"পচিশ-ত্রিশ বছর আগেকার কথা।”—পচিশ-তিরিশ বছর আগেকার কথাটি সংক্ষেপে লেখো | "বিশ্বাস করাে, বানানাে গল্প নয়।" -লেখক যে গল্পটির কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখাে।

কাহিনির বিষয়বস্তু: লেখক সুভাষ মুখােপাধ্যায় 'ছাতির বদলে হাতি' রচনায় পাঁচিশ-তিরিশ বছর আগেকার যে কাহিনির উল্লেখ করেছেন, সেটি কোনাে 'বানানাে গল্প নয়', তা হল গারো পাহাড়তলির এক গারাে চাষি চেংমান- এর কাহিনি।


বর্ষণমুখর দিন : চেংমান একদিন তার ব্যাবসার মালপত্র কিনতে হালুয়াঘাট বন্দরে যায়। ফেরার সময় প্রবল বৃষ্টিতে আটকে পড়ে সে মনমােহন মহাজনের দোকানের ঝাঁপের তলায় আশ্রয় নেয়।


সাহায্য দান : বৃষ্টি কমার লক্ষণ না দেখে মনমােহন কলকাতা থেকে কেনা নতুন ছাতাটি চেংমানের মাথার ওপর মেলে ধরে সেটি নিয়ে তাকে বাড়ি যেতে বলেন। তার ব্যাবসার সব মালপত্র নাহলে বৃষ্টির জলে বরবাদ হয়ে যেত। পয়সার ব্যাপারেও চেম্যানকে চিন্তা করতে বারণ করেন মহাজন। নিরুপায় চেংমান তাই নিমরাজি হয়েই ছাতাটি নিয়ে বাড়ি ফিরে যায়।


ঋণ শােধের প্রচেষ্টা : সেদিনের পর হাটে যখনই মনমােহন মহাজনের সঙ্গে চেংমানের দেখা হয়, সে মহাজনকে ছাতির দাম নিতে অনুরােধ করে। তবে মনমােহন প্রতিবারই তাকে তাড়াহুড়াে করতে নিষেধ করেন।


ঋণ আদায় : এইভাবে বেশ কয়েকবছর বাদে হঠাৎ একদিন হাটে চেংমানকে পাকড়াও করে মনমােহন সকলের সামনেই তাঁর পাওনা মেটাতে বলেন। লাল খেরাের খাতা বার করে মনমােহন চক্রবৃদ্ধি হারে ছাতির দামবাবদ সুদসমেত তার প্রাপ্য এক হাজার টাকা দাবি করেন, যা প্রায় একটা হাতির দামের সমান। এই অবিশ্বাস্য কাহিনির কথাই লেখক বলেছেন।


সুভাষ মুখােপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গারাে পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনদের শােষণ বর্ণনা করাে।  

অথবা, ছাতির বদলে হাতি প্রবন্ধে চাষিদের ওপর মহাজনি শােষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 


নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল— কার কথা? সে নতুন ছাতি কীভাবে পেল? 


 ...চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে।—চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 

অথবা, তাতে চেংমানের চোখ কপালে উঠল।—চেংমান কে? তার চোখ কপালে ওঠার কারণ কী? 


পাহাড়ের নীচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে।—চোখ ফোটার ফলে তাদের কী কী পরিবর্তন ঘটেছে তা ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখাে। 


আর এক-রকমের প্রথা আছে- নানকার প্রথা। -নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল?পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? 


আর এক-রকমের প্রথা আছে—কোন প্রথার কথা বলা হয়েছে?কীভাবে এই প্রথার অবসান ঘটেছিল? 


সুভাষ মুখােপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গারাে পাহাড়িদের ওপর জমিদারদের শােষণ ও অত্যাচার বর্ণনা করাে। 


ছাতির বদলে হাতি রচনাটির বিষয়বস্তু আলােচনা করাে। 


ছাতির বদলে হাতি গল্পে মনমােহন মহাজনের চরিত্রবৈশিষ্ট্য আলােচনা করাে। 


ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন।—শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখাে। 


ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মােনা ঠাকুর।—মােনা ঠাকুর কলকাতায় গিয়েছিল কেন? সে কলকাতার কোন্ গল্প বলেছিল? 

অথবা, মােনা ঠাকুর বর্ণিত কলের কলকাতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 


কলকাতা থেকে মােনা ঠাকুররা তাড়াতাড়ি কেন ফিরে এসেছিল, তা কলের কলকাতা রচনার অন্তর্গত মােনা ঠাকুরের ভাষ্য অবলম্বন করে লেখাে।