নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে: কঁাথ, পিণ্ডা।

কঁাথ : কঁাথ শব্দের অর্থ হল দেয়াল। এই দেয়ালে সাধারণত ফ্রেসকো ও রিলিফের কাজ লক্ষ করা যায়। রিলিফ সৃষ্টি করা হয় প্রথম গৃহনির্মাণের। সময়ে, আর প্রতিবছরই নানান উৎসব-অনুষ্ঠান উপলক্ষে ফ্রেসকো আঁকা হয়ে। থাকে। এই ফ্রেসকো বা রিলিফ নির্মাণের আগে দেয়ালকে সৃজন উপযােগী। করে তােলা হয়, কাকরমাটি, নীলমাটি ও সাদা মাটির প্রলেপন দিয়ে। মহিলারা। দেয়ালগুলিকে ছবি আঁকার উপযােগী ক্যানভাস করে তােলেন এবং ছবিও। অাঁকেন তাঁরাই। কিন্তু কঁাথ বা দেয়াল তৈরি করেন পুরুষেরাই।


পিণ্ডা : সাঁওতাল জনজাতির পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ির একেবারে নীচের অংশ অর্থাৎ গ্রাম্যভাষায় গাঙ্ দেয়ালকেই পিণ্ডা বলা হয়ে থাকে। এই পিণ্ডা কাথের নীচের অংশ যা কাথের থেকে বাইরের দিকে স্থূলভাবে শেষ হয়েছে। এটিকে মােটা করে গােবরের প্রলেপ দিয়ে শক্ত করে তৈরি করা হয়, যাতে জল লাগলে কিংবা বৃষ্টির ঝাপটায় নষ্ট না হয়ে যায়। এতে কালাে রং লাগানাে হয় এবং এমনভাবে তৈরি করা হয় যাতে এর ওপর মানুষ বসতে পারে। আমরা বসার জন্যে যে পিঁড়ি ব্যবহার করি, এই শব্দটি সেই 'পিণ্ডা' থেকেই এসেছে।


পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলােচনা করাে। 


কালীঘাটের পটের বিষয়বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


পট শব্দটির অর্থ কী? বাংলার লােকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 


বাংলায় সিনেমা প্রচলনের ইতিহাসের রূপরেখাটি নির্দেশ করাে : প্রসঙ্গত, নির্বাক যুগ (১৯১৭-৩০) ও সবাক যুগ (১৯৩১ থেকে)-এর সূচনা পর্বের সিনেমাগুলির পরিচয় দাও। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডান থিয়েটারের গুরুত্ব নির্দেশ করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলােচনা করাে। 


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা সিনেমার স্মরণীয় কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের পরিচয় দাও। 


বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলােচনা করাে। 

অথবা, তথ্যচিত্র বলতে কী বােঝ? বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে।