সুভাষ মুখােপাধ্যায়ের 'ছাতির বদলে হাতি’ রচনা অবলম্বনে গারাে পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনদের শােষণ বর্ণনা | 'ছাতির বদলে হাতি’ প্রবন্ধে চাষিদের ওপর মহাজনি শােষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

মহাজনি শোষণের চিত্র: সুভাষ মুখােপাধ্যায় তার 'ছাতির বদলে হাতি’ রচনায় গারাে পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনরা কীভাবে দীর্ঘদিন ধরে শােষণ করে চলেছে, তার ছবি তুলে ধরেছেন।


সাহায্যদান : পাহাড়তলির চাষি চেংমান একবার হালুয়াঘাট বন্দরে ব্যাবসার সওদা করতে আসে। ফেরার পথে প্রবল বর্ষায় সে আটকে পড়লে মনমােহন মহাজন একটি নতুন ছাতা জোর করেই চেংমানকে গছিয়ে দেন।


ঋণ শোধের প্রচেষ্টা : এরপর বহুবার হাটে মনমােহনের সঙ্গে চেংমানের দেখা হলেও মনমােহন প্রতিবারই তাকে ছাতার দাম দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে নিষেধ করেন। পাওনা আদায় কয়েক বছর পর মনমােহন চেংমানকে পাকড়াও করে তার দেনা মিটিয়ে দিতে বলেন। লাল খেরাের খাতা খুলে চেংমানকে মনমােহন জানান যে, ছাতার দাম এবং তার চক্রবৃদ্ধি সুদ-সহ বর্তমানে তার এক হাজার টাকা প্রাপ্য।


ডালুদের উপর অত্যাচার : ডালু উপজাতিদের গ্রাম কুমারগাঁতির ব্যবসায়ী নিবেদন সরকার তার মুদিখানার মশলাপাতি কেনার জন্য কয়েক বছর ধরে টাকা ধার করে চলেছিল মহাজন কুটিশ্বর সাহার কাছ থেকে। সেই ধারের টাকা তুলতে কুটিশ্বর সাহা নিবেদনের ছেষটি বিঘে জমি কেড়ে নিয়েছিলেন।


কোদালের বিনিময়ে জমি : আর-এক ধুরন্ধর মহাজন এক চাষিকে বাকিতে একটি কোদাল বিক্রি করেছিলেন। সেই টাকা তােলার অজুহাতে তিনি সেই চাষির কাছ থেকে পনেরাে বিঘা জমি কেড়ে নেন।


শেষের কথা : এইসব ঘটনার উল্লেখের মধ্য দিয়েই লেখক মহাজনদের শােষণের ইতিহাস তাঁর রচনায় তুলে ধরেছেন।


নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল— কার কথা? সে নতুন ছাতি কীভাবে পেল? 


 ...চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে।—চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 

অথবা, তাতে চেংমানের চোখ কপালে উঠল।—চেংমান কে? তার চোখ কপালে ওঠার কারণ কী? 


পাহাড়ের নীচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে।—চোখ ফোটার ফলে তাদের কী কী পরিবর্তন ঘটেছে তা ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখাে। 


আর এক-রকমের প্রথা আছে- নানকার প্রথা। -নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল?পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? 


আর এক-রকমের প্রথা আছে—কোন প্রথার কথা বলা হয়েছে?কীভাবে এই প্রথার অবসান ঘটেছিল? 


সুভাষ মুখােপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গারাে পাহাড়িদের ওপর জমিদারদের শােষণ ও অত্যাচার বর্ণনা করাে। 


ছাতির বদলে হাতি রচনাটির বিষয়বস্তু আলােচনা করাে। 


ছাতির বদলে হাতি গল্পে মনমােহন মহাজনের চরিত্রবৈশিষ্ট্য আলােচনা করাে। 


ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন।—শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখাে। 


ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মােনা ঠাকুর।—মােনা ঠাকুর কলকাতায় গিয়েছিল কেন? সে কলকাতার কোন্ গল্প বলেছিল? 

অথবা, মােনা ঠাকুর বর্ণিত কলের কলকাতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 


কলকাতা থেকে মােনা ঠাকুররা তাড়াতাড়ি কেন ফিরে এসেছিল, তা কলের কলকাতা রচনার অন্তর্গত মােনা ঠাকুরের ভাষ্য অবলম্বন করে লেখাে। 


কলকাতায় আসার পর কলের কলকাতা রচনার লেখক সুভাষ মুখােপাধ্যায়ের কলকাতা একেবারেই ভালাে লাগেনি কেন?