পত্রসাহিত্য ও পত্রসাহিত্যের আঙ্গিকে লেখা উপন্যাস—এ দুইয়ের মধ্যে মিল অমিল কোথায় উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রসঙ্গত পত্রকাব্য সম্পর্কে তোমার ধারণা পরিস্ফুট করো।

মিল :

(i) পত্রসাহিত্য ও পত্রসাহিত্যের লেখা উপন্যাস ব্যক্তিগত হয়েও সমাজগত।

(ii) এদুয়ের মধ্যে একটা মিল এই যে এর প্রেরক ও প্রাপক দুই-এর আত্মিক যোগাযোগ স্পষ্ট। 

(iii) এ দুয়ের মধ্যে লেখক নিজের অনুভূতি বা হৃদয়ের আকাঙ্ক্ষা আপনজনের কাছে মেলে ধরেন।

(iv) পত্রসাহিত্য ও পত্রসাহিত্যের লেখা উপন্যাস দুই-ই সাহিত্যের বিচারে উৎকৃষ্ট। 

(v) পত্রসাহিত্য ও পত্র-উপন্যাস রচিত হয় প্রয়োজন মেটানোর তাগিদে নয়। লেখকের স্বতঃস্ফূর্ত আবেগে এর জন্ম।


অমিল :

(i) পত্রসাহিত্যের থেকে পত্রসাহিত্যের উপন্যাস উৎকৃষ্ট।

(ii) পত্রসাহিত্যের থেকে পত্রসাহিত্যের লেখা উপন্যাসে লেখকের জনপ্রিয়তা বেশি বাড়ে।

(iii) পত্রসাহিত্যের থেকে পত্রসাহিত্যের লেখা উপন্যাস বেশি হৃদয়গ্রাহী।

(iv) পত্রসাহিত্যের থেকে পত্রসাহিত্যের লেখা উপন্যাস জটিল।

(v) পত্রসাহিত্যে উপন্যাসের থেকে পত্রসাহিত্যে লেখক বেশি করে ও সহজে নিজেকে মেলে ধরতে পারেন।


পত্রসাহিত্যর উদাহরণ—ছিন্নপত্র, পত্রসাহিত্যের লেখা উপন্যাস—মহুয়ার চিঠি।