বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে MCQ (একাদশ শ্রেণি)

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে



গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও ও এলিসেন্দা প্রচুর কাঁকড়া মারায় পেলাইওকে কী করতে হয়েছিল?

বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও ও এলিসেন্দা প্রচুর কাঁকড়া মারায় পেলাইওকে ভিজে একশা উঠোন পেরিয়ে সেগুলােকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে তাদের নবজাত শিশুর কী কারণে জ্বর হয়েছিল বলে তারা অনুমান করেছিল?

মরা কাঁকড়ার পচা বদ গন্ধ থেকে তাদের নবজাত শিশুর জ্বর হয়েছিল বলে পেলাইওরা অনুমান করেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে দুপুরবেলার আলাে ম্লান হয়ে আসায় পেলাইওর কী অসুবিধা হয়েছিল?

দুপুরবেলার আলাে ম্লান হয়ে আসায় পেলাইওর উঠোনের পিছনের কোণে কী ছটফট করছে সেটা দেখতে অসুবিধা হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে উঠোনের পেছনের কোণের কাছে গিয়ে পেলাইও কী দেখতে পায়?

উঠোনের পেছনের কোণের কাছে গিয়ে পেলাইও দেখতে পায় যে, একটি বুড়াে লােক কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে সেই সময় বেলাভূমির বালিকে কেমন দেখাচ্ছিল?

সেই সময় বেলাভূমির বালিকে কাদা আর পচা খােলকমাছগুলাের এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপের মতাে দেখাচ্ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে বৃদ্ধ লােকটির অবস্থা কেমন ছিল?

বৃদ্ধ লােকটির অবস্থা ছিল ঝােড়াে কাকের প্র- প্রপিতামহের করুণ দশার মতাে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে বুড়ােটির সম্বন্ধে পেলাইও ও এলিসেন্দা কী সিদ্ধান্তে পৌঁছেছিল?

পেলাইও-এলিসেন্দার মতে বুড়ােটি ছিল ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক।


বাংলা- একাদশ শ্রেণি


কর্তার ভূত MCQ (একাদশ শ্রেণি)


তেলেনাপােতা আবিষ্কার MCQ (একাদশ শ্রেণি)


 ডাকাতের মা MCQ (একাদশ শ্রেণি)


সুয়েজখালে : হাঙ্গর শিকার  MCQ (একাদশ শ্রেণি)


গালিলিও MCQ (একাদশ শ্রেণি)


নীলধ্বজের প্রতি জনা MCQ (একাদশ শ্রেণি)


বাড়ির কাছে আরশীনগর MCQ (একাদশ শ্রেণি)


দ্বীপান্তরের বন্দিনী MCQ (একাদশ শ্রেণি)


নুন MCQ (একাদশ শ্রেণি)


'শিক্ষার সার্কাস' MCQ (একাদশ শ্রেণি)


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে থুরথুরে বুড়াে লােকটির সেখানে আসার কী কারণ ছিল বলে প্রতিবেশিনী মনে করেছিল?

প্রতিবেশিনী মনে করেছিল থুরথুরে বুড়াে লোকটি সেখানে বাচ্চাকে নিয়ে যেতে এসেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে পেলাইওরা কেন বৃদ্ধ লােকটিকে মুগুর দিয়ে পেটায়নি?

পেলাইওরা বৃদ্ধ লােকটিকে মুগুর দিয়ে পেটায়নি কারণ তারা তাকে স্বর্গীয় ষড়যন্ত্রের ফলে পালিয়ে বাঁচা দেবদূত মনে করেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে উষার আলাে ফোটামাত্র উঠোনে গিয়ে পেলাইও ও এলিসেন্দা কী দেখতে পায়?

উষার আলাে ফোটামাত্র উঠোনে গিয়ে পেলাইও ও এলিসেন্দা দেখতে পায়—পুরাে পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূত হিসেবে প্রচারিত বৃদ্ধ লােকটিকে দেখছে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লােকটির কী মত ছিল?

দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লােকটির মত ছিল যে, বুড়াে লােকটিকে জগতের পুরপিতা করে দেওয়া উচিত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে দর্শকদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লােকটির কী মনে হয়েছিল?

দর্শকদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লােকটির মনে হয়েছিল, বুড়াে লােকটিকে পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হােক।


“কৌতুহলীরা এল দূর-দূরান্তর থেকে।"- ডানাওয়ালা থুরথুরে বুড়ােকে দেখতে আসা কৌতূহলীদের দলে ছিল এমন দুজনের পরিচয় দাও।

ডানাওয়ালা বুড়ােকে দেখতে আসা কৌতূহলীদের মধ্যে ছিল স্বাস্থ্যের সন্ধানে আশা কিছু দুর্ভাগা ও অশক্ত মানুষেরা, আর জন্ম থেকেই হৃদয়ের অসুখে কাতর একটি মেয়ে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে পাদরি গােনসাগার লাতিন ভাষায় জানানাে সুপ্রভাতের প্রত্যুত্তরে বুড়ো লােকটি কী বলেছিল?

পাদরি গােনসাগার লাতিন ভাষায় জানানাে সুপ্রভাতের প্রত্যুত্তরে বুড়াে লােকটি তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন স্বরে দুর্বোধ্য ভাষায় কী যেন একটা বলেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কৌতুহলী দর্শকদের গােনসাগা কী মনে করিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছিলেন?

কৌতুহলী দর্শকদের গােনাসাগা রােমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদভ্যাস আছে মনে করিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছিলেন।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে বন্দি দেবদূতের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় কী হয়েছিল?

বন্দি দেবদূতের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় পেলাইওদের বাড়ির সামনে হাটবাজারের ভিড় এসে জমায়েত হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে "শেষটায় তার মাথায় ফন্দিটা খেলে গেলাে"- ফন্দিটা কী?

"শেষটায় তার মাথায় ফন্দিটা খেলে গেলাে"- ফন্দিটা ছিল বুড়ােকে দেখার জন্য দর্শনি বাবদ পাঁচ সেন্ট করে আদায় করা।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে বুড়াে লােকটিকে দেখতে আসা একটি পাের্তুগিজ লােকের ঘুমের সমস্যা হওয়ার কারণ কী ছিল?

পাের্তুগিজ ব্যক্তিটির ঘুমের সমস্যা হওয়ার কারণ ছিল তারাদের কোলাহল তার ঘুম চটিয়ে দেয়।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে ঘুমে হাঁটা লােকের সমস্যা কী ছিল?

ঘুমে হাঁটা লােকটি দিনে জেগে থাকা অবস্থায় যা যা করত, রাত্তিরে ঘুমের ঘােরে উঠে সেসব পণ্ড করে দিত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে থুরথুরে বুড়াে লােকটিকে নিয়ে পেলাইও, এলিসেন্দা খুশি ছিল কেন?

থুরথুরে বুড়াে লােকটিকে নিয়ে পেলাইও, এলিসেন্দা খুশি ছিল কারণ সপ্তাহ শেষ হওয়ার আগে তাদের ঘরগুলাে টাকায় ভরতি হয়ে উঠেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে' গল্পে সেই দেবদূতকে ন্যাপথলিন খাওয়ানাের চেষ্টা করা হয় কেন?

সেই দেবদূতকে ন্যাপথলিন খাওয়ানাের চেষ্টা করা হয় কারণ পেলাইওদের জ্ঞানী প্রতিবেশিনীর মতে, ন্যাপথলিনই হল দেবদূতদের উপযুক্ত খাদ্য।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে বুড়াে লােকটির উদ্দেশে ঢিল ছোঁড়া হত কেন?

বুড়াে লােকটির উদ্দেশে ঢিল ছোঁড়া হত দাঁড়ানাে অবস্থায় তাকে কেমন লাগে তা দেখার জন্য।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কখন সেই বুড়াে লােকটির চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল?

যখন বুড়াে লােকটিকে তপ্ত লােহা দিয়ে ছ্যাকা দেওয়া হয়েছিল তখন সেই বুড়াে লােকটির চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে পাদরি গােনসাগা কীভাবে ভিড়ের ছ্যাবলামিকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন?

পাদরি গােনসাগা বাড়ির ঝি-চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়ে ভিড়ের ছ্যাবলামিকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে একটি মেয়ে মাকড়সায় পরিণত হয়েছিল কেন?

মেয়েটি মাকড়সায় পরিণত হয়েছিল কারণ সে তার বাবা মায়ের অবাধ্য হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে' গল্পে দেবদূতের নামে চালানাে অলৌকিক ঘটনাগুলাে প্রকৃতপক্ষে কী ছিল?

দেবদূতের নামে চালানাে অলৌকিক ঘটনাগুলাে প্রকৃতপক্ষে এক ধরনের মানসিক উত্তেজনা ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে পেলাইওদের বাড়ির সামনে থেকে ভিড় সরে যাওয়া সত্ত্বেও তারা বিলাপ করেনি কেন?

পেলাইওদের বাড়ির সামনে থেকে ভিড় সরে যাওয়া সত্ত্বেও তারা বিলাপ করেনি কারণ ইতিমধ্যেই তারা দর্শনি বাবদ প্রভূত অর্থ উপার্জন করে ফেলেছে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে শহরের কাছে পেলাইও কী বানিয়েছিল?

শহরের কাছে পেলাইও খরগােশ পালন করবার ঘিঞ্জি গােলকধাঁধা বানিয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে এলিসেন্দা দর্শনিবাবদ পাওয়া অর্থ থেকে কী তৈরি করেছিল?

এলিসেন্দা দর্শনিবাবদ পাওয়া অর্থ থেকে কতগুলাে উঁচু খুরওয়ালা ঢাকা জুতাে আর রামধনুরঙা রেশমি কাপড় তৈরি করেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে পেলাইও, এলিসেন্দা কেন রাসায়নিক দিয়ে মুরগির খাঁচাটিকে ধুয়েছিল?

পেলাইও, এলিসেন্দা সম্ভবত গােবরের স্তূপের দুর্গন্ধ দূর করার জন্য রাসায়নিক দিয়ে মুরগির খাঁচাটিকে ধুয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে কে দেবদূতের হৃদপিণ্ডের ধুকধুক শব্দ শােনার লােভ সামলাতে পারেনি?

যে ডাক্তার পেলাইও, এলিসেন্দার জলবসন্তে আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য এসেছিলেন তিনি দেবদূতের হৃদপিণ্ডের ধুকধুক শব্দ শােনার লােভ সামলাতে পারেনি।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে ডাক্তারের সবচেয়ে অবাক লেগেছিল কোন্ জায়গায়?

ডাক্তারের সবচেয়ে অবাক লেগেছিল বৃদ্ধ লােকটির ডানা দুটির যুক্তি ও প্রকৃতি নিয়ে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে পেলাইও, এলিসেন্দার বাচ্চা কবে স্কুলে যাওয়া শুরু করে?

পেলাইও, এলিসেন্দার বাচ্চা রােদে বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংস হওয়ার কিছুকাল পরে স্কুলে যাওয়া শুরু করে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূত কেন নানা জিনিসপত্রে ধাক্কা খেত?

দেবদূত নানা জিনিসপত্রে ধাকা খেত কারণ তার প্রত্নপ্রাচীন চোখ আরও ঘােলাটে হয়ে গিয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে পেলাইও-এলিসেন্দার কখন মনে হয় যে, দেবদূত ক্রমশ সেরে উঠেছে?

ডিসেম্বরের গােড়ার দিককার প্রথম রােদ্দুরে পেলাইও, এলিসেন্দার মনে হয় যে, দেবদূত ক্রমশ সেরে উঠছে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কখন এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেলে?

এলিসেন্দা যেদিন দেখে যে, বৃদ্ধ লোকটি একটু নড়বড়েভাবে হলেও উড়তে পারল, তখন স্বস্তির নিশ্বাস ফেলে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে কিছু দূরদর্শী দর্শক বুড়ােটিকে কীভাবে কাজে লাগাতে চেয়েছিল?

কিছু দূরদর্শী দর্শক বুড়ােটিকে দিয়ে পৃথিবীতে এক নতুন ডানাওয়ালা মানুষ জাতির জন্ম দিতে চেয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে শয়তানের কী রকম বদ অভ্যেস আছে বলে পাদরি গােনসাগা জানিয়েছিল?

শয়তানের রােমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে এসে কৌশলে ল্যাং মারার বদ অভ্যেস আছে বলে পারি গােনসাগা জানিয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে ঈশ্বরের ভাষা বলতে কোন ভাষাকে বলা হয়েছে?

ঈশ্বরের ভাষা বলতে যাজক শ্রণির ব্যবহৃত লাতিন ভাষাকে বলা হয়েছে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূতকে শনাক্ত করতে ডানা উল্লেখযােগ্য নয় কেন?

দেবদূতকে শনাক্ত করতে ডানা উল্লেখযোগ্য নয়, কারণ বাজপাখি, উড়ােজাহাজ উভয়েরই ডানা আছে কিন্তু এর মধ্যে একজনের প্রাণ আছে আর অপরজনের নেই।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে পাদরি গােনসাগা কী কথা দিয়েছিলেন?

পাদরি গােনসাগা তাঁর বিশপকে বৃদ্ধ লােকটির বিষয়ে একটি চিঠি দেবেন বলে কথা দিয়েছিলেন।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কোন্ বিষয়ে রায় দেবেন?

উচ্চতম আদালতের সর্বাধিনায়ক বিশাল ডানাওয়ালা থুরথুরে দুর্বল বৃদ্ধের সম্পর্কে কী করা উচিত সেই বিষয়ে রায় দেবেন।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে ভিড় সামলাতে প্রথমদিকে পেলাইওদের কী করতে হয়েছিল?

ভিড় সামলাতে প্রথমদিকে পেলাইওদের সঙিন সমেত সেনাবাহিনীকে ডাকতে হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে ভিড় দেখে এলিসেন্দার মাথায় কী পরিকল্পনা এসেছিল?

ভিড় দেখে এলিসেন্দার মাথায় উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই দর্শনিবাবদ পাঁচ সেন্ট করে আদায় করার পরিকল্পনা এসেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে ভ্রাম্যমাণ সার্কাস দল কী নিয়ে এসেছিল?

ভ্রাম্যমাণ সার্কাস দল এক উড়ন্ত দড়বাজিকর নিয়ে এসেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে বৃদ্ধের ডানাগুলাে দেখতে কেমন ছিল?

বৃদ্ধের ডানাগুলাে দেখতে কোনাে নক্ষত্র বাদুড়ের মতো ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূতের কাছে কারা এসেছিল?

দেবদূতের কাছে অনেক দুর্ভাগা-অশক্তরা, জন্মাবধি হৃদয়ের অসুখে ভােগা এক বেচারি মেয়ে, এক পাের্তুগিজ, ঘুমে হাঁটা এক লােক এবং আরও অনেকে এসেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বেচারি মেয়েটির কী সমস্যা ছিল?

বেচারি মেয়েটির সমস্যা ছিল—সে জন্ম থেকেই তার বুকের ধুকধুক শুনে গুনতে গিয়ে সব সংখ্যা শেষ করে ফেলেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে সেই সময়ের কোন্ ঘটনা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছিল?

সেই সময়ের প্রচণ্ড ঝড়ঝঞ্চায় জাহাজডুবির বিশৃঙ্খলার ঘটনা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী ছিল কেন?

পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী ছিল, কারণ সপ্তাহ শেষ হওয়ার আগেই তারা তাদের সব ঘর টাকায় ঠেসে ফেলেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে এত টাকা তারা কোথায় পেয়েছিল?

এত টাকা তারা দূরদূরান্ত থেকে দেবদূতকে দেখতে আসা দর্শনার্থীদের কাছ থেকে দর্শনিবাবদ পাঁচ সেন্ট করে ধার্য করে পেয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পে তীর্থযাত্রীদের লাইন কতটা বড়া হয়েছিল?

তীর্থযাত্রীদের লাইন দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছিল তার সন্ধান ছিল না।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে দেবদূত কীসের চেষ্টায় সারাদিন কাটাত?

দেবদূত পেলাইওদের বাড়িতে ধার-করে-পাওয়া আশ্রয়ে একটু আরাম পাওয়ার চেষ্টায় সারাদিন কাটাত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বৃদ্ধটির প্রায় মাথা খারাপের জোগাড় হয়েছিল কেন?

বৃদ্ধটির প্রায় মাথা খারাপের জোগাড় হয়েছিল কারণ তারের খাঁচায় সারাক্ষণ জ্বলতে থাকা তেলের বাতি বা মােমবাতির নারকীয় জ্বালা আর উত্তাপের জন্য।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূতকে কী কী খাবার দেওয়া হয়েছিল?

দেবদূতকে ন্যাপথালিন, পাপীতাপীদের মানতের পােপের ভােজ ইত্যাদি খাবার দেওয়া হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কী কী ধরনের জ্বালাতন দেবদূতকে সহ্য করতে হয়েছিল?

দেবদূতকে মুরগিরা ঠোকরাত, পঙ্গু লােকেরা তার ডানা থেকে পালক ছিড়ত, লােকেরা ঢিল ছুঁড়ত এবং তপ্ত লােহার ছেঁকা দিত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে মুরগিরা দেবদূতকে ঠোকরাত কেন?

মুরগিরা দেবদূতকে ঠোকরাত, কারণ তার ডানায় গজিয়ে ওঠা পরভৃৎগুলাে খাবার জন্য।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে বৃদ্ধ দেবদূতের কোন্ কাজটা এ জগতের বলে মনে হয়নি ওদের?

বৃদ্ধ দেবদূতের তীব্র আতঙ্কে দমকা ডানা ঝাপটানােটা এ জগতের বলে মনে হয়নি ওদের।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে তারানতুলা কী?

আমেরিকার একপ্রকার বিশালাকার বিষাক্ত রােমশ মাকড়সা তারানতুলা হল ভ্রাম্যমাণ প্রদর্শনীর সূত্রে শহরে আসা একটি মাকড়সা-কন্যা।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কীভাবে মাকড়সা-কন্যা দেবদূতের প্রদর্শনীকে হারিয়ে দিয়েছিল?

মাকড়সা কন্যা দেবদূতের প্রদর্শনীকে হারিয়ে দিয়েছিল, কারণ মাকড়সা কন্যার দর্শনে মানবিক সত্যতা এবং আর-এক ভয়ংকর শিক্ষা ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে মাকড়সা কন্যাকে ছুড়ে ছুড়ে কী খেতে দেওয়া হত?

মাকড়সা কন্যাকে মাংসের বড়া খেতে দেওয়া হত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে এলিসেন্দাদের নতুন বাড়িটা কেমন ছিল?

এলিসেন্দাদের নতুন বাড়িটা ছিল একটা অলিন্দযুক্ত, বাগান সমেত উঁচু তারের জাল দিয়ে ঘেরা।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে কখন দেবদূত প্রলাপ বকে?

রােজ রাতে জ্বর আসার সময় বিকারের ঘােরে দেবদূত প্রলাপ বকে।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে কখন পেলাইও, এলিসেন্দা খুব ভয় পেয়েছিল?

যখন তারা ভেবেই নিয়েছিল দেবদূত মরতে বসেছে এবং মরা দেবদূতকে নিয়ে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে, তখন তারা খুব ভয় পেয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে দেবদূতের ডানায় গজিয়ে ওঠা নতুন পালকগুলি কেমন দেখতে ছিল?

দেবদূতের ডানায় গজিয়ে ওঠা নতুন পালকগুলি অনেকটা কাকতাড়ুয়ার পালকের মতাে অসংলগ্ন দেখতে ছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূত কী গুনগুন করত?

দেবদূত সিন্ধুরােলের গান গুনগুন করত।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে সবজিবাগানে গভীর খাঁজ সৃষ্টি হয়েছিল কীভাবে?

সবজিবাগানে দেবদূতের অগােছালাে ও অনভ্যস্ত ওড়বার অপচেষ্টায় তার নখগুলাে গভীর খাঁজ সৃষ্টি হয়েছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পে দেবদূত কীভাবে নিজেকে উড়ালটায় ধরে রেখেছিল?

দেবদূত মতিচ্ছন্ন জড়াগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানাঝাপটানি দিয়ে নিজেকে উড়ালটায় ধরে রেখেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে উড়ে যাবার শেষে দেবদূতকে কেমন দেখতে লেগেছিল?

উড়ে যাবার শেষে দেবদূতকে সমুদ্রের দিকচক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকির মতাে দেখতে লেগেছিল।


গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে গল্পে দেবদূতকে উড়ে যেতে দেখে এলিসেন্দার স্বস্তি হয়েছিল কেন?

দেবদূতকে উড়ে যেতে দেখে এলিসেন্দার স্বস্তি হয়েছিল কারণ সে তখন তার কাছে আর কোনাে উৎপাত বা জ্বালাতনের বিষয় নয়।


"পরের দিনই সবাই জেনে গেল”—সবাই কী জেনে গেল?

পরদিন সবাই জেনে গিয়েছিল যে, পেলাইওদের বাড়িতে এক রক্তমাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে।


"বরং যেন সে এক সাকাসের জন্তু"- কাকে কেন সাকাসের জন্তু বলা হয়েছে?

মুরগির খাঁচায় বন্দি দেবদূতকে যেভাবে পাড়ার লােকেরা রঙ্গ-তামাশার বিষয় করেছিল এবং খাবার ছুঁড়ে দিচ্ছিল— সেকারণেই তাকে সার্কাসের জন্তু বলা হয়েছে।


কাঁকড়াগুলােকে কেন সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল?

পেলাইও আর এলিসেন্দা ভেবেছিল তাদের নবজাত সন্তানের জ্বর হয়েছিল কাঁকড়ার পচা গন্ধের জন্য। তাই সেগুলােকে সমুদ্রে ছুঁড়ে ফেলার দরকার হয়েছিল।


পাদ্রে গােনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন?

পাদ্রে গােনসাগা চিঠি লিখবেন বিশপকে। বিশপ মারফত আর্চবিশপ থেকে পােপ হয়ে চূড়ান্ত রায় আসবে বলেই চিঠি লেখা।


"চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনাে উদ্ধত দেবদূতের প্রদর্শনী”—কোন্ ঘটনার বিষয়ে বলা হয়েছে?

মাকড়সায় রূপান্তরিত মেয়েটির কাহিনিতে এমন এক মানবিক সত্য আর ভয়ংকর শিক্ষা আছে যা উদ্ধত দেবদূতের প্রদর্শনীকে অনায়াসে হারিয়ে দিতে পারে।


থুরথুরে বুড়ােটি উঠতে পারছিল না কেন?

কাদায় পড়ে থাকা থুরথুরে বুড়ােটি উঠতে পারছিল না কারণ তার বিশাল দুটি ডানায় কেবলই বাধা পাচ্ছিল।


দেবদূত যে আসলে ফেরেববাজ-জোচ্চোর— এ কথা প্রমাণ করার জন্য পাদ্রে গােনসাগা কী যুক্তি দিয়েছিল?

‘দেবদূত’ ডানাওয়ালা বৃদ্ধ গােনসাগার লাতিনে সুপ্রভাতের উত্তরে কোনাে স্পষ্ট উত্তর না দেওয়ায় সে ঈশ্বরের ভাষা বােঝে না এবং জানে না কীভাবে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়, এই যুক্তিতে তাকে ‘ফেরেব্বাজ’, ‘জোচ্চোর’ বলা হয়।


ভয়ংকর তারানতুলাটি দেখতে কেমন ছিল?

মাকড়সা মেয়ে যা আসলে ভয়ংকর তারানতুলা তা ছিল একটা মস্ত ভেড়ার মতাে আর মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের।


"সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে” —কোন্ দুঃস্বপ্নের কথা বলা হয়েছে?

বাড়ির উঠোনের পিছনে কোনায় কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে এক থুরথুরে বুড়াে, ছটফট করছে, কাতরাচ্ছে এবং ওঠার চেষ্টা করলে তার বিশাল দুটো ডানায় কেবলই বাধা খাচ্ছে।


পেঁয়াজকলির গুচ্ছ কাটা বন্ধ করে জানলায় গিয়ে এলিসেন্দা কী দেখতে পেল?

পেঁয়াজকলির গুচ্ছ কাটা বন্ধ করে জানলায় গিয়ে এলিসেন্দা দেখতে পায় দেবদূত প্রথমবারের জন্য ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে।