“গাছগুলাে তুলে আনো, বাগানে বসাও"- এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছেদের সম্পর্কে কবির মনােভাব 'আমি দেখি' কবিতা অবলম্বনে আলােচনা করাে।

গাছেদের সম্পর্কে কবির মনােভাব: প্রকৃতির প্রতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের যে আকর্ষণ ও ভালােবাসা, তারই প্রকাশ ঘটেছে আমি দেখি কবিতায়। গাছ সেখানে কবির জীবনযাপনের প্রধান অবলম্বন। "আমার দরকার শুধু গাছ দেখা”—নিজের বেঁচে থাকার জন্য কবি গাছের সান্নিধ্য চেয়েছেন। অন্য একটি কবিতায় কবি লিখেছিলেন—“আমি মানবাে সাপটে ধরবাে নতুন বাগান, নতুন গাছটি/ বেঁচে উঠবাে সরস ঋজু রােদুরে বৃষ্টিতে।” এই আকাঙ্ক্ষার সঙ্গে সুর মিলিয়েই কবি যেন এই কবিতায় বলেছেন, তার শরীরের জন্য গাছের সবুজ স্নেহস্পর্শ অত্যন্ত জরুরি। আরােগ্যের জন্য গাছের এই সবুজ ছোঁয়াটুকু তাঁর খুবই দরকার। গাছেদের প্রতি এই ভালােবাসা থেকেই কবি জঙ্গলের জন্য আকুলতা অনুভব করেছেন। নাগরিক জীবনে নিরন্তর যে বৃক্ষসংহার ঘটে, তা কবির মনে গভীর বিষাদের সৃষ্টি করে। নগরায়ণের ফলে "শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।" সবুজের এই অভাব দূর করার জন্যই জঙ্গল থেকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন কবি। তাঁর চোখ যেমন সবুজের মধ্যে শান্তি খোঁজে, তার দেহও চায় সবুজ বাগানের সান্নিধ্য। তাই কবি বাগানে গাছ দেখতে চেয়েছেন। অর্থাৎ, শহরজীবনের যান্ত্রিকতা বা কৃত্রিমতায় ক্লান্ত কবি একদিকে তার শরীরের সুস্থতার জন্য এবং অন্যদিকে মনের সতেজতার জন্য গাছেদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।


আমার দরকার শুধু গাছ দেখা- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? 


আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার- কে, কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনােভাব প্রকাশ পেয়েছে? 


বহুদিন জঙ্গলে কাটেনি দিন—কেন কবি এ কথা বলেছেন? এই অভাবপূরণের জন্য কবি কী চেয়েছেন? 


শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়—কবির এই মন্তব্যের তাৎপর্য লেখাে। 


চোখ তাে সবুজ চায়। /দেহ চায় সবুজ বাগান- কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলােচনা করাে। 


আমি দেখি।- পঙক্তিটি সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে কীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আলােচনা করাে। 


আমি দেখি কবিতায় কবির নিজস্ব কবিস্বভাবের কী পরিচয় পাওয়া যায় আলােচনা করাে। 


আমি দেখি কবিতাটির গঠনবৈশিষ্ট্য আলােচনা করাে। 


গাছ আনাে, বাগানে বসাও। -কাদের উদ্দেশে কবি এই আহ্বান জানিয়েছেন? কোথা থেকে গাছ তুলে আনার কথা বলেছেন কবি? পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে। 


আরােগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার—ওই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন? 


কেন তবে লেখা কেন গান গাওয়া/কেন তবে আঁকাআঁকি?—এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির কোন্ বিশেষ মনােভাবের প্রকাশ ঘটেছে আলােচনা করাে। 


নিহত ভাইয়ের শবদেহ দেখে/নাই যদি হয় ক্রোধ- কবি কাকে ভাই বলে সম্বােধন করেছেন? কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করাে।