বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে শিশিরকুমার মিত্রের অবদান আলােচনা করাে।

বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে শিশিরকুমার মিত্রের অবদান

প্রথিতযশা বিজ্ঞানী শিশিরকুমার মিত্র ১৮৯০ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। ভাগলপুর জেলা বিদ্যালয়, তেজনারায়ণ জুবিলি কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে তাঁর ছাত্রজীবন অতিবাহিত হয়। ১৯১২ খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে এমএসসি পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। কর্মসূত্রে তিনি বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা সময়ে যুক্ত থেকেছেন। কর্মজীবনে বহুবার তিনি উচ্চতর গবেষণা ও ডিগ্রি লাভের জন্য বিদেশযাত্রা করেন। তিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক ও জাতীয় অধ্যাপক ও ছিলেন। তিনি 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত হন। Upper Atmosphere (১৯৪৭) তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ। ড. সি. ভি. রামনের সাহচর্যে তিনি আলাের বিকিরণ আলােকতরঙ্গ বাধা পেলে কীভাবে বিচ্ছুরিত হয়ে অন্ধকারের মধ্যেও আলােছায়ার বিচিত্র সমাবেশ সৃষ্টি করে—সেই বিষয়ে গবেষণা করেন।


গবেষণাক্ষেত্রে এই মৌলিক অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি উপাধি লাভ করেন। প্যারিসের সরবাের্ন বিশ্ববিদ্যালয় থেকে আলট্রা-ভায়ােলেট অঞ্চলে বর্ণালি রেখার মান নির্ণয় করে শিশিরকুমার মিত্র 'ডক্টর অব সায়েন্স' উপাধি পান। এ ছাড়া ড. মিত্র বেতার গবেষণায়, মেরুজ্যোতির বর্ণালির উৎস সম্বন্ধে গবেষণায় বিশেষ কৃতিত্বের, স্বাক্ষর রাখেন। এই বিষয়ে গবেষণার জন্য তিনি ন্যানসি বিশ্ববিদ্যালয়ে যােগ দেন। দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত শিশিরকুমার মিত্র ১৯৬৩ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট পরলােক গমন করেন।


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে নীলরতন ধরের অবদান আলােচনা করাে। 


রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পরিচয় দাও। 


রবীন্দ্রনাথ ব্যতীত ঠাকুরবাড়ির অন্যান্য মানুষজনের বিজ্ঞানচর্চার পরিচয় দাও। 


বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞানচর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে অক্ষয়কুমার দত্তের অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলােচনা করাে |  

বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদানন্দ রায়ের অবদান আলােচনা করাে।


বাংলার কীটপতঙ্গ গ্রন্থের রচয়িতা কে? বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে তার অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে চারুচন্দ্র ভট্টাচার্যের অবদান আলােচনা করাে। 


বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রত্যেক ধরনের খেলার নাম উল্লেখ করাে। 


বাঙালির কুস্তিচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 

অথবা, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তিচর্চার পরিচয় দাও।