চিত্র জন্ম থেকেই হয়ে উঠল সংগীতনির্ভর।


১৯৩৪ সাল নাগাদ নির্বাক যুগ শেষ হয়ে সবাক যুগের সূচনা। মােটামুটিভাবে চল্লিশের দশকের মাঝামাঝি থেকে বাংলা সিনেমার গানের জগৎ যাঁদের সুর আর কণ্ঠের জাদুতে সমৃদ্ধ হল তাঁরা হলেন—পঙ্কজ মল্লিক, সায়গল, কানন দেবী, জগন্ময় মিত্র, হেমন্ত মুখােপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। সেইসঙ্গে ছিলেন শচীন দেববর্মন, রবীন মজুমদার, মান্না দে। পাশের শতকের সূচনায় যাঁদের কণ্ঠ বাংলা সিনেমামােদী দর্শকদের হৃদয় পূর্ণ করল তাঁরা হলেন—শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখােপাধ্যায়, অখিলবন্ধু ঘােষ, সতীনাথ মুখােপাধ্যায়, গীতা দত্ত, সন্ধ্যা মুখােপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, গায়ত্রী বসু, আলপনা বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য ও আরও অনেক শিল্পী। আর ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুমন কল্যাণপুর। ছিলেন কিশাের কুমার। এঁদের সকলের কণ্ঠের জাদুতে বাংলা সিনেমার গান সমৃদ্ধ হয়েছে।


ষাটের দশকে এলেন নির্মলা মিশ্র, আরতি মুখােপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য। তারপর হৈমন্তী শুক্লা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, সনৎ সিংহ, মৃণাল চক্রবর্তী, অনুপ ঘােষাল। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখােপাধ্যায়, সলিল চৌধুরী প্রমুখ গীতিকার- সুরকার বাংলা সিনেমার গানকে বৈচিত্র্যে ভরিয়ে দিয়েছেন। সত্তরের দশকের শেষ থেকেই বাংলা সিনেমার গানে দৈন্যের ছায়া ঘনায়। ওই পর্বে বাংলা চলচ্চিত্রে সস্তা চটুল গান জাঁকিয়ে বসে। এরপর নয়ের দশকের মাঝামাঝি থেকে সুমন চট্টোপাধ্যায়ের প্রভাবে আধুনিক জীবনবােধ আসে সিনেমার গানে। তাঁর পরপরই এসেছেন নচিকেতা,ইন্দ্রনীল সেন, লােপামুদ্রা মিত্র, অঞ্জন দত্ত। বর্তমান বাংলা সিনেমার গানে প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ব্যান্ডের গান এবং লােকসংগীত।


আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।


বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।


বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে। 


বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের অবদান সম্পর্কে নাতিদীর্ঘ আলােচনা করাে। 


বাংলা গানের ইতিহাসে চারণ কবি মুকুন্দদাসের অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলােচনা করাে। 


সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কৃতিত্ব আলােচনা করাে।  

অথবা, বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলােচনা করাে। 


লােকগান বলতে কী বােঝ? এর বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা লােকসংগীতের ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। 

অথবা, বাংলা লােকসংগীত সম্পর্কে আলােচনা করাে।