বাংলাদেশে সুলতানি শাসনকালের চিত্রকলার পরিচয় দাও।

বাংলাদেশে সুলতানি শাসনকালের চিত্রকলা

বাংলার অধিকাংশ অঞ্চলই বৌদ্ধ পালরাজাদের অধিকার থেকে একাদশ শতকের দ্বিতীয় ভাগে পৌরাণিক ব্রাত্মণ্যধর্মের অনুগামী সেন ও বর্মণ রাজাদের কুক্ষিগত হয়ে পড়ে। ফলে পাল-পুথিচিত্রের ধারাটি ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে যায়। ত্রয়ােদশ শতকের শুরুতে তুর্কি আক্রমণের ফলশ্রুতিতে দক্ষিণবিহার ও বাংলার বৌদ্ধবিহারগুলি ধ্বংস হলে নিরাশ্রয় পূর্ব ভারতীয় বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধ ধর্মাবলম্বী নেপাল ও তিব্বতে আশ্রয় নেন এবং এভাবেই সেখানে পূর্ব ভারতীয় শিল্পরীতি স্থান পায়।


সামসুদ্দিন ইলিয়াস শাহের নেতৃত্বে (১৩৪২-৫৭ খ্রিস্টাব্দ) বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে হুসেন শাহির শাসনকালে তা আরও ব্যাপ্তি লাভ করে। সুলতানি আমলে বাংলার স্থাপত্যে বাঙালির সৃজনশীলতার পাশাপাশি উত্তর ভারতীয় সুলতানি স্থাপত্যের প্রভাব দেখা যায়। মুসলিম শাসনের সূচনাপর্বে বাংলার মূর্তি ও চিত্রকলা অনুশীলন ব্যাহত হলেও গ্রামীণ লােকচিত্রের মাধ্যমে তা আপন অস্তিত্ব রক্ষা করেছিল, যার পরিচয় গ্রামবাংলার পটচিত্রে সহজেই পাওয়া যায়। এ ছাড়াও গৌড়ের মসজিদ ও সমাধিসৌধে পােড়ামাটির ইট ও টালির উপর অলংকরণে নানান নকশায় এ দেশীয় কারিগরদের শিল্পপ্রতিভার সাক্ষ্য ছড়িয়ে রয়েছে। সেই চিত্রকলায় পশ্চিম এশিয়ার আরবীয় ও ভারতীয় নকশার অপরূপ সমন্বয় লক্ষ করা যায়।


বাংলার চিত্রকলার ইতিহাসে মুরশিদাবাদ শৈলীর গুরুত্ব ও অবদান আলােচনা করাে। 


কোম্পানি শৈলীর মুরশিদাবাদ পর্বের পরিচয় দাও। 


কোম্পানি শৈলী : কলকাতা পর্বের পরিচয় লিপিবদ্ধ করাে। 


চিত্রকলা শিক্ষাচর্চার সূত্রপাত ও প্রসারে দি ইন্ডিয়ান সােসাইটি অব ওরিয়েন্টাল আর্ট-এর ভূমিকা আলােচনা করাে। 


বাঙালি চিত্রকলা চর্চার ধারায় অন্নদাপ্রসাদ বাগচির অবদান আলােচনা করাে। 


বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলােচনা করাে। 


বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, চিত্রকলাচর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করাে। 


বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 


বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। 


বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য ও স্বাত্ত্র্য আলােচনা করাে। 


বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিতকুমার হালদারের অবদান আলােচনা করাে। 


বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলােচনা করাে। 

অথবা, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে।