"আমাদের দিন ফুরিয়েছে।"—কে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করাে।

বক্তা ও প্রসঙ্গ: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ-নাটক 'নানা রঙের দিন' -এ প্রশ্নোধৃত অংশটির বক্তা বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। জীবনের সায়াহ্নে পৌঁছে অভিনয় জীবনের খ্যাতি এবং অভিনয়ের দক্ষতা ক্রমশই বিবর্ণ হয়ে যাচ্ছে বলে উপলদ্ধি করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। নায়ক চরিত্র থেকে তিনি এখন পার্শ্বচরিত্রের অভিনেতা মাত্র, এই নেতিবাচক অনুভূতি থেকে তার মনে তীব্র হতাশার জন্ম নেয়। আর এই প্রসঙ্গেই প্রম্পটার কালীনাথ সেনকে উদ্দেশ্য করে তিনি মন্তব্যটি করেন।


বক্তার উপলদ্ধির কারণ : মধ্যরাতে শূন্য প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে দাঁড়িয়ে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্মৃতিতে জেগে উঠেছে তাঁর অভিনয় জীবনের গৌরবােজ্জ্বল অতীত। অভিনয়ের জন্য একসময় জীবনের একমাত্র প্রেমের সম্পর্ককে ভেঙে দিয়েছিলেন তিনি, তার কাছে অভিনয়ই ছিল বেঁচে থাকার অবলম্বন। অতীতের ওই দিনগুলিতে অনায়াসেই তিনি ফুটিয়ে তুলতেন 'রিজিয়া নাটকে বক্তিয়ারের চরিত্র কিংবা সাজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার কাজ নষ্ট হয়ে যাওয়ায় নতুন চরিত্রকে ফুটিয়ে তােলার ক্ষমতাও তার নষ্ট হয়েছে—"...থিয়েটারের দেওয়ালে...লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ!" পুরােনাে দিনের স্মৃতিচারণ করতে করতে, বিভিন্ন চরিত্রের পুনরাভিনয়ের মাধ্যমে 'জীবনের পাত্র শূন্যতায় রিক্ত' হয়ে যাওয়ার উপলখি গ্রাস করে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে।


নানা রঙের দিন নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, রজনীকান্তের চরিত্রের মধ্যে একজন অভিনেতার চিরকালীন যন্ত্রণাই প্রকাশিত হয়েছে।—আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতা আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করাে। 

অথবা, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটেছে আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যে যে দুটি সত্তার প্রকাশ দেখা যায়, তা আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটকের সমাপ্তির তাৎপর্য আলােচনা করাে। 


নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলােচনা করাে। 


নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলােচনা করাে। 


...সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?- রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? 


এত যে শুনি বাইজেনটিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত? -কবির এই মন্তব্যের তাৎপর্য আলােচনা করাে। 


জয়তােরণে ঠাসা মহনীয় রােম।- কথাটি ব্যাখ্যা করাে। প্রসঙ্গটি উল্লেখের কারণ কী? 

অথবা, জয়তােরণে ঠাসা মহনীয় রােমা/বানাল কে?—মহনীয় রােম বলা হয়েছে কেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলােচনা করাে। 


বইয়ে লেখে রাজার নাম।রাজারা কি পাথর ঘাড়ে করে আনত? -কারা, কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 

অথবা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় পাথর ঘাড়ে করে আনত কারা? অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে?