"এত যে শুনি বাইজেনটিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?" -কবির এই মন্তব্যের তাৎপর্য আলােচনা করাে।

শুরুর কথা: বের্টোল্ট ব্রেখট তাঁর 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী মানুষের গুরুত্বই যে সবচেয়ে বেশি, সেই সত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন।


প্রচলিত ইতিহাস : আমাদের প্রচলিত ইতিহাসে রাজারাজড়া এবং সাম্রাজ্যবাদী শাসকের জয়কেই গুরুত্ব দেওয়া হয়। সমাজের বিত্তবান শ্রেণি বা উঁচুতলার মানুষরাই প্রধানত সেই ইতিহাসকে নিয়ন্ত্রণ করে। সেই প্রেক্ষাপটে আলােচ্য কবিতাটিতে কবি বলেছেন যে, ইতিহাসের প্রকৃত কারিগর সাধারণ শ্রমজীবী মানুষেরাই।


বাইজেনটিয়াম সভ্যতা : বাইজেনটিয়াম সভ্যতার ঐশ্বর্য ইতিহাসখ্যাত। ৬৫৭ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত এই সভ্যতা ছিল বাণিজ্যসমৃদ্ধ। পরবর্তীকালে সেপটিমিয়াস সেভেরাসের আমলে এই সভ্যতা আরও সমৃদ্ধি লাভ করে। প্রথম কনস্টানটাইনের আমলে বাইজেনটিয়াম রাজার আবাস হয়ে ওঠে।


সমৃদ্ধির আড়ালে থাকা সাধারণ মানুষ : কিন্তু বাইজেনটিয়ামের এই সমৃদ্ধির আড়ালে সেখানকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট মিথ্যা হয়ে যেতে পারে না। তা সত্ত্বেও বৈভবের আড়ালে থাকা সেই দুঃখ-যন্ত্রণার জীবনকে অস্বীকার করে প্রথাগত ইতিহাস।


শেষের কথা : বৈষম্যেভরা সমাজ বিত্তবান এবং ক্ষমতাবানদের গুরুত্ব দিয়ে শ্রমজীবী সাধারণ মানুষের কাজকে যুগ যুগ ধরে উপক্ষো করে এসেছে। এই উপেক্ষা আর বঞ্চনার বিরুদ্ধে কবির তীব্র শ্লেষ উচ্চারিত হয়েছে প্রশ্নোধৃত অংশে।


জয়তােরণে ঠাসা মহনীয় রােম।- কথাটি ব্যাখ্যা করাে। প্রসঙ্গটি উল্লেখের কারণ কী? 

অথবা, জয়তােরণে ঠাসা মহনীয় রােমা/বানাল কে?—মহনীয় রােম বলা হয়েছে কেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলােচনা করাে। 


বইয়ে লেখে রাজার নাম।রাজারা কি পাথর ঘাড়ে করে আনত? -কারা, কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 

অথবা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় পাথর ঘাড়ে করে আনত কারা? অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে? 


কে আবার গড়ে তুলল এতবার?- কী গড়ে তােলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন? 


ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।/ একলাই না কি?–এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কী বােঝাতে চেয়েছেন আলােচনা করাে। 


গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তাে ছিল?—পঙক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করাে। পঙক্তিটির তাৎপর্য আলােচনা করাে। 


বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। / আর কেউ কাঁদেনি? -মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করাে। বক্তব্যটির মর্মার্থ আলােচনা করাে। 


সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। -দ্বিতীয় ফ্রেডারিকের ঐতিহাসিক পরিচয় দাও। তার যুদ্ধজয়ের কাহিনি উল্লেখের কারণ আলােচনা করাে। 


পাতায়-পাতায় জয়/জয়ােৎসবের ভােজ বানাত কারা?—জয়ােৎসবের ভােজ কথার অর্থ কী? যারা জয়ােৎসবের ভােজ বানাত তাদের প্রতি কবির যে মনােভাব, তার পরিচয় দাও। 

অথবা, পাতায়-পাতায় জয়/জয়ােৎসবের ভােজ বানাত কারা? —পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়ােৎসবের ভােজ যারা বানাত তাদের প্রতি কবির কী মনােভাব প্রকাশ পেয়েছে? 


পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজচেতনার কী পরিচয় পাও? 

অথবা, কবি বের্টোল্ট ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখাে। 


কত সব খবর!/কত সব প্রশ্ন। -পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যেসব খবর ও খবরকেন্দ্রিক প্রশ্ন উত্থিত হয়েছে, তা আলােচনা করাে। 


পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করাে। 

 

মর্দানা কীভাবে বলী কান্ধারীর কাছে পৌঁছেছিলেন সেই প্রেক্ষাপটটি আলােচনা করাে।