গালিলিও MCQ (একাদশ শ্রেণি)

গালিলিও


গালিলিওকে ডাক্তারি পড়ানাের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন?

প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ‘গালিলিও’ প্রবন্ধ অনুযায়ী গালিলিওকে ডাক্তারি পড়ানাের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ এই পেশায় প্রচুর অর্থসমাগমের সম্ভাবনা আছে। গালিলিওর পরিবারের আর্থিক অবস্থা খারাপ ছিল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।


অ্যারিস্টটলীয় যুগে গালিলিও যখন ছাত্র তখন বেশিরভাগ ছাত্রকে কী পড়তে হত?

গালিলিওর ছাত্রাবস্থায় অর্থাৎ অ্যারিস্টটলীয় যুগে ছাত্রদের সকলকে দর্শনশাস্ত্র পড়তে হত।


গালিলিও প্রথম কোন্ পেশায় যুক্ত হন?

গালিলিও গৃহশিক্ষকতাকে তাঁর প্রথম পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।


গালিলিও কোন্ মতবাদে বিশ্বাসী ছিলেন?

গালিলিও গভীরভাবে বিশ্বাস করতেন কোপারনিকাসের বিশ্ববিন্যাসে।


গালিলিও-র কাজে খুশি হয়ে ভেনিস সরকার কী করেছিল?

গালিলিওর কাজে খুশি হয়ে ভেনিস সরকার তার শিক্ষকতার মেয়াদ ৬ বছর বাড়িয়ে দিয়েছিল।


ভেনিস কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর বেড়ে গিয়েছিল কেন?

দূরবিন আবিষ্কারের জন্য ভেনিস কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর বেড়ে গিয়েছিল।


গালিলিওর আবিষ্কৃত দূরবিন ভেনিস কর্তৃপক্ষের কোন কাজে লেগেছিল?

গালিলিও আবিষ্কৃত দূরবিন ভেনিস কর্তৃপক্ষ তথা সরকারের নৌবাহিনীর সুরক্ষার কাজে লেগেছিল।


বাংলা- একাদশ শ্রেণি


কর্তার ভূত MCQ (একাদশ শ্রেণি)


তেলেনাপােতা আবিষ্কার MCQ (একাদশ শ্রেণি)


 ডাকাতের মা MCQ (একাদশ শ্রেণি)


সুয়েজখালে : হাঙ্গর শিকার  MCQ (একাদশ শ্রেণি)


নীলধ্বজের প্রতি জনা MCQ (একাদশ শ্রেণি)


বাড়ির কাছে আরশীনগর MCQ (একাদশ শ্রেণি)


দ্বীপান্তরের বন্দিনী MCQ (একাদশ শ্রেণি)


নুন MCQ (একাদশ শ্রেণি)


বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে MCQ (একাদশ শ্রেণি)


'শিক্ষার সার্কাস' MCQ (একাদশ শ্রেণি)


দূরবিনের মধ্যে বৃহস্পতির চাঁদের ছবি দেখতে পাওয়াকে ধার্মিক পণ্ডিতেরা কী মনে করেছিলেন?

দূরবিনের মধ্যে বৃহস্পতির চাদের ছবি দেখতে পাওয়াকে ধার্মিক পণ্ডিতেরা যন্ত্রের কারসাজি বলে মনে করেছিলেন।


দূরবিনের ব্যবহারে রাজি না হওয়া ধর্মযাজক মারা গেলে গালিলিও কী বলেছিলেন?

দূরবিনের ব্যবহারে রাজি না হওয়া ধর্মযাজক মারা গেলে গালিলিও বলেছিলেন—হয়তাে এবার যাবার সময় বৃহস্পতির চন্দ্রগুলি দেখতে পাবেন।


কখন গালিলিও ভেবেছিলেন যে তিনি আকাঙ্ক্ষিত অবসর পাবেন?

যখন গালিলিওর ছাত্র কমাে তাস্কানীর গদিতে বসেন তখন গালিলিও ভেবেছিলেন যে তিনি সেখানে থাকতে পারলে আকাঙ্ক্ষিত অবসর পাবেন।


১৬০৯ খ্রিস্টাব্দে গালিলিও কেন অবসর চেয়েছিলেন?

অনেক বেশি বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা ও আবিষ্কার করার সুযােগের জন্য গালিলিও অবসর চেয়েছিলেন।


শিক্ষিত জনসাধারণের কাছে নিজের মত পৌঁছে দিতে গালিলিও কী করেছিলেন?

শিক্ষিত জনসাধারণের কাছে নিজের মত পৌঁছে দিতে গালিলিও লাতিন ভাষা ছেড়ে ইতালিয়ান ভাষায় লিখতে শুরু করেন।


গালিলিওর সহকর্মীদের বিদ্বেষ বেড়ে যাওয়ার কারণ কী?

গালিলিও নিজে প্রথম প্রথম সহকর্মীদের মনােভাব নিয়ে অনেক ঠাট্টা-তামাসা করতেন, তাই তাঁর বিরুদ্ধে সহকর্মীদের বিদ্বেষ বেড়ে যায়।


নতুন পােপ সম্পর্কে গালিলিও-র কী ধারণা ছিল?

নতুন পােপ সম্পর্কে গালিলিওর ধারণা ছিল—তিনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন।


গ্যালিলিও কে কেন্দ্র করে Inquisition-এর রায় কী ছিল?

গালিলিওর ভাবনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে চার্চ নিয়ন্ত্রিত Inquisition-এর রায় ছিল সূর্য জগতের কেন্দ্র স্বরূপ—এটি একটি অযৌক্তিক ধারণা।


খ্রিস্টানদের মধ্যে কোন্ অংশে গালিলিও-র খ্যাতি ছড়ায়?

খ্রিস্টানদের মধ্যে যাঁরা ছিলেন প্রােটেস্টান্ট, তাদের মধ্যেই গালিলিওর খ্যাতি ছড়িয়ে পড়ে।


গালিলিওর জীবনের মূলকথা কী ছিল?

গালিলিওর জীবনের মূলকথা ছিল আপ্তবাক্যকে বিশ্বাস করে জীবনকে গড়ে তুললে ভুল হবে।


কী কারণ দেখিয়ে গালিলিও র পিতা বেনেডিকৃটিনদের মঠ থেকে ছেলেকে নিয়ে এসেছিলেন?

গালিলিওর দৃষ্টিশক্তি ক্ষীণ বলে বেশি পড়াশােনা তার পক্ষে ক্ষতিকর—এই কারণ দেখিয়ে গালিলিওর পিতা বেনডিটিনদের মঠ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন।


"এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হল” —কোন্ স্বভাবের কথা বলা হয়েছে?

গালিলিও খুব যুক্তি তর্ক করতে ভালবাসতেন। তাঁর এই ঝোঁক বা প্রবণতা শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হল।


কীভাবে গালিলিও গণিত শাস্ত্রের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন?

ফ্লোরেন্সে গিয়ে তাদের পারিবারিক বন্ধু এক গণিতবিদের গণিত-পাঠদান শুনে গালিলিও গণিত শাস্ত্রের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন।


গালিলিও পিসা ত্যাগ করে ফ্লোরেন্সে এলেন কেন?

গালিলিওর পরিবার পিসা ত্যাগ করে পাকাপাকিভাবে ফ্লোরেন্সে চলে আসার জন্য তাকেও পিসা ত্যাগ করে ফ্লোরেন্সে চলে আসতে হয়।


“তার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিললাে"- কেমন করে বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলেছিল?

১৬১১ খ্রিস্টাব্দে গালিলিও যখন ৩৮ বছর পর স্বদেশে ফিরে এলেন তখন তার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল।


"এই সময় তার বৈপ্লবিক মতবাদের বিপক্ষে কেউ আপত্তি জানাল না।”—এই সময় বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে?

১৬০৪ খ্রিস্টাব্দে যখন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গালিলিওর চাকরির মেয়াদ বৃদ্ধি পায়, তখন তার বৈপ্লবিক মতবাদের বিরােধিতা কেউ করেননি।


ভেনিসের শাসকরা প্রতিটি জাহাজে দূরবিন বসিয়েছিলেন কেন?

ভেনিসের শাসকেরা তাদের নৌবাহিনীর প্রতিটি জাহাজে দূরবিন বসিয়েছিল, কারণ আক্রমণে উদ্যত শত্রু সেনাদের অনেক আগে থেকেই তাহলে দেখতে পাওয়া যাবে।


ভেনিসের ধর্মযাজকরা দুরবিনে চোখ রাখতে রাজি হয়নি কেন?

ভেনিসের ধর্মযাজকেরা দূরবিনে চোখ রাখতে রাজি হননি পাছে তাদের ধর্মবিশ্বাস টলে যায়—এই ভয়ে।


“যদি তাতে তিনি অস্বীকৃত হন" তবে কী করা হবে?

'যদি তাতে তিনি অস্বীকৃত হন' অর্থাৎ ইনকুইজিসনের নির্দেশ না মানেন তাহলে তাঁকে অর্থাৎ গালিলিওকে কারারুদ্ধ করা হবে।


“তার মুখ দিয়ে বলানাে হল"- কার মুখ দিয়ে কী বলানাে হল?

গালিলিওর মুখ দিয়ে বলানাে হল যে, তিনি কোপারনিকাসের মতের ওপর বিশ্বাস ত্যাগ করেছেন।


স্বদেশে ফেরার পর গালিলিও হঠাৎ লাতিন ছেড়ে ইতালিয়ান ভাষায় লেখালেখি শুরু করেন কেন?

গালিলিওর সময় রােমে জ্ঞানচর্চার ভাষা ছিল লাতিন। এই ভাষা সবাই বুঝতে পারত না। তাই গালিলিও নিজের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য ইটালিয়ান ভাষায় লেখালেখি শুরু করেন।


গালিলিওর জন্ম কোথায় হয়েছিল?

ইতালির পিসায় গালিলিওর জন্ম হয়েছিল।


গালিলিও প্রথম দুবছর কোন্ বিষয়ে পড়াশােনা করেন?

সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে গালিলিও প্রথম দুবছর পড়াশােনা করেন।


গালিলিও মঠের ছাত্র থাকার সময় তার বাবার কী ভয় হয়েছিল?

গালিলিওর বাবার ভয় ছিল তার ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেলে সংসারে নজর দেবার কেউ থাকবে না।


গালিলিও নিজে কী ভালােবাসতেন?

সংগীত ও চিত্রকলা।


অ্যারিস্টটল কে ছিলেন?

অ্যারিস্টটল ছিলেন একজন বিখ্যাত গ্রিক দার্শনিক।


কত বছর বয়সে গালিলিও প্রথম বিজ্ঞানচর্চা শুরু করেন?

২৪ বছর বয়সে গালিলিও প্রথম বিজ্ঞানচর্চা শুরু করেন।


গালিলিওর বাবা কবে মারা যান?

গালিলিওর বাবা ১৫৯১ খ্রিস্টাব্দে মারা যান।


গালিলিওর ভাই কোথাকার কলাবিদ হয়েছিলেন ?

গালিলিওর ভাই পােল্যান্ডের রাজদরবারের কলাবিদ হয়েছিলেন।


১৮ বছর গালিলিও কোন্ বিশ্ববিদ্যালয়ে কাটান?

গালিলিও ১৮ বছর পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে কাটান।


গালিলিওর কোন্ বক্তৃতা প্রচুর লােকে শুনতে আসত?

পাড়ুয়ায় গালিলিওর কোপারনিকাসের মতবাদের পক্ষে দেওয়া বক্তৃতা প্রচুর লােক শুনতে আসত।


কোন্ দেশের লােক প্রথম দূরের জিনিসকে কাছে দেখার যন্ত্র তৈরি করেন?

হল্যান্ডের লােক প্রথম দূরের জিনিসকে কাছে দেখার যন্ত্র তৈরি করেন।


"শীঘ্রই এই সমস্যার সমাধান হল”—কীভাবে সমস্যার সমাধান হল?

গালিলিও কাগজে প্ল্যান এঁকে আলাের রেখাপথের বিষয় বিচার করে দূরের জিনিস দেখার জন্য কাঁচের নল বানিয়ে সমস্যার সমাধান করলেন।


সমুদ্রপথে Venice-র নৌবাহিনী ঘুরে বেড়াত কেন?

নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরােপের নানা স্থানে কেনাবেচা করবার জন্য Venice-এর নৌবাহিনী ঘুরে বেড়াত।


গালিলিওর বাড়ি ফ্যাক্টরি হয়ে ওঠার কারণ কী?

ভেনিসের প্রতিটি জাহাজের জন্য দূরবিনের জোগান দিতে গালিলিওর বাড়ি ফ্যাক্টরি হয়ে উঠেছিল।


গালিলিও বৃহস্পতির কটি উপগ্রহ দেখেছিলেন?

গালিলিও বৃহস্পতির ৪টি উপগ্রহ দেখেছিলেন।


বিজ্ঞানচর্চায় অবসর পেতে গালিলিও কী করবেন ভাবলেন?

তাস্কানীর নতুন ডিউকের কাছে দরবার করতে চেষ্টা করবেন।


ভেনিসে কী ধরনের শাসনতন্ত্র প্রচলিত ছিল?

ভেনিসে উদার গণতন্ত্র প্রচলিত ছিল।


পােপ বেলারিমিনকে কী আদেশ দেন?

পােপ আদেশ দিলেন বেলারিমিন যেন গালিলিওকে বুঝিয়ে বলেন ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করতে।


কত খ্রিস্টাব্দে রােমে গালিলিওর ডাক পড়ল?

১৬১৬ খ্রিস্টাব্দে তার রােমে ডাক পড়ল।


গালিলিওর সুহৃদ কে ছিলেন?

কার্ডিনাল বেলারিমিন ছিলেন গালিলিওর সুহৃদ।


৩০ এপ্রিল তাকে কী স্বীকার করানাে হয়েছিল?

কথােপকথনের ছলে তিনি যা লিখেছেন, তা তাঁর বৃথা গর্বের, অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন।


“১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার"- কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে?

১৬০৯ খ্রিস্টাব্দে এক হল্যান্ডবাসী কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে চোখ রেখে দেখলেন যে, দূরের জিনিস বড় দেখাচ্ছে।


কোন্ বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশােনা শুরু করেন গালিলিও?

গালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি বিদ্যা নিয়ে পড়াশােনা শুরু করেন।


“তবে শেষ অবধি মঠ ছাড়তে হল।”—কোন্ মঠ?

গালিলিওকে তাস্কানী নগর-রাষ্ট্রের ভ্যালাম ব্রাসা নগরীতে বেনেডিটিন সম্প্রদায়ের মঠ ছাড়তে হয় একসময়।


“অভিভাবক ভেবেছিলেন এতেই অর্থাগমের বিপুল সম্ভাবনা।"- কীসে?

গালিলিওর অভিভাবক ভেবেছিলেন যে, ডাক্তারিতেই অর্থাগমের বিপুল সম্ভাবনা।


"কাজেই গালিলিও অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন,"- দরজার কাছে গালিলিও দাঁড়িয়ে ছিলেন কেন?

ফ্লোরেন্সের গণিতবিদের সঙ্গে দেখা করতে গিয়ে গালিলিও দেখেন যে, তাস্কানীর শাসক-পুত্র তাঁর কাছে পড়ছে। তাই তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন।


“সেই থেকে ডাক্তারি পড়ার আনন্দ পান না।”—কোন্ ঘটনার পর থেকে ডাক্তারি পড়ার আনন্দ ছিল না?

গালিলিও তাদের পারিবারিক বন্ধু গণিতবিদের বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে তার অসাধারণ গণিত-পাঠদান যখন শােনেন, তার পর থেকে তাঁর ডাক্তারি পড়ার আনন্দ ছিল না।


“কাজেই গালিলিও চলে এলেন ফ্লোরেন্সে।”—কখন গালিলিও ফ্লোরেন্সে চলে এলেন?

গালিলিওর পিতা সপরিবার ফ্লোরেন্সে চলে এলে গালিলিও ফ্লোরেন্সে চলে আসেন।


"তবে ১৫৮৮ সালে দেখি,"- কী দেখা যায়?

১৫৮৮ খ্রিস্টাব্দে দেখা যায় যে, গালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।


"একজন হিসাব করে বলেছেন”—কী বলেছেন?

একজন হিসাব করে বলেছেন যে, ৬০ স্কুডি তৎকালীন হিসাবে ছিল ৯০০-১০০০ টাকার সমতুল।


“এতে পরিবারের সব খরচ চালানাে দুষ্কের।"- এতে বলতে কার কথা বলা হয়েছে?

গালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে বছরে যে ৬০ স্কুডি বেতন পেতেন, এতে বলতে তার কথাই বলা হয়েছে।


“গালিলিও হলেন কর্তা।"- কখন গালিলিও কর্তা হলেন?

১৫৯১ খ্রিস্টাব্দে গালিলিওর পিতা মারা গেলে গালিলিও পরিবারের কর্তা হন।


“গালিলিওকে তাদেরও দেখতে হত।"- কাদের দেখতে হত?

গালিলিওর ভাই পােল্যান্ডে চলে গেলে ফ্লোরেন্সের বাড়িতে থেকে যাওয়া তার স্ত্রী ও সাত সন্তানকে দেখতে হত গালিলিওর।


"অপর দিকে চাইছেন, কী করে তার প্রচুর অর্থাগম হয়।"- অর্থাগমের জন্য কীভাবে সচেষ্ট হয়েছিলেন গালিলিও?

অর্থাগমের জন্য গালিলিও ব্যাবসা করতে চেয়েছেন, উমেদারি করেছেন, নানা স্থানে ছুটোছুটি করেছেন এবং কর্মস্থলও পরিবর্তন করেছেন।


“এখানেই শুরু হল তার প্রকৃত বিজ্ঞানীর জীবন।"- কোথায়?

ভেনিস নগররাষ্ট্র তথা রাজ্যেই শুরু হয়েছিল গালিলিওর বিজ্ঞানী জীবন, যার অন্তর্গত ছিল পাড়ুয়া বিশ্ববিদ্যালয়।


“তার মন জুগিয়ে তাও করতেন গালিলিও সময় সময়।"- গ্যাললিও কার মন জুগিয়ে, কী করতেন?

তাস্কানীর ডিউক-পুত্র কসমাের মার অর্থাৎ রানিমার মন জোগানাের জন্য গালিলিও জ্যোতিষশাস্ত্রাক্ত রাশিচক্র কেটে ভবিষ্যৎ গণনা করতেন।


“যদিও এতে তিনি নিজে বিশ্বাস করতেন কিনা বলা শক্ত।”—কীসে বিশ্বাসের কথা বলা হয়েছে?

গালিলিও ফলিত জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন কিনা বলা শক্ত।


"প্রচুর লােক শুনতে আসছে এইসব মনােজ্ঞ বক্তৃতা।”—কোন বক্তৃতার কথা বলা হয়েছে?

গালিলিও পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্ববিন্যাসের পক্ষে যেসব বক্তৃতা দিয়েছিলেন, সেসবের কথাই এখানে বলা হয়েছে।


“আকাশের দিকে ফিরিয়ে গালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন।"- কী কী নতুন দৃশ্য দেখেছিলেন?

আকাশের দিকে তাকিয়ে গালিলিও চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে নক্ষত্রের সমাবেশ, পৃথিবীর উপগ্রহ চাঁদ, বৃহস্পতির চারটি উপগ্রহ—এসব নতুন দৃশ্য দেখেছিলেন।


"তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না।"- পণ্ডিতেরা কী বিশ্বাস করতে চাইলেন না?

চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে নক্ষত্রের সমাবেশ, পৃথিবীর উপগ্রহ চাঁদ, বৃহস্পতির চারটি উপগ্রহ—দূরবিনে দেখতে পাওয়া এসব বিষয় বিশ্বাস করেননি ধার্মিক পণ্ডিতেরা।


"এতে গালিলিও-র আমােদ লাগল।”—কীসে?

তৎকালীন ধার্মিক পণ্ডিতেরা যে তাদের ধর্মবিশ্বাস টলে যাওয়ার ভয়ে দূরবিনের ভিতর দিয়ে কোনােকিছু দেখতে চাইলেন না, তাতেই গালিলিওর আমােদ লেগেছিল।


“সেই সময়ে গালিলিও রহস্য করে বললেন”—কোন্ সময়ে?

বৃহস্পতির উপগ্রহে অবিশ্বাসী এক উচ্চপদস্থ ধর্মযাজক, যিনি দূরবিন ব্যবহারে অসম্মত ছিলেন, তাঁর মৃত্যুর অব্যবহিত পরের কথা এখানে বলা হয়েছে।


"যা এখানকার লােকেরা চায়।"- কারা, কী চায়?

ভেনিসের লােকেরা চাইতেন যে, গালিলিও যতদিন-সম্ভব সেই নগর রাষ্ট্রে বক্তৃতাদান এবং লেখাপড়া করুন।


"সে কোনাে এক দেশের স্বতন্ত্র রাজার কাছ থেকেই পাওয়া সম্ভব।"- কী?

বৈজ্ঞানিক গবেষণার জন্য অবসর এবং অর্থানুকূল্য—যুগপৎ এই দুই সুবিধার কথা এখানে বলা হয়েছে।


"এক বৎসর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন"- কে কাদের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন?

তাস্কানীর রাজার বিশ্বস্ত মন্ত্রী এবং কর্মচারীদের সঙ্গে এক বছর ধরে গালিলিও কথাবার্তা চালিয়েছিলেন।


"তাই সারাজীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে,”—কাদের মনে কী ধারণা বদ্ধমূল থেকে যায়?

সাক্ষর ইটালিবাসীর মনে বদ্ধমূল থেকে যায় যে, লাতিন ভাষায় লেখা প্রকাণ্ড ও জ্ঞানগর্ভ বইগুলি তাঁদের কাছে অবরুদ্ধ হয়ে থাকবে।


"কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদবােধন করতে যে,"- সেই সত্য জ্ঞান টা কী?

'সত্য জ্ঞানটা' হল, বিশ্বপ্রকৃতি মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে, বুদ্ধি দিয়েছেন তার মর্মকথা বুঝতে এবং নিজেদের কাজে লাগাতে।


"নিজের দূরবীণ দিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন।"- স্বদেশে ফিরে আসার পর গালিলিও কী কী নতুন আবিষ্কার করেন?

স্বদেশে ফিরে আসার পর গালিলিও সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্রগ্রহের ঔজ্জ্বল্যের হ্রাসবৃদ্ধি এবং শনির বলয়—এই তিনটি নতুন বিষয় আবিষ্কার করেন।


'তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন।"- এ প্রসঙ্গে 'সনাতনী' বলতে লেখক কাদের কথা উল্লেখ করেছেন?

লেখক সনাতনী বলতে ফ্লোরেন্সের ডােমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসী এবং পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক ও ছাত্রের কথা উল্লেখ করেছেন।


"ধর্মযাজকরা প্রচার করতে লাগলেন যে,"- কী প্রচার করতে লাগলেন?

ধর্মযাজকরা প্রচার করেন যে, গালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী, এমনকি বাইবেলের কথার বিরুদ্ধও।


"সূর্য যে জগতের কেন্দ্রস্বরূপ—এটি অযৌক্তিক এবং যথার্থ ধর্মমতের পরিপন্থী।"- Inquisition তার এই বক্তব্যের সপক্ষে কী যুক্তি দিয়েছিল?

Inquisition তাঁর বক্তব্যের সপক্ষে বলেছিল যে, সূর্যকেন্দ্রিক মতবাদ বাইবেলের অনেক লেখার সঙ্গে মেলে না, যেসব মতবাদ ততদিন পর্যন্ত যাজক ও পণ্ডিতেরা শিক্ষা দিয়েছেন।


"আর তা যদি তিনি না করতে চান”—কী না করতে চাওয়ার কথা বলা হয়েছে?

গালিলিওর সূর্যকেন্দ্রিক ভ্রান্ত ব্ৰত্মাণ্ড-মতবাদে বিশ্বাস ত্যাগ করতে না চাওয়ার কথা বলা হয়েছে এখানে।


“আর তা যদি তিনি না করতে চান,"- তাহলে কী করা হবে বলে জানিয়েছিলেন পােপ?

পােপ জানিয়েছিলেন, লেন যে, গালিলিও অরাজি হলে তাকে তাঁর ভ্রান্ত মত প্রচার বা আলােচনা বন্ধ করার বিধিবদ্ধ আদেশ দেওয়া হবে।


"এক সময়ে গালিলিও ভাবতেন—ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন।”—কার সম্বন্ধে একথা ভেবেছিলেন গালিলিও?

পােপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছিলেন, তাঁর সম্বন্ধে গালিলিও এরূপ ভেবেছিলেন।


“ফলে ইতালি দেশই পিছিয়ে পড়ল।"- ইতালি দেশ পিছিয়ে পড়ার কারণ কী?

ইতালিতে সনাতনপন্থী ধার্মিকরা বিজ্ঞানকে শ্বাসরুদ্ধ করতে চেষ্টা করেছিলেন বলেই ইতালি দেশটি পিছিয়ে গিয়েছিল।


কোন্ কোন্ দেশে ‘গালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করল'?

ফ্রান্স, ইংল্যান্ড এবং ইতালি ছাড়া ইউরােপের অন্যান্য দেশে গালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করেছিল।


গালিলিওর ছােটোভাই কে ছিলেন এবং তিনি কোন্ পদ লাভ করেছিলেন?

গালিলিওর ছােটোভাই ছিলেন মাইকেল এনজেলাে এবং তিনি পােলান্ডের রাজদরবারে কলাবিদ হয়েছিলেন।


মঠে ভরতি হয়ে গালিলিও দুবছর ধরে কী কী শিখেছিলেন?

মাত্র তেরাে বছর বয়সে বেনেডিকৃটিন সম্প্রদায়ের মঠে ভরতি হয়ে গালিলিও দু-বছর ধরে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।


“এক বছর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন।”—কে, কার সঙ্গে কথাবার্তা চালালেন?

তাস্কানীর নতুন ডিউকের কাছে আশ্রয় নেওয়ার জন্য গালিলিও রাজার বিশ্বস্ত মন্ত্রী ও কর্মচারীদের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন।


শৈশবে গালিলিও কী ভালােবাসতেন?

শৈশবে গালিলিও ভালােবাসতেন সংগীত এবং চিত্রকলা, আর অল্প বয়স থেকেই চাইতেন সবকিছু হাতেকলমে করে দেখাতে।


কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে গালিলিও পড়া শুরু করেন?

১৮৫১ খ্রিস্টাব্দে গালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়া শুরু করেন।


“এ সত্ত্বেও পৃথিবী চলমান”—কখন গালিলিও এই উক্তি করেন?

এরকম প্রবাদ আছে যে, ইনকুইজিশন-এর বিচারকদের সামনে হাঁটুগাড়া অবস্থা থেকে যখন তিনি দাঁড়িয়ে ওঠেন তখনই গালিলিও মন্তব্যটি করেন।


গালিলিওর খ্যাতি ও তার প্রতি সহানুভূতি খ্রিস্টীয় কোন মহলে ছিল?

গালিলিওর খ্যাতি ও তাঁর প্রতি সহানুভূতি ছিল সেই খ্রিস্টীয় মহলে যাঁরা রােমান ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন না।


গালিলিওকে কী স্বীকার করানাে হয়েছিল?

গালিলিওকে স্বীকার করানাে হয়েছিল যে টলেমি ও কোপারনিকাসের বিশ্ববিন্যাসের গুণাগুণ নিয়ে তিনি যা লিখেছেন সবই তার মিথ্যা অহংকার আর অসতর্কতার নিদর্শন।


নিজের দূরবিন নিয়ে গালিলিও কী কী নতুন আবিষ্কার করলেন?

গালিলিও নিজের দূরবিন দিয়ে চাদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহসমূহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্রগ্রহের চন্দ্রের মতাে ঔজ্জ্বল্যের হ্রাসবৃদ্ধি, শনির বলয় ইত্যাদি অনেক জিনিস আবিষ্কার করেন।


গালিলিও পরিবারের কর্তা হয়ে কাদের দায়িত্বভার বহন করেছিলেন?

গালিলিওকে পরিবারের কর্তা হয়ে মা, দুই বােন এবং তার ছােটোভাই-এর স্ত্রী ও সাত ছেলেমেয়ের দায়িত্ব নিতে হয়েছিল।


১৫ বছর বয়সে গালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল কেন?

গালিলিওর বাবার মনে ভয় ছিল যে মঠে থাকলে ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে, তাই ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ এবং বেশি পড়াশােনা ক্ষতিকর এই অজুহাতে তাকে মঠ থেকে ছাড়িয়ে আনা হয়।


গালিলিওকে কেন শাস্তি পেতে হয়েছিল?

গালিলিও তার বই-এ কোপারনিকাসের আহ্নিক এবং বার্ষিক গতির ধারণাকে সমর্থন করা ধর্মবিশ্বাস-বিরােধী হয়ে দেশের অমঙ্গল ঘটিয়েছে—এই অজুহাতে গালিলিওকে শাস্তি পেতে হয়।


"১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার”—নতুন ব্যাপারটি কী?

১৬০৯ খ্রিস্টাব্দে হল্যান্ডে একজন কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ সেটি একটা নলের দু-পাশে রেখে দেখলেন দূরের জিনিস বড়াে দেখায়। এই নতুন ব্যাপারটি ১৬০৯-এ ঘটেছিল।


গালিলিওর পিতার গুণপনার পরিচয় দাও।

গালিলিওর পিতা পুরাণ-সাহিত্যে কৃতবিদ্যা ছিলেন, সংগীত ও গণিতে তার দখল ছিল এবং নিজে ভালাে লিউট বাজাতে পারতেন। সংগীততত্ত্বের উপরে তিনি অনেক বইও লেখেন।


“তারা গােপনে অভিযােগ করলেন।"- কারা কী অভিযােগ করেছিলেন?

ধর্মযাজকরা অভিযােগ করেছিলেন যে, গালিলিও ধর্ম বিদ্বেষ প্রচার করেছেন, বাইবেলের উপরে মানুষের বিশ্বাস নষ্ট করেছেন।


"পােপ আদেশ দিলেন...”—পােপের আদেশ কী ছিল?

পােপ কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন আহ্নিক, বার্ষিক গতি বিষয়ে গালিলিওকে তাঁর ভ্রান্ত ধারণা ত্যাগ করতে বলেন।