মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ।”— লেখক কখন, কোথায় এই দৃশ্য দেখেছিলেন? সেদিন আর কোন্ কোন্ দৃশ্য দেখেছিলেন লেখক?

দৃশ্যটি দেখার সময় এবং স্থান: সুভাষ মুখােপাধ্যায়ের 'মেঘের গায়ে জেলখানা' রচনা থেকে আমরা জানতে পারি যে, উত্তরবঙ্গের বক্সা যাওয়ার জন্য লেখক যখন মণিহারি ঘাট থেকে ট্রেনে চেপে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ অতিক্রম করে আবার বাংলাদেশে প্রবেশ করেন, তখন ট্রেনে বসে লেখক দেখতে পান, পাশের মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে মানুষ হেঁটে চলেছে।


লেখক সেদিন আর যে যে দৃশ্য দেখেছিলেন : লেখক সেইসময় আরও লক্ষ করেন যে, লােকগুলির মাথায় ছিল রংবেরঙের পাগড়ি এবং তাদের পাশে পাশে চলেছে গােরুর গাড়িও। গােরুর গাড়ির ছই-এর ওপর লাল ও নীলরঙা কাগজের পতাকা। সেইসব গােরুর গাড়ির চাকায় ওড়া ধুলাে আকাশে ঠেলে উঠেছে। তালপাতার ভেঁপু নিয়ে কয়েকটি ছােটো ছেলেকে সেই মেঠো পথ ধরে হেঁটে যেতে দেখেন লেখক। ট্রেনটা আর একটু এগিয়ে গেলেই লেখক বুঝতে পারেন যে, তারা সবাই মেলা থেকে ফিরেছে। ট্রেনটি এরপর একটি স্টেশনের কাছে এসে পৌঁছালে লেখক অদূরবর্তী একটি মাঠে রােদুরের মধ্যে অসংখ্য খােলা ছাতা দেখতে পান। লেখক বুঝতে পারেন, নিশ্চয় সেখানে কোনাে মজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মাঠের চারদিকে অনেকগুলাে তাঁবু ফেলা রয়েছে। সমস্ত এলাকাটা তখন গমগম করছিল।


ডানদিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি। -কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

অথবা সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও। 


সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা।—সান্তালবাড়ি থেকে কীভাবে লেখক বক্সা জেলখানায় পৌঁছেছিলেন, তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখাে। 


গাঁয়ের লােকে ঠাট্টা করে বলে—চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।—সাধু কে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখাে। 

অথবা সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে সাধুচরণের পরিচয় দাও। 


এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ।—কোন্ প্রসঙ্গে লেখকের কাছে এই সত্য ধরা পড়েছিল? কথাটির নিহিতার্থ আলােচনা করাে। 


এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ।— এখানে এরা বলতে কাদের কথা বােঝানাে হয়েছে? মুস্তাফার বিশদ পরিচয় দাও। 


কিন্তু এদের কারাে জন্যেই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির।— এদের বলতে কাদের কথা বলা হয়েছে? এই বন্দিশিবির কীভাবে তৈরি হয়েছিল, তার বর্ণনা দাও। 


জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। -কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির কী হেরফের লেখক লক্ষ করেছেন? 


দেশকে ভালােবাসা ছাড়া কোনাে অপরাধই যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি,- লেখক এখানে কাদের কথা বলেছেন? তাদের সম্পর্কে লেখকের যে মনােভাব প্রকাশিত হয়েছে, তা নিজের ভাষায় আলােচনা করাে। 


গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে। -কারা, কীভাবে গলার মধ্যে থলি বানায় তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখাে। 

অথবা বক্সা জেলে কয়েদিরা কীভাবে সােনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখত, তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখাে। 


আইনে নেই বলেই টাকা রাখবার মাজর কল করেছে তারা। -কারা কোথায় টাকার রাখবার মজার কল করেছে? মজার কল তৈরির পদ্ধতি উল্লেখ করাে। 


কেননা তাদের বড়াে ঘর, বনেদি বংশতারা সুয়ােরানির ছেলে।—কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে? তাদের বিষয়ে লেখক কী বলেছেন এবং তাদের প্রতি জেল-কর্তৃপক্ষের আচরণ পর্যালোচনা করাে। 


আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়।—কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দিশিবির তৈরি করেছিল, তখন সেখানকার পরিবেশ কেমন ছিল?