পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলােচনা করাে।

'পট' শব্দের গঠনগত অর্থ পটি + অ (অং) - ণ - বস্ত্র। লেখা বা ছবি আঁকার জন্য বস্ত্রখণ্ডকেও পট বলা হয়ে থাকে। ছবি আঁকার কাঠকেও পট বলা হত। চিত্রপট বা ছবিও পট নামে চিহ্নিত হত। সংস্কৃত ভাষায় পট শব্দের অর্থ কাপড়। পরবর্তীকালে বস্ত্রখণ্ডের উপর অঙ্কিত চিত্ৰই পট নামে চিহ্নিত হয়। কাপড়ের উপর যারা ছবি আঁকতেন অতীতে তারাই পট্টিদার > পট্টিকার > পটকার ১পটুয়া নামে চিহ্নিত করা হত। পরবর্তীকালে কাগজ আবিষ্কৃত হয় এবং তার ফলে কাপড়ের উপর ছবি আঁকার ধারাটিই কাগজের মধ্যে এসে পড়ে।


সুপ্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে পটের প্রচলন ছিল। এই পটের প্রথম ও প্রাচীনতম নিদর্শনটি মিশরের। বাইবেলের ওল্ডটেস্টামেন্টের কিছু নির্বাচিত গল্প নিয়ে আঁকা জড়ানাে পটের সন্ধান পাওয়া গেছে ইজরায়েলের এক পর্বত মুহায়। চিন, জাপান, নেপাল, তিব্বত প্রভৃতি স্থানে বৌদ্ধ জাতকের কাহিনি নিয়ে আঁকা জড়ানাে পটের সন্ধান পাওয়া গেছে।


ভারতবর্ষের অজস্র প্রাচীন পুথিতে পটের উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পাণিনি তাঁর অষ্টাধ্যায়ী ব্যাকরণে গ্রামের শিল্পীকে পটিদার বা পটুয়া আখ্যায় অভিহিত করেছেন। পতঞ্জলির মহাভাষ্য, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলমকিংবা অষ্টম শতকে রচিত বিশাখদত্তের মুদ্রারাক্ষসনাটকে পটুয়াদের। গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত থাকার বিবরণ লিপিবদ্ধ রয়েছে। এইসব গ্রন্থে পটুয়া প্রসঙ্গ থেকেই বােঝা যায় যে, চিত্রকর বা পটুয়াবৃত্তি এক অত্যন্ত প্রাচীন বৃত্তি.


কালীঘাটের পটের বিষয়বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


পট শব্দটির অর্থ কী? বাংলার লােকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 


বাংলায় সিনেমা প্রচলনের ইতিহাসের রূপরেখাটি নির্দেশ করাে : প্রসঙ্গত, নির্বাক যুগ (১৯১৭-৩০) ও সবাক যুগ (১৯৩১ থেকে)-এর সূচনা পর্বের সিনেমাগুলির পরিচয় দাও। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডান থিয়েটারের গুরুত্ব নির্দেশ করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা সিনেমার স্মরণীয় কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের পরিচয় দাও। 


বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলােচনা করাে। 

অথবা, তথ্যচিত্র বলতে কী বােঝ? বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 


ঔপনিবেশিক বাংলায় আধুনিক বিজ্ঞানচর্চার সূত্রপাতে বােটানিক্যাল গার্ডেনের ভূমিকা ব্যক্ত করে।