"জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের।" -কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির কী হেরফের লেখক লক্ষ করেছেন?

উদ্দিষ্ট জেলখানা: সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা থেকে সংকলিত এই উদ্ধৃতিটিতে বক্সা জেলখানার কথা বলা হয়েছে।


জেলখানায় অপরাধের তুলনায় শান্তির হেরফের : লেখক সুভাষ মুখােপাধ্যায় বক্সা জেলখানার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তিনি দুইপ্রকার কয়েদির সম্ধান পান-অভিজাত কয়েদি এবং অনভিজাত কয়েদি। খাদ্যে ভেজাল বা বিষ মিশিয়ে, অথবা নােট জাল করে, কিংবা ব্যাংক লুঠ করে আসা অর্থবান ঘরের, লেখাপড়া-জানা, ভদ্র, বিনীত কয়েদিরাই হল অভিজাত কয়েদি। আর চুরি, ডাকাতি, পকেটমারি, দাঙ্গা-হাঙ্গামা করে আসা হতদরিদ্র, ছােটোলােক পরিবারের নিরক্ষর, অভদ্র, সৌজন্যহীন কয়েদিরাই হল অনভিজাত কয়েদি। অভিজাত কয়েদিরা বহু মানুষকে ধনে-প্রাণে শেষ করলেও জেলের কর্তামহল তাদের তােয়াক্কা করে। বড়াে ঘর, বনেদি বংশের ছেলে বলে জেলে গিয়ে তারা সুখেই থাকে। অন্যদিকে, ক্ষুন্নিবৃত্তি নিবারণ করতেই অভাবের তাড়নায় চুরি ছিনতাই রাহাজানি করা অনভিজাত কয়েদিদের জন্য থাকে 'অনন্ত নরকবাসের ব্যবস্থা'। জেলের জুতাে সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সমস্ত কাজ বিনা মজুরিতে করিয়ে নেওয়া হয় এদের দিয়ে। তবুও "পান থেকে চুন খসলেই পিঠে ডান্ডা কিংবা লােহার নাল মারা বুটের লাথি"। জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের লক্ষ করেই লেখক অভিজাত কয়েদিদের 'সুয়ােরানির ছেলে' এবং অনভিজাত কয়েদিদের 'দুয়ােরানির ছেলে' বলে অভিহিত করেছেন।


দেশকে ভালােবাসা ছাড়া কোনাে অপরাধই যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি,- লেখক এখানে কাদের কথা বলেছেন? তাদের সম্পর্কে লেখকের যে মনােভাব প্রকাশিত হয়েছে, তা নিজের ভাষায় আলােচনা করাে। 


গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে। -কারা, কীভাবে গলার মধ্যে থলি বানায় তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখাে। 

অথবা বক্সা জেলে কয়েদিরা কীভাবে সােনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখত, তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখাে। 


আইনে নেই বলেই টাকা রাখবার মাজর কল করেছে তারা। -কারা কোথায় টাকার রাখবার মজার কল করেছে? মজার কল তৈরির পদ্ধতি উল্লেখ করাে। 


কেননা তাদের বড়াে ঘর, বনেদি বংশতারা সুয়ােরানির ছেলে।—কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে? তাদের বিষয়ে লেখক কী বলেছেন এবং তাদের প্রতি জেল-কর্তৃপক্ষের আচরণ পর্যালোচনা করাে। 


আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়।—কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দিশিবির তৈরি করেছিল, তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? 


সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে জেলের সাধারণ কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষ এবং জেল কর্মচারীদের অত্যাচার বর্ণনা করাে। 

অথবা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার বর্ণনা দাও। 

অথবা জেলখানা একটা আলাদা জগৎ। -সেই জগতের যে চিত্র মেঘের গায়ে জেলখানা পাঠে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখাে। 


জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর।— কোন্ জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হত? 


আজকাল বড় মন কেমন করে।—কার জন্য, কার মন কেমন করে? তার জীবনের কোন কথা জানা যায়? 


জেলে বন্দি সাধুচরণ ও মুস্তাফার জীবনকাহিনি সংক্ষেপে লেখাে। 


তােমরা হাত বাড়াও, তাকে সাহায্য করাে—লেখক কাকে, কীভাবে, কেন সাহায্য করতে বলেছেন? 


কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে।- কোন ঘটনা প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছে? 

অথবা, কিন্তু আজও সেই দুটো জলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে।—লেখকের এই রকম মন্তব্যের কারণ কী? 


হাত বাড়াও রচনাটির মূল বক্তব্য সংক্ষেপে আলােচনা করাে।  

অথবা, হাত বাড়াও রচনায় লেখকের বক্তব্যবিষয় কী বুঝিয়ে দাও।