স্বদেশি শিল্পোদ্যোগের ইতিহাসে উপেন্দ্রকিশাের রায়-চৌধুরীর অবদান আলােচনা করাে।

স্বদেশি শিল্পোদ্যোগের ইতিহাসে উপেন্দ্রকিশাের রায়-চৌধুরীর অবদান

সাহিত্য, সংগীত, চিত্রশিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিচিত্র বিদ্যায় পারদর্শী উপেন্দ্রকিশাের নিপুণ চিত্রকর, সংগীত বিশেষজ্ঞ, কুশলী যন্ত্রবিদ, নিবিষ্ট বিজ্ঞান গবেষক এবং অসামান্য গল্পকথক হিসেবেও দক্ষ ছিলেন। বিজ্ঞান ও শিল্পের, প্রাচ্য ও প্রতীচ্যের আশ্চর্য সমন্বয় ঘটেছিল উপেন্দ্রকিশােরের মধ্যে। তিনি মুদ্রণের কাজে মৌলিক গবেষণা চালিয়েছেন। ইলাস্ট্রেটর হিসেবে উপেন্দ্রকিশােরের কাজে যে দক্ষতা ও রীতিবৈচিত্র্য দেখা যায়, তার তুলনা ভারতবর্ষে নেই। রবীন্দ্রনাথের ভাষায়—'তিনিই বাঙ্গালীর মধ্যে প্রথম নিজ চেষ্টায় হাফটোন শিক্ষা করেন এবং অল্পকালের মধ্যেই তাহার সংস্কার সাধনে কৃতকার্য হন।'


প্রথম ও শেষ ভারতীয় হিসেবে ফটোগ্রাফির সাহায্যে বহু সংখ্যক প্রতিচ্ছবি ছাপার প্রসেস এনগ্রেভিং বা পূর্ণাঙ্গ প্রসেস শিল্পে উপেন্দ্রকিশােরের মৌলিক অবদান রয়েছে।


১৯১০ খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশাের তার ১৮৯৫ খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত সংস্থার নাম পরিবর্তন করেন। U. Ray, Artiste-এর পরিবর্তে আত্মপ্রকাশ করে U. Ray and Sons. প্রকাশক হিসেবে সে বছরই তার লেখা টুনটুনির বই প্রকাশিত হয়। ক্রমে এখান থেকে তার ছােট্ট রামায়ণ, সুখলতা রাওয়ের গল্পের বই (ব্রাহ্ মিশন প্রেসে ছাপা), রবীন্দ্রনাথের জীবনস্মৃতি, দক্ষিণারঞ্জনের ঠাকুরমার ঝুলি, মােহিতচন্দ্র সেন সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়। স্বদেশি যুগে 'রাজনৈতিক স্যাটায়ার' ও উপেন্দ্রকিশােরের রেখায়-লেখায় ও তারই নির্মিত ব্লক থেকে ছাপা হয়েছিল।


স্বদেশি শিল্প প্রচারে সুকুমার রায়ের উদ্যোগের বিবরণ লিপিবদ্ধ করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে হেমেন্দ্রমােহন বসুর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে রসিকলাল দত্তের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে বিপিনবিহারী দাসের অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রমথনাথ বসুর অবদান আলােচনা করাে। 


মুদ্রণ শিল্প ও পুস্তক প্রকাশনার ইতিহাসে পি. এম. বাগচি অ্যান্ড কোং-এর গুরুত্ব আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলােচনা করাে। 


বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে দেবেন্দ্রমোহন বসুর অবদান আলােচনা করাে।