বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিতকুমার হালদারের অবদান আলােচনা করাে।

বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিতকুমার হালদারের অবদান

শিল্পী অসিতকুমার হালদার ১৮৯০ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্ৰী সুকুমার হালদার। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছাত্রেরা 'নব্যবঙ্গীয় চিত্রকলা'র প্রসার ঘটিয়েছিলেন, অসিতকুমার ছিলেন তাদের মধ্যে একজন। নন্দলাল বসুর অন্যতম সহযােগী হিসেবে ১৯০৯ থেকে ১৯১১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অজন্তা গুহাচিত্রের অনুলিপির কাজে নিযুক্ত ছিলেন। এ ছাড়াও তিনি বা গুহাচিত্র ও যােগীমারা গুহাচিত্রের অনুলিপির কাজ করেন। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের অধ্যক্ষরূপে কলাভবনের সূচনা করেন। ১৯২৪ খ্রিস্টাব্দে অসিতকুমার জয়পুর শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ হন। ১৯২৫ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লক্ষৌ সরকারি শিল্প মহাবিদ্যালয়ের স্থায়ী অধ্যক্ষ ছিলেন। তার আঁকা অজস্র ছবির মধ্যে বিশেষভাবে উল্লোেখযােগ্যরাসলীলা', 'যশােদা ও শ্রীকৃয়', 'অগ্নিময়ী সরস্বতী', 'কুণালের চক্ষুলাভ’, ‘ওমর খৈয়াম' ইত্যাদি।


'অজন্তা', 'বাগ গুহা ও রামগড়', 'হাে-দের গল্প', 'পাথুরে বাঁদর রামদাস ও কয়েকটি গল্প', 'ভারতের কারুশিল্প', 'ঋতুসংহার' ও 'মেঘদূত' কাব্যের অনুবাদ তাঁর সাহিত্য ও শিল্প প্রতিভার সাক্ষ্য বহন করে। মূর্তিকলাতেও তিনি বিশিষ্টতা অর্জন করেন। তাঁর কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন মুকুল দে, রমেন চক্রবর্তী, প্রতিমা ঠাকুর প্রমুখ। ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৩ ফেব্রুয়ারি তার জীবনাবসান হয়।


বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলােচনা করাে। 

অথবা, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে। 


বাঙালির চিত্রকলা চর্চার ধারায় বিনােদবিহারী মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 


চিত্রশিল্পী হেমেন মজুমদারের চিত্রকলার পরিচয় দাও। 


বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলােচনা করাে। 


বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান আলােচনা করাে। 


বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করাে। 


বাংলা চিত্রকলার ধারায় পুথির পাটাচিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও। 


বাংলার লােকচিত্রকলার ইতিহাসে দশাবতার তাসের অবস্থান ও গুরুত্ব নির্ণয় করাে। 


বাংলা লােকচিত্রকলার ইতিহাসে দেয়ালচিত্রের গুরুত্ব নির্ণয় করাে। 


নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে : ফ্রেসকো, রিলিফ। 


নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে: কঁাথ, পিণ্ডা। 


পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলােচনা করাে।