বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে রাধাগােবিন্দ করের অবদান আলােচনা করাে।

বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে রাধাগােবিন্দ করের অবদান

প্রখ্যাত চিকিৎসক ডা. রাধাগােবিন্দ কর ১৮৫২ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট হাওড়া জেলার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হলেন ডা. দুর্গাদাস কর। তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিক পরীক্ষা পাশ করার পর চিকিৎসাবিজ্ঞান শিক্ষার জন্য মেডিকেল কলেজে ভরতি হন। চিকিৎসাশাস্ত্রের পাঠ গ্রহণ করে রাধাগােবিন্দ ১৮৮৩ খ্রিস্টাব্দে ইউরােপ যাত্রা করেন। ১৮৮৭ খ্রিস্টাব্দে তিনি চিকিৎসাশাস্ত্রে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন। তিনি নিজ উদ্যোগে 'করপ্রেস’ নামে একটি ছাপাখানা গড়ে তােলেন। তার প্রতিষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ 'কারমাইকেল কলেজ' বর্তমানে তাঁরই নামাঙ্কিত ‘R G Kar Medical College and Hospital' নামে পরিচিত।


মাতৃভাষায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ছিল রাধাগােবিন্দ করের একান্ত স্বপ্ন। মেডিকেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি অবসর সময়ে তিনি বাঙলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পুস্তক প্রণয়ন করেছেন। তিনি ডা. সুরথ বসুকে সঙ্গে নিয়ে ধাত্রীসহায়নামক একটি গ্রন্থ রচনা করেন। এ ছাড়াও তিনি ভীষ সুহূদ, অ্যানাটমি, কর-সংহিতা, সংক্ষিপ্ত ভেষজতত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, রােগী পরিচর্যা, নূতন ভৈষজ্য তত্ত্ব, প্লেগ, স্ত্রীরোেগচিকিৎসা, গাইনিকল্যাজি প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন।


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান আলােচনা করাে। 

অথবা, বাংলার চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে ড. কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। 

অথবা, বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রম্মচারীর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে ডা. মহেন্দ্রলাল সরকারের অবদান আলােচনা করাে। 


চিকিৎসাবিজ্ঞানে ড. মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে লালমাধব মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে বনবিহারী মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে সুরেশপ্রসাদ সর্বাধিকারীর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে চুনীলাল বসুর অবদান আলােচনা করাে। 


চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে গিরীন্দ্রশেখর বসুর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে গােলকচন্দ্র নন্দীর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে শিবচন্দ্র নন্দীর অবদান আলােচনা করাে।