বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে হেমেন্দ্রমােহন বসুর অবদান আলােচনা করাে।

বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে হেমেন্দ্রমােহন বসুর অবদান

এইচ বােস নামে প্রসিদ্ধ হেমেন্দ্রমােহন বসু ১৮৬৬ খ্রিস্টাব্দে, ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। হেমেন্দ্রমােহন ছিলেন ‘কুন্তলীন কেশতৈল’ ও ‘দেলখােস’ সুগন্ধ দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদেশে প্রথম স্বদেশি কলের গান, সাইকেল, টর্চলাইটের কারখানা নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিলেন তিনিই। তিনি ১৮৯০-৯১ খ্রিস্টাব্দে কুন্তলীন কেশতৈল দিয়ে ব্যবসাক্ষেত্রে আবির্ভূত হন। ক্রমশ 'এইচ বােস পারফিউমার' থেকে কুন্তলীন, দেলখােস, ল্যাভেন্ডার ওয়াটার, ওডিকোলােন, সিল্ক অব রােজ তৈরি হতে থাকে। সাহিত্যিকদের সাহিত্য রচনায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ১৩০৩ বঙ্গাব্দে তিনি 'কুন্তলীন' পুরস্কার প্রবর্তন করেন। জগদীশচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই পুরস্কার লাভ করেন।


কলকাতার হ্যারিসন রােডে তিনি সাইকেলের দোকান খােলেন, গ্রেট ইস্টার্ন মােটর কোম্পানি স্থাপন করেন, পার্ক স্ট্রিটে গ্রেট ইস্টার্ন মােটর ওয়ার্কস নামে একটি মেরামতির কারখানাও গড়ে তােলেন। এদেশে প্রথম রেকর্ড তৈরির কারখানা 'দ্য টকিং মেশিন’ হল তাঁরই অনবদ্য সৃষ্টি। বহু দেশাত্মবােধক গানের প্রচারকরূপে তিনি বিখ্যাত হয়ে আছেন। স্বদেশি গানের প্রচারকার্যে তিনি রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের সহযােগিতা লাভ করেন। তার প্রতিষ্ঠিত 'কুন্তলীন প্রেস'ও ছিল বিখ্যাত। সুদক্ষ ফটোগ্রাফার এইচ. বােস এদেশে রঙিন আলােকচিত্র তােলার পথিকৃৎ। খেলাধুলায় উৎসাহী হেমেন্দ্রমােহন স্পাের্টিং ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন। ১৯১৬ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট হেমেন্দ্রমােহন বসুর মৃত্যু হয়।


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে রসিকলাল দত্তের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে বিপিনবিহারী দাসের অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রমথনাথ বসুর অবদান আলােচনা করাে। 


মুদ্রণ শিল্প ও পুস্তক প্রকাশনার ইতিহাসে পি. এম. বাগচি অ্যান্ড কোং-এর গুরুত্ব আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলােচনা করাে। 


বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে দেবেন্দ্রমোহন বসুর অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রিয়দারঞ্জন রায়ের অবদান আলােচনা করাে। 


বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে।