বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে।

বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান

বিজ্ঞানসাধক প্রফুল্লচন্দ্র রায় বিপুল গবেষণার পাশাপাশি বিজ্ঞানবিষয়ক গ্রন্থরচনায় মনােনিবেশ করেন। অধ্যাপনা জীবনের সূচনাতেই বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের অভাব তাকে পীড়িত করে। এই অভাবে দূরীকরণের লক্ষ্যে বিশেষ পরিভাষার সাহায্য নিয়ে তিনি বাংলা ভাষায় প্রাণীবিজ্ঞান বিষয়ক প্রথম সচিত্র পুস্তক সরল প্রাণী বিজ্ঞান (১৮৯০) রচনা করেন। নিজের ঘরে 'নেচার ক্লাব' প্রতিষ্ঠা তার একটি অবস্মরণীয় কীর্তি। Life and Experiences of a Bengali Chemist (প্রথম খণ্ড - ১৯৩২, ২য় খণ্ড - ১৯৩৫) গ্রন্থটি নিজের ভাষাভাষী মানুষদের পড়ার সুবিধার কারণে আত্মচরিত নামে অনুবাদ করে প্রকাশ করেন।


১৯১০ খ্রিস্টাব্দে তিনি বঙ্গ সাহিত্য সম্মেলনের মূল সভাপতি হন এবং ১৯১৩ এবং ১৯১৪ খ্রিস্টাব্দে মাতৃভাষার প্রতি গভীর ভালােবাসার কারণেই তিনি এই সম্মেলনের বিজ্ঞান শাখার সভাপতিত্ব করেন। ১৯৩১-১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। পরিষৎ পত্রিকায় তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়।


এ ছাড়া প্রবাসী, বসুমতী, ভারতবর্ষ, বঙ্গবাণী, মানসীপ্রভৃতি পত্রিকায় বিজ্ঞান ছাড়া সাহিত্য ও শিল্প-সংস্কৃতি বিষয়ক তার নানান প্রবন্ধ প্রকাশিত হয়। হিন্দু রসায়নের ইতিহাস (প্রথম খণ্ড ১৯০২, ২য় খণ্ড-১৯০৯) তাঁর লেখা আর একটি স্মরণীয় গ্রন্থ। বাংলায় লেখা তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে নব্য রসায়নী বিদ্যা ও তার উৎপত্তি, বাঙ্গালীর মস্তিষ্ক ও তার অপব্যবহার ইত্যাদি।


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে দেবেন্দ্রমোহন বসুর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রিয়দারঞ্জন রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 


বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আশুতােষ মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে ডা. ইন্দুমাধব মল্লিকের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে শিশিরকুমার মিত্রের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে নীলরতন ধরের অবদান আলােচনা করাে। 


রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পরিচয় দাও। 


রবীন্দ্রনাথ ব্যতীত ঠাকুরবাড়ির অন্যান্য মানুষজনের বিজ্ঞানচর্চার পরিচয় দাও।