'যাত্রা' শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও।

'যাত্রা' শব্দের মধ্যে দিয়ে সাধারণত শােভাযাত্রা বা মিছিলকে নির্দেশ করা হত। বিভিন্ন উৎসব ও পূজা-পার্বনের দিনে, গ্রাম অথবা নগরের একশ্রেণির নৃত্যগীত জানা লােক সকলকে আনন্দ দেওয়ার জন্য রঙিন পােশাক-পরিচ্ছদ পরে বহু-বিচিত্র সমারােহে ও অঙ্গভঙ্গি করে পথে পথে ঘুরত। তাদের 'প্রদক্ষিণ' থেকেই 'যাত্রা' শব্দটি এসেছে বলে মনে করা হয়। এই প্রদক্ষিণ ও পরিক্রমার পথে দর্শকদের নাচ-গান-অভিনয় দেখানোই ছিল যাত্রার প্রধান উদ্দেশ্য। ক্ৰমে ঘুরে ঘুরে নাচ-গান-অভিনয় বন্ধ হয়ে আসর তৈরি হলেও তার নামটি 'যাত্রা'-ই থেকে যায়।


বিবিধ যাত্রাপালার মধ্যে চণ্ডীযাত্রা, কৃষ্ণযাত্রা, ভাসানযাত্রা, মােনাই যাত্রার নাম উল্লেখযােগ্য। কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত গ্রন্থে বিজয়াদশমী তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যের যাত্রাভিনয়ের বিবরণ লিপিবদ্ধ রয়েছে। 'যাত্রা’ লােকশিক্ষার উল্লেখযােগ্য মাধ্যমরূপে পরিগণিত হয়ে থাকে। সামাজিক নীতি, আদর্শের প্রচারে যাত্রা তার উল্লেখযােগ্য ভূমিকা পালন করেছে। স্বাধীনতা আন্দোলনের সময়ে গণজাগরণের লক্ষ্যে প্রস্তুত যাত্রাপালার মধ্যে মুকুন্দ দাসের রচনা ও অভিনয়ের কথা বিশেষভাবে উল্লেখযােগ্য.


আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও। 


বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে। 

অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে। 


বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।


আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।


বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।


বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে। 


বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের অবদান সম্পর্কে নাতিদীর্ঘ আলােচনা করাে। 


বাংলা গানের ইতিহাসে চারণ কবি মুকুন্দদাসের অবদান সম্পর্কে আলােচনা করাে।