"...এতে কোনাে গল্প নেই, কোনও—যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনাে পপুলার অ্যাপিল নেই...”—উক্তিটি কার? বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করাে।

বক্তা: শম্ভু মিত্রের 'বিভাব' নাটকে আলােচ্য উক্তিটি করেছেন সহ- অভিনেতা অমর গাঙ্গুলি।


মন্তব্যের বিশ্লেষণ : 'বিভাব' নাটকে দেখা যায়, নাট্যদলের সম্পাদকের নির্দেশে হাসির নাটক তৈরির রসদ খুঁজতে নাট্যকার ও অভিনেতা শম্ভু মিত্র হাজির হয়েছিলেন সহ-অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে। অমর গাঙ্গুলি তাঁর বাড়িতে শম্ভু মিত্রের আগমনের উদ্দেশ্য জেনে বাঙালিদের কাঁদুনে জাত’ হিসেবে যে পরিচিতি রয়েছে তার উল্লেখ করে বলেন—"... হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে।" এরপর অমর গাঙ্গুলি, বৌদি তৃপ্তি মিত্র দুজনেই শম্ভু মিত্রের কাছে হাসির কিছু নমুনা দেখতে চান। শম্ভু মিত্র তখন নিজের কল্পিত বসার ভঙ্গি নির্দেশ করে তাতে হাসি পাচ্ছে কি না তা জানতে চান। কিন্তু অমর গাঙ্গুলি এবং তৃপ্তি মিত্র দুজনেই অকপটে জানিয়ে দেন যে, শম্ভু মিত্রের এই বসার বিচিত্র ভঙ্গিতে তাদের মােটেও হাসি পাচ্ছে না। শম্ভু মিত্র বিস্ময় প্রকাশ করলেও অমর এবং তৃপ্তি দুজনেই প্রায় একযােগে জানিয়ে দেন "এতে হবে না"। মানুষের স্বার্থ জড়িত আছে এমন কোনাে গল্প না থাকলে তা মানুষকে আকর্ষণ করবে না এবং জনগণের মনে কোনাে আবেদন তৈরি হবে না বলে অমর গাঙ্গুলি জানিয়ে দেন শম্ভু মিত্রকে। তার এই মন্তব্য সৃজনশীলতা বনাম জনপ্রিয়তার চিরকালীন দ্বন্দ্বকে যেমন প্রকাশ করে, তেমনই জনপ্রিয়তার নিরিখ ঠিক কী হওয়া উচিত তা-ও যেন নির্দেশ করে।


পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।- এই মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করাে। নাট্যবিষয়ে এই মন্তব্যটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলােচনা করাে। 


...আমাদের একটা লভ সিন করা উচিত। -বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাটকে যে দৃশ্যটি তৈরি হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করাে। 


আরে সব সময়ে কি aesthetic দিক দেখলেই চলে? Box office বলেও তাে একটা কথা আছে? -বিভাব নাটকটি অবলম্বনে বক্তার এই মন্তব্যের তাৎপর্য আলােচনা করাে। 

অথবা, নান্দনিকতার সঙ্গে জনপ্রিয়তার বিপরীতধর্মিতা বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে আলােচনা করাে। 


...এটা অন্য রকমের লভ সিন; প্রগ্রেসিভ লভ সিন।– কেন দৃশ্যটিকে প্রগ্রেসিভ বলা হয়েছে নিজের ভাষায় লেখাে। 


...খিড়কি-সে কিউ উতার আয়া। চোট্টা হােঙ্গে জরুর-আরে-পাকড়াে।—কে, কখন এই মন্তব্য করেছেন বিভাব নাটকটি অবলম্বনে আলােচনা করাে। 


তা হলে আপনার হাসি জীবনে কোনােদিন পাবে না। -এই উক্তিটি কার? কেন তিনি এমন কথা বলেছেন? 


সংস্কৃতে তেরাে পেয়েছিলাম বলে হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রােমােশন দেননি। -বক্তার এই মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলােচনা করাে। 


এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না—হাসিও পাবে না...। -বক্তার এই মন্তব্যের তাৎপর্য আলােচনা করাে। 


এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না—জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? 


...কোথাও জীবনের খােরাক, হাসির খােরাক নেই। -বক্তার এই মন্তব্যটির কারণ আলােচনা করাে। 


জীবন কোথায়? -কে, কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? 


কোথাও জীবনের খােরাক, হাসির খােরাক নেই -বক্তা কে? কোথাও জীবনের খােরাক, হাসির খােরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন?